নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ভুয়া হেলপার

১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৪৭



লোকাল বাস নিয়ে অভিজ্ঞতার শেষ নেই। এর আগের পর্বেই বলেছিলাম লোকাল বাস মানেই বিনোদন, তাই আমাদের মত বিনোদন পিয়াসিদের যাতায়তের একমাত্র মাধ্যম (ঠ্যালায় পড়ে) লোকাল বাস। লোকাল বাসের মত বৈচিত্র্যপুর্ন অভিজ্ঞতা পৃথিবীর কোথা থেকেও অর্জন করতে পারবেন না।

আজ বলেতে চাই একজন ভুয়া হেল্পারের গল্প। হয়তো ভাবছেন ভুয়া হেল্পার কিভাবে সম্ভব?তাহলে সেই কাহিনীই বলি-
কিছুদিন আগে 'ঢাকা বিশ্ববিদ্যালয় 'লেখা একটা দোতালা বিআরটিসি বাসে উঠেছিলাম পল্টন মোড় থেকে(এই বাসগুলো ঢাবির স্টুডেন্টদের জন্য অফ টাইমে লোকাল যাত্রী নেয়)। গাড়িতে প্রচন্ড ভিড়, তিল ধরানোর জায়গা নেই। আমি আর আমার কলিগ দোতালায় বসে গল্প করছি, কখনো মোবাইলে ফেসবুকিং করছি। এমন সময় হেলপার আসলো ভাড়া নেওয়ার জন্য। আমরা যথারীতি ভাড়া পরিশোধ করলাম, অন্যান্য যাত্রীরাও আমাদের মতোই ভাড়া পরিশোধ করলো। ঐদিন দেখলাম একটি ব্যতিক্রমী চিত্র, কোন যাত্রীর সাথে হেল্পারের ভাড়া নিয়ে কোন গণ্ডগোল হচ্ছে না। আমরা ভাবলাম খুব ভদ্র হেল্পার কোন যাত্রীর সাথে ঝামেলায় যাচ্ছে না। যে যা দিচ্ছে তাই নিচ্ছে। তার ভিতরে দ্রুত ভাড়া কাটার তাড়া লক্ষ্য করলাম। একজন যাত্রী শাহবাগ থেকে মিরপুর পর্যন্ত ১৫টাকা ভাড়া দিল, হেল্পার তা বিনাবাক্য ব্যয়ে মেনে নিলো। অন্য হেল্পার হলে রীতিমত ঝগড়া বেধে যেতো, বলতো শাহবাগ থেকে মিরপুরের ভাড়া বিশটাকা, আপনার না পোষালে নেমে যান। কিন্তু এই হেল্পার অনেক ভদ্র কারো সাথে কোন বিবাদে জড়াচ্ছে না। খুব দ্রুতগতিতে ভাড়া কেটে সে দোতালা থেকে নেমে গেল।

এর কিছুক্ষন পরই দোতালায় আরো একজন হেল্পার আসলো ভাড়া কাটার জন্য। তখন যাত্রীরা বললো, এই মিয়া মাত্র ভাড়া নিয়ে গেল, আবার ভাড়া নিতে আইছো? তখন হেল্পার বললো, আমিতো মাত্রই উপরে উঠলাম এতক্ষণ নিচের ভাড়া কাটছিলাম। তখন যাত্রীরা বললো তোমাদের লোকতো কিছুক্ষণ আগের ভাড়া কেটে গেল! হেল্পার বললো, আমি ছাড়া এই গাড়িতে আর কোন হেল্পার নেই। সব যাত্রীরা একযোগে বললো আমরা একবার ভাড়া দিয়েছি আর ভাড়া দিতে পারবো না। হেল্পারের তখন কান্নাকাটির অবস্থা। সবাই বুঝলো সেই ভদ্র হেল্পারটি আসলে ভুয়া হেল্পার।

এই গল্প থেকে আমরা কি শিখলাম? সব ভদ্র মানুষই ভাল মানুষ নয়। ভদ্রতার মুখোশের আড়ালে অনেক প্রতারক লুকিয়ে থাকে।

আবারো সেই একই কথা, আপনার লোকাল বাস ভ্রমণ সুখের হোক। প্রতিটি লোকাল বাস হয়ে উঠুক রাজপথের ফাইভ স্টার হোটেল।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৫

সামু পাগলা০০৭ বলেছেন: আল্লাহ! কি ভয়াবহ ব্যাপার! মানুষ কাকে বিশ্বাস করবে? এমন ধোঁকাদারী আরো বড় আকারেও হতে পারে!
আচ্ছা শেষে কি ভাড়া আবারো দিতে হয়েছিল?

ধন্যবাদ পোষ্টটির জন্যে। মানুষজন বাসে আরো সতর্ক থাকবে, জানবে যে হেল্পারও ভন্ড হতে পারে।
শুভকামনা।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:০১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সামু পাগলা ০০৭ প্রথম মন্তব্যকারীর জন্য সিলেটের সাতরঙা চা




আসলে প্রতারকরা প্রতিদিনই নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে। না শেষ পর্যন্ত কেউ ভাড়া দিতে রাজী না হওয়ায় ভাড়া আর দিতে হয়নি।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।



২| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৫

আবু আফিয়া বলেছেন: বাস্তব ঘটনা, ভাল লাগল,
আসলে বাহ্যিকতার মূল্য নেই।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১০

তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল আফিয়া আপু

ঘটনাটি ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো। পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।



৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ৯:৫৬

কামরুননাহার কলি বলেছেন: ভূয়া হেলপারদেরও তো কিছু করে খেতে হবে তাই না ভাইয়া । চোরের উপর বাটপারি।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৫

তারেক_মাহমুদ বলেছেন: প্রতারক এভাবেই নানা কৌশলে হাজির হয়

ধন্যবাদ প্রিয় কলি আপু, ভাল আছেন আশাকরি? অনেক আপনার পড়াশুনা কেমন চলছে? অনেক শুভেচ্ছা রইলো।

৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৪

ঢাবিয়ান বলেছেন: বাসগুলোতে টিকেট মেশিন বসালেই অহেতুক ঝগড়াঝাটি সব বন্ধ হয়ে যেত।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: আস্তে আস্তে সেটাই হবে, সময় বদলাচ্ছে পরিবহণ সেক্টরও আধুনিক হওয়া জরুরী

ধন্যবাদ ঢাবিয়ান ভাইয়া।

৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: তারেক ভাই!
ব্যস্ততা থাকলেও আপনাদের জন্য সকালেই আসলাম,:)

ভুয়া হেলপার নিয়ে সিদ্দিকের একটা নাটক আছে।;)

@"শাহবাগ থেকে মিরপুর পর্যন্ত ১৫টাকা ভাড়া!"
- ওখানকার আসল ভাড়াতো মনে হয়ঃ ২০ টাকা। নাকি?

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল নিজাম ভাই, সকাল সকাল ব্যস্ততার মধ্যেও এলেন এজন্য ধন্যবাদ, লেবু চা খান


ভুয়া হেলপার নাটকও আছে নাকি জানতাম না। হুম আসল ভাড়া ২০টাকা। ধন্যবাদ মাঝে মাঝে সময় পেলে ব্লগে এসে টু মেরে যাবেন আশাকরি। অনেক শুভেচ্ছা।

৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:২৪

রাজীব নুর বলেছেন: আপনি ঠিক বলেছেন।
আপনাকে ধন্যবাদ বিষয়টি সুন্দর করে তুলে ধরেছেন।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: রাজীব ভাই, ভাল আছেন নিশ্চয়ই?

পাঠ এবং সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। অনেক ভালবাসা।

৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩০

কাওসার চৌধুরী বলেছেন: ঢাবির দোতলা বাসগুলো অফটাইমে খেপ মারপ!! বাহ, শুনে চমৎকৃত হলাম।
আর ঢাকার দোতলা বাসে ভূয়া কন্ডাকটর নিয়ে একটি কমেডি নাটক দেখেছিলাম। এখনতো দেখি বাস্তবেও এমন আছে!!

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৪২

তারেক_মাহমুদ বলেছেন: কাওসার ভাই।
ভাল আছেন নিশ্চয়?
আমি জানতাম না ভুয়া হেলপার নাটক আছেন, নিজাম ভাইয়ের মন্তব্য থেকে জানলাম।
বরাবরই আমার পোষ্টে আপনাকে পাই সেজন্য আন্তরিক ধন্যবাদ, অনেক ভাল থাকুন শুভ কামনা।

৮| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভাগ্যিস ভুয়া হেল্পারটি ছিল, নতুবা অমন সুন্দর গল্পটা যে পেতাম না। হা হা হা আর একটি কারনেও মজা লাগলো, কতদিন ধরে বলছি আমাদের একটু বিরিয়ানি খাওয়ান। যেমন খাওয়ালেন না , খসলো তো বিশ টাকা। হা হা হা। আমার বেশ মজা লাগছে।

অনেক অনেক শুভ কামনা প্রিয় তারেক ভাইকে।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫০

তারেক_মাহমুদ বলেছেন: পদাতিক ভাই, কেমন হল পঞ্চায়েত নির্বাচন? আমরাতো ব্যাপক গোলযোগ এবং মৃত্যুর খবর পাচ্ছি। ঢাকায় আসেন পুরানো ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরয়ানী খাওয়াবো আপাতত ছবি দেখেন। না আর ভাড়া দেওয়া লাগেনি তাই লস হয়নি। অনেক শুভেচ্ছা ভালবাসা।

৯| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৩৮

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: হা হা হা :D । এরকম একটি অভিজ্ঞতা আমারো আছে তবে এখন লেখা সম্ভব নয়।

১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ দায়িত্বশীল ভাইয়া

আমরা যারা রাস্তায় চলাচল করি আমাদের প্রত্যেকেরই এমন কিছু অভিজ্ঞতা আছে।


১০| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৪২

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এক্ষেত্রে আমি সম্পূর্ণ দায়ী ভুয়া হেল্পারকে দিবো না। কারণ, একজন মানুষ বাস ভর্তি মানুষকে বোকা বানিয়ে টাকা হাতিয়ে নিয়ে গেল আর কেউ বুঝতে পারলো না!!
আমি মনে করি, যাত্রীদের অসচেতনার কারণে লোকটি এই প্রতারণার সুযোগ পেয়েছে।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০১

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর সাকিব ভাই

আসলে এমনভাবে প্রতারনা হতে পারে গাড়ির কেউই ভাবতে পারেনি, তাই যাত্রীদের দোষ দেওয়া যায় না।। পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১০:৫১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আ‌মি শিখলাম বা‌সের কন্ডাটর‌দেরও আলাদা পোশাক থাকা দরকার। ভাড়া নেয়ার পর প্রমাণ হিসা‌বে টি‌কেট দেয়া উ‌চিত। নই‌লে মারামা‌রি হ‌বেই।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০৭

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর সাজ্জাদ ভাই
খুব সুন্দর প্রস্তাবনা সাজ্জাদ ভাই, আসলে টিকিট সিস্টেম থাকলে এই ধরনের প্রতারণার ঘটনা ঘটতো না।

১২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৮

খালেদা শাম্মী বলেছেন: প্রতারণা চারদিকে বেড়ে চলেছে। এখন তো কাউকেই বিশ্বাস করার উপায় নেই। কবে যে এসব থেকে মুক্ত হবো আমরা!

১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: প্রতারকরা কৌশল বদলাচ্ছে তাই, এ থেকে মুক্তির পথ নেই। সতর্ক হওয়া জরুরী। ধন্যবাদ শাম্মী আপু।

১৩| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: চিটিং সার্ভিস নিয়ে কিছু লিখুন .... X((

মেজাজ খারাপ হয়ে যায়
যখন মাঝে মাঝে বাসে যায়তায়াত করি ।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবির ভাই, এর আগে একটি পোষ্টে কিছুটা লিখেছিলাম সিটিং সার্ভিসের কথা।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৪

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link

১৪| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: ঠিক আছে ভাই ..


মনে হয় ব্যস্ততার কারণে পোষ্ট পড়া হয়নি .....


ধন্যবাদ।।

১৭ ই মে, ২০১৮ দুপুর ১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আবারো আসার জন্য।

১৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: এই হলো আমাদের মুখোশ।
যে সত্য বলে সেও কোন না কোনভাবে মুখোশ ধারন করে থাকে।
সতর্কতার জন্য ধন্যবাদ

১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রতারকদের মুখশের অভাব নেই। পাঠ এবং মন্তব্যের জন্য বৃষ্টি আপু।

১৬| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৫৫

চাঁদগাজী বলেছেন:



বেশ বুদ্ধিমান প্রতারক।

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:২৮

তারেক_মাহমুদ বলেছেন: বুদ্ধিমানতো বটেই, অনেক ধন্যবাদ গাজী ভাই।

১৭| ১৮ ই মে, ২০১৮ রাত ১:৫৯

জাহিদ অনিক বলেছেন:


অপরিচিত দেওয়া কারও কিছু যেমন খাওয়া যাবে না, তেমনি মনে হচ্ছে অপরিচিত কাউকে কিছু দেয়াও যাবে না

১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আসলে সব গাড়িতে টিকিট সিস্টেম চালু করলে এই সমস্যা আর থাকবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

১৮| ১৮ ই মে, ২০১৮ রাত ২:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ঢাকার লোকাল বাসের হেল্পারকে যে ফাঁকি দিতে পেরেছে তাকে লাল সালাম...

১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: এটা অবশ্য খারাপ বলেননি তালগাছ ভাই, সবচেয়ে বড় বাটপার হচ্ছে লোকাল বাসের হেল্পাররা তাদেরকে ঠকানো আসলেই কঠিন। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

১৯| ১৮ ই মে, ২০১৮ সকাল ৮:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল তারেক ভাই। আপনার পাঠানো পার্সেল বিরিয়ানি খেলাম। দারুণ স্বাদ। ঢাকায় গেলে আর একবার খাবো। তবে দুঃখ পেলাম আপনারর দ্বিতীয়বার টাকা খসলো না শুনে। আমাদের এখানে এখন ভাগাড় কান্ডের পর আমরা আর মাংস খাইনা।

অনেক অনেক ভাল লাগা আপনাকে।

১৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল পদাতিক ভাই, ভাগাড়ের মাংস অবশ্য চিন্তার বিষয়,তবে কিছু কিছু দোকান আছে যাদের সুনাম অক্ষুন্ন রাখার স্বার্থে এ ধরনের অনৈতিক কাজ করবে না বলেই আমার বিশ্বাস। এই বিশ্বাস থেকে মাঝেমধ্যে লাঞ্চে বিরয়ানী খাই।

২০| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আন্তরিক প্রতিমন্তব্যে ধন্যবাদ।

আমার এক পোষ্টে আপনি "বাবা" নামক একটি লেখার লিংক দিয়েছিলেন। লিংকটিতে গিয়ে পোষ্টটি খুঁজে পেলাম না, লেখা দেখাচ্ছে "আপনি যে পোস্টটি খুঁজছেন, এই পোস্টটি পাওয়া যায়নি।"
আপনার ব্লগে এসেও খুঁজলাম, পেলাম না। আপনি লিংকটি ঠিক করে শেয়ার করুন প্লিজ।
ধন্যবাদ।

২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপু
আপনি বাচ্চাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে একটি পোষ্ট দিয়ে সে পোষ্টেই আমার মেয়েকে নিয়ে একটি লেখার দিয়েছিলাম। পুনরায় লিংকটি দিচ্ছি।
www.somewhereinblog.net/blog/tareq328/30227045

২০ শে মে, ২০১৮ সকাল ১০:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: Click This Link

২১| ১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ব্লগার_প্রান্ত বলেছেন: ভুয়া হেলপার বুঝবো কিভাবে ?? মজার তো...

২০ শে মে, ২০১৮ সকাল ১১:১০

তারেক_মাহমুদ বলেছেন: বোঝার উপায় ছিল না, এটা কেউ কল্পনাও করেনি। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রান্ত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.