নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সাত সকালের মতিঝিল

২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৩৩

সকাল আটটা, স্থান মতিঝিল, ঢাকার ব্যস্ততম অফিসপাড়া। চারিদিক থেকে মতিঝিলের দিকে ছুটে আসছে হাজার হাজার মানুষ। হাই অফিসিয়ালরা আসছেন নিজস্ব গাড়িতে আবার কেউ কেউ আসছেন আমার মত লোকাল বাসে বাদুর ঝোলা হয়ে। সুউচ্চ দালানগুলোর ক্লকসিবল গেটগুলো খুলে যাচ্ছে একে একে।


ফুটপাতের চায়ের দোকানদার তার কেরসিনের চুলায় জোরে জোরে হাওয়া দিচ্ছেন কিছুটা আগুন বাড়িয়ে নেওয়ার জন্য। রমজান মাস হলেও পর্দাঘেরা চায়ের দোকানের কেনাবেচার যে কমতি নেই তা বাইরে থেকে দেখেই অনুমান করা যায়। আজও দিলকুশার পূবালী ব্যাংক হেড অফিসের কোনার বটগাছ তলায় ফর্মালিন, কার্বাইড মুক্ত কলা বিক্রেতা বসেছেন তার কলার ঝুড়ি নিয়ে। মতিঝিলের চাকুরীজীবীদের অগাধ আস্থা এই কলা বিক্রেতার প্রতি, তাই সকাল দশটা না বাজতেই তার সব কলা শেষ হয়ে যাবে এটা মুখস্ত বলে দেওয়া যায়। পাশে কয়েকজন ফল বিক্রেতা বসেছেন সাতক্ষীরার কাঁচামিঠা আম, পাকা আম,আপেল, আঙুর, দেশি কাগজি লেবু, জামরুল, শশা নিয়ে। এগুলির বিক্রি শুরু হবে দুপুরের পরে।

মতিঝিলের একটা দারুণ ব্যাপার হচ্ছে বাজারের সেরা জিনিষগুলোই এই অফিস পাড়ার ফুটপাতে বিক্রি হয়।যদিও দাম বাজারের তুলনায় একটু বেশি তবুও দাম নিয়ে কোন আক্ষেপ নেই এখানকার ক্রেতাদের। ব্যাংকের মোটা মাইনে পাওয়া অফিসাররা চান ভাল জিনিষ, দাম কোন বিষয়ই নয়। একদিন দেখলাম ৮০ কেজি ওজনের একটি বাঘা আইড় মাছ বিক্রির জন্য নিয়ে এসেছেন এক বিক্রেতা।

রোজার মাস হওয়ায় ফুটপাতে খাবারের বিক্রি কমে গেছে, অন্যসময় ফুটপাতে পরোটা বিক্রেতাদের খুবই হাকডাক দেখা যায়
- স্যার আসেন গরম পরোটা ডিম খেয়ে যান। এখনও তারা আছে তবে পর্দার আড়ালে। এখন আর সেই ছোলামুড়ি বিক্রেতারা নেই, নেই পেপে অথবা বেলের শরবত বিক্রেতারও।

রোজার মাসে মতিঝিলের কমন ভিক্ষুকের পাশাপাশি কিছু মৌসুমি ভিক্ষুকদের দেখা যায়, এবারো তার ব্যতিক্রম নয়। রোজার মাসে সারাদেশ থেকেই প্রচুর ভিক্ষুক জাকাত ফিতরা পাওয়ার আশায় ঢাকায় আসে।

দিলকুশার রাস্তার দুদিকে সারিবদ্ধভাবে গাড়ী পার্কিং করা হয়েছে। পুরো রাস্তার ৬০% এসব অবৈধ গাড়ির দখলে, ওদিকে সিটিসেন্টার,সাধারণবিমা ভবনের মত গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত ভবনগুলোর পার্কিং এরিয়াগুলো খাঁ খাঁ করছে।

অফিসগুলো পুরোপুরি জমে না উঠলেও,ব্যাংকগুলো সামনে আজও দাঁড়িয়ে আছে একদল প্রতারক। এরা ডলার পাউন্ড রিয়েল বলে চিৎকার করবে কিছুক্ষণ পরই। এরা সম্ভবত পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসা। এদের কাছে কখনোই ডলার রিয়েল পাউন্ড ভাঙাতে কেউ যাবেননা। প্রতারিত হওয়ার সম্ভাবনা ১০০%।

মতিঝিল এখন পুরোপুরি জমজমাট হতে শুরু করেছে। চলছে ব্যাংক এবং শেয়ার মার্কেটের লেনদেন।

সকলের দিনটি ভাল কাটুক এই প্রত্যাশা রইলো।

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪১

মোস্তফা সোহেল বলেছেন: আপনার দিনটিও ভাল কাটুক তারেক ভাই।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ এবং শুভ কামনা।

২| ২৪ শে মে, ২০১৮ সকাল ১০:৪৬

কাওসার চৌধুরী বলেছেন: শুভ সকাল, তারেক ভাই।
সাত সকালের মতিঝিল অফিসপাড়ার বর্ণনাটা শুনে ভাল লাগলো। রমজানে পর্দার আড়ালের ভুড়িভুজের কালচারটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। আর ফর্মালিনমুক্ত কলা বিক্রেতার কথা শুনে ভাল লাগলো।

২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৫০

তারেক_মাহমুদ বলেছেন: মতিঝিলের সকালের বর্ণনা আপনার ভাল লেগেছে জেনে আমারো খুব ভাল লাগলো। যেকোনো ব্যবসার মুল ভিত্তি বিশ্বাস, এই কলাওয়ালা মতিঝিলবাসীর বিশ্বাস অর্জন করতে পেরেছে। রমজানে ভিন্নধর্মালম্বীদের জন্য পর্দার আড়ালে খাবারের ব্যবস্থা রাখা খারাপ নয়।
অনেক ধন্যবাদ এবং ভালবাসা কাওসার ভাই।

৩| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:১০

সুমন কর বলেছেন: তা, আপনি কোথায় গিয়েছিলেন? মতিঝিলের সকাল বেলার বর্ণনাটা ভালো লাগল।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০০

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর সুমন ভাই

আমি কোথাও যাইনিতো! আমি প্রতিদিন মতিঝিলে লোকালবাসে বাদুরঝোলা ছাপোষা মানুষদের একজন।মতিঝিলের বর্ণনা ভাল লেগেছে জেনে খুশি হলাম।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন: মতিঝিল তো আপনার বাসার কাছেই।
আমি দুপুরের পর মতিঝিল যাবো।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০৩

তারেক_মাহমুদ বলেছেন: তাই নাকি? একদিন আসুন দেখা হবে ইনাশাল্লাহ। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

৫| ২৪ শে মে, ২০১৮ সকাল ১১:৫০

কাইকর বলেছেন: আসতেছি ভাই রাতে।

২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:০৪

তারেক_মাহমুদ বলেছেন: কোথায় আসছেন ভাই কাইকর? মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১২:৩৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমার মনে তো ধরল ভিক্ষুকের বিষয়!
দেশে মনে হয় এদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে!!!:(
ওদের দেখলে রাগও হয়, দুঃখও হয়:(

২৪ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ভিক্ষুকদের আশ্রয়ন বয়স্ক ভাতা বিধবাভাতা কত কিছু চালু করেছে তবুও দেশে ভিক্ষুকের সংখ্যা বাড়ছেই। আসলে এটা ইনকামের শর্টকাট রাস্তা। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় নিজাম ভাই।

৭| ২৪ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬

শিমুল_মাহমুদ বলেছেন: সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সকালবেলার মতিঝিলের চিত্র। খুবই ভাল লাগলো।

২৪ শে মে, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

নীহার দত্ত বলেছেন: মতিঝিল এর হালচাল ভালো লাগলো।

২৬ শে মে, ২০১৮ সকাল ১০:০৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ভাই নিহার দও।

৯| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১২:১৯

সৈয়দ ইসলাম বলেছেন: ভাল লাগলো তারেক ভাই।

আপনি এখন কেমন আছেন?

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর ইসলাম ভাই
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আমি আল্লাহর রহমতে ভালই আছি, আপনি কেমন আছেন?

১০| ২৮ শে মে, ২০১৮ দুপুর ১:৫০

সৈয়দ ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই আমি চমৎকার আছি।

আপনাদের সক্রিয়তা ব্লগকে অনেক সজীবতা দিচ্ছে; নতুন লেখা প্রকাশ করুন।

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ ইসলাম ভাই পুনরায় মন্তব্যের জন্য।বেশ কিছু নতুন বিষয় প্রকাশ করেছে। শুভেচ্ছা নিরন্তর।

১১| ২৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪

মিরোরডডল বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে ।
মতিঝিল এলাকা টা আমার কাছে খুব Depressive লাগে :-(

২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: বরাবরই পাশে থাকার জন্য ধন্যবাদ MirroredDoll.

১২| ০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫

খায়রুল আহসান বলেছেন: রোযার মাসে সকাল আটটার মতিঝিলের হাল অবস্থার চিত্র বেশ ভালই ফুটে উঠেছে আপনার এ লেখায়। এখন দেশের এমন অবস্থা যে আগে মানুষ অসুস্থ হলে বেশী করে ফলমূল খেত, আর এখন রাসায়নিক স্প্রে মেশানো ফলমূল খেয়ে মানুষ বেশী করে অসুস্থ হয়ে পড়ছে। তার পরেও কলাওয়ালা যে ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে, এটাও একটা বড় আশার কথা।

০৭ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভাল লাগলো স্যার, ভেজালের এই যুগে সত্যি আসল চেনা দায়, তবে দু একজন ভাল মানুষ অবশ্যই আছে এই নষ্ট পৃথিবীতে, অনেক ধন্যবাদ খাইরুল আহসান স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.