নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

সকালের বৃষ্টি

৩১ শে মে, ২০১৮ সকাল ১০:৫০

সকালের একঘণ্টার বৃষ্টিতেই ডুবে গেছে পুরো ঢাকা শহর। এখন ঢাকার রাস্তাকে অনেকেই নদী ভেবে ভুল করবেন, আসলে রাস্তা নাকি নদী বোঝার উপায় নেই। এমনিতে ট্রাফিকজ্যামের শহর ঢাকা তার উপর রাস্তায় বৃষ্টির কারণে জ্যাম আরো তীব্র আকার ধারণ করেছে। তার উপর উন্নয়ন কর্মকান্ডের নামে চলছে খুঁড়াখুঁড়ি তাই ঢাকার প্রধান সড়ক ও অলিগলির রাস্তাগুলো এখন সাধারণ মানুষের মৃত্যুর ফাদ। 

রাস্তায় পাবলিক বাস এমনিতেই কম তার উপর বৃষ্টির কারণে আমার মত অফিসগামী লোকজন সবচেয়ে বিপদে পড়েছে। অনেকেই মাঝ রাস্তা থেকে অফিসে না গিয়ে বাসায় ফিরে গেছেন। জানিনা কবে মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ের মত মেগা প্রজেক্টগুলো কবে শেষ হবে, আর সাধারণ মানুষ কবে একটু স্বস্তি পাবে।
ঢাকার রাস্তার ড্রেনেজ ব্যবস্থা একেবারেই যাচ্ছেতাই, সংসদ ভবনের সামনে দেখলাম কোমর পানি তাহলে অন্য রাস্তার কি অবস্থা একবার ভাবুন। ঢাকা এখন পুরোপুরি বসবাসের উপযোগীতা হারিয়ে ফেলেছে।




ছবি: ধানমন্ডি এলাকার প্রধান সড়ক থেকে তোলা।

মন্তব্য ৬৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:১৩

স্বচ্ছ দর্পন বলেছেন: একটি দেশে রাজধানীর যদি এই হাল হয়,তাহলে সারাদেশের কি হাল হবে??

আমার ব্লগ ঘুরে আসার ওনুরোধ রইলো!ধন্যবাদ!

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২৩

তারেক_মাহমুদ বলেছেন: রাজধানীর এমন চিত্র আসলেই কাম্য নয়। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ স্বচ্ছ দর্পণ ভাই, আপনার ব্লগ থেকে ঘুরে মন্তব্য রেখে এসেছি।

২| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:২৪

কামরুননাহার কলি বলেছেন: আমি পানিতে পরে যেয়ে ভিজে একাকার হয়ে গেছি । এখন তো খুব শীত লাগতেছে ।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: আহা আপু আপনার আবস্থা আমার চেয়েও করুন, আমি দুই ঘন্টা লেটে অফিসে আসলাম। আপনার জন্য সমবেদনা। অনেক ধন্যবাদ।

৩| ৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫১

লাবণ্য ২ বলেছেন: করুন অবস্থা।

৩১ শে মে, ২০১৮ সকাল ১১:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই করুণ অবস্থা লাবণ্য আপু, সকালে এই বৃষ্টির মধ্যে অফিসে আসতে হবে ভেবে কান্না পাচ্ছিল। ধন্যবাদ শুভকামনা।

৪| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:১২

ব্লগার_প্রান্ত বলেছেন: নদীমাতৃক বাংলাদেশ =p~

৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:২০

তারেক_মাহমুদ বলেছেন: নদীমাতৃক ঢাকা, ঢাকার সব রাস্তাই এখন একএকটা নদী। ধন্যবাদ প্রান্ত।

৫| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১২:৪১

তারেক ফাহিম বলেছেন: তারেক ভাই কেমন আছেন?
প্রায় একমাস পর আবার শুরু করলাম।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:০০

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর ফাহিম ভাই

আপনাকে আপনাকে এতদিন পর পেয়ে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ও ভালবাসা।

৬| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

চেনা মুখ, অচেনা ছায়া বলেছেন: ঢাকার আজীবন চিত্র।

৩১ শে মে, ২০১৮ দুপুর ১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: এটা চিরায়ত ঢাকার রূপ, এ থেকে আমাদের মুক্তি নেই। ধন্যবাদ চেনামুখ অচেনা ছায়া।

৭| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৫

কথার ফুলঝুরি! বলেছেন: এই অবস্থার মধ্যেই আজকে অফিসে আসা। খুবই করুণ দশা ঢাকা বাসীর :(

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: সকালে বৃষ্টি দেখলে কান্না পায়, সত্যি করুণ অবস্থা। ধন্যবাদ কথার ফুলঝুরি।

৮| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৬

মোছাব্বিরুল হক বলেছেন:
কেউ একজন তেলাপিয়া মাছের পোনা ছেড়ে দেন। ভাল লাভ হবে। :P :P :P :-B
আমরা মাছে ভাতে বাঙালি (ডিজিটাল বাঙ্গালী) |-) |-) |-)

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: আইডিয়াটা মন্দ নয়,পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ মোছাব্বিরুল ভাই।

৯| ৩১ শে মে, ২০১৮ দুপুর ১:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আর সমুদ্র বিলাস জন্য কক্সবাজার নয়... :P

বৃষ্টি নামলেই এখন ঢাকার অলিতে-গলিতে দেখতে পাড়া যায়।। :)

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:৪১

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা ঢাকায় বসেই সাগরের ঢেউ দর্শন আইডিয়া মন্দ নয়। ধন্যবাদ শাহরিয়ার ভাই।

১০| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:১২

হাঙ্গামা বলেছেন: আজকের মত বৃষ্টিতে ঢাকার এমন খুব কম রাস্তা আছে যেখানে পানি জমে না।
মিরপুর তো সকালে পুরা চলাচলের অযোগ্য হয়ে গেছে।
১০ নাম্বারে দাঁড়িয়ে দুর্ভোগ পোহানো মানুষগুলা দেখতে দেখতে ভাবছিলাম যে এদের মধ্যেই কত মানুষ নির্বাচনের সময় বলে বেড়াবেঃ আমার সরকার হ্যান করেছে, ত্যান করেছে।
পরিবহন খাত আর রাস্তাঘাটের বেহাল বিশৃঙ্খলা আমি বোধ হয় ছোটবেলা থেকেই দেখতেছি।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:২২

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মত আমিও মিরপুরের বাসিন্দা হাঙ্গামা ভাই, মেট্রো রেলের কারণে মিরপুরের মানুষের দূর্ভোগ এখন চরমে। ভোটের সময় সবাই বড় বড় কথা বললেও কাজের কাজ কিছুই করে না। অনেক ধন্যবাদ।

১১| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৯

সাইন বোর্ড বলেছেন: এখন কিছু নৌকা ছেড়ে দিলে মাগনা প্রচারনাটাও হয়ে যায়...

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৩

তারেক_মাহমুদ বলেছেন: আইডিয়া মন্দ না, হাসিনা আপা যদি আপনার কমেন্ট পড়েন তাহলেতো কথাই নেই। ধন্যবাদ ভাই সাইনবোর্ড।

১২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

রাজীব নুর বলেছেন: এগুলো আপনাদের চক্রান্ত। এগুলো এডিট করা যায়।
দেশ উন্নয়নের মহাসড়কে।

৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:০৭

তারেক_মাহমুদ বলেছেন: ভাল আইডিয়া দিয়েছেন রাজীব ভাই, এডিট করে একটা নৌকা চালিয়ে দিলে আপা খুশি হতেন, আর কিছু না পাই গণভবনে ইফতারের দাওয়াত পেতাম।

১৩| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

জোকস বলেছেন:





শিক্ষকঃ কি ব্যাপার বল্টু, কাল স্কুলে আসিসনি কেন?
বল্টু : স্যার, বৃষ্টির জন্য গতকাল আসতে পারিনি।
শিক্ষক : গতকাল বৃষ্টি ছিল? মিথ্যা বলার আর জায়গা পাস না ! দাঁড়া, তোর বাবাকে খবর দিচ্ছি।
বল্টুু : আসুক বাবা, এসে আপনাকে বলুক, গতকাল আমার খালাতো বোন বৃষ্টি এসেছিল কি-না।

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা সত্যি দারুণ জোকস, ধন্যবাদ এবং অভিনন্দন জোকস ভাই। জোরছে বলেন ব্রাজিল ব্রাজিল।

১৪| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

মনিরা সুলতানা বলেছেন: হায়রে আমার মন মাতানো দেশ ।

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: এভাবেই কেটে যাচ্ছে আমাদের দিনকাল, অনেক ধন্যবাদ মনিরা আপু।

১৫| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:০৬

সুমন কর বলেছেন: হুম, অফিসে যাবার সময়ই বোঝা গেল...........!!! X(( X((

৩১ শে মে, ২০১৮ রাত ৮:৫১

তারেক_মাহমুদ বলেছেন: আজ আপনার আমার মত যারা অফিসে গিয়েছিল তারাই বুঝেছে, কত চালে কত মুড়ি। ধন্যবাদ সুমন ভাই।

১৬| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:১২

প্রামানিক বলেছেন: জৈষ্ঠ মাসেই এই অবস্থা আষাঢ় মাসে কি হবে?

৩১ শে মে, ২০১৮ রাত ৯:২০

তারেক_মাহমুদ বলেছেন: এবার বেশ আগেভাগেই বর্ষাকাল এসে গেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ প্রামাণিক ভাই।

১৭| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩০

লায়নহার্ট বলেছেন: ২য় প্রশ্ন

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার প্রথম প্রশ্নইতো বুঝতে পারিনি ২য় প্রশ্ন কিভাবে বুঝবো ভাই লায়নহার্ট?

১৮| ৩১ শে মে, ২০১৮ রাত ৯:৩৩

শিমুল_মাহমুদ বলেছেন: ঢাকা এখন মৃত নগরী, বৃষ্টি হলেই পুরো শহর পানির নিচে ডুবে যায়।

৩১ শে মে, ২০১৮ রাত ৯:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৯| ৩১ শে মে, ২০১৮ রাত ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন:
হুম !! আজ বেশ ভোগান্তি গেল :(

০১ লা জুন, ২০১৮ সকাল ৯:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন জাহিদ অনিক ভাই, যারা রাস্তায় বেরিয়েছিল তারাই জানে ভোগান্তি কাকে বলে। অনেক ধন্যবাদ।

২০| ০১ লা জুন, ২০১৮ ভোর ৬:২৯

চাঁদগাজী বলেছেন:


এই জেনারেশনের রাজনীতিবিদরা এি সমস্যার সমাধান করতে পারবে না।

০১ লা জুন, ২০১৮ সকাল ৯:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: আমারো তাই মনে হয়, এই যানজট ও জলজট নিয়েই বাস করতে হবে ঢাকায়।

২১| ০১ লা জুন, ২০১৮ সকাল ১০:৫৬

উম্মে সায়মা বলেছেন: একেবারে শোচনীয় অবস্থা -_-

০১ লা জুন, ২০১৮ সকাল ১১:২০

তারেক_মাহমুদ বলেছেন: বৃষ্টির দিনে এমন সাগর পাড়ি অফিসে যেতে কান্না এসে যায়, এভাবেই কেটে যাচ্ছে দিনের পর দিন অনেকধন্যবাদ উম্মে সায়মা আপু।

২২| ০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:০৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ঢাকা শহর বসবাসের যোগ্য ভবিষ্যতেও হবে কিনা তাতেও আমার সন্দেহ থেকে যাচ্ছে। কত পরিকল্পনাই তো নেয়া হল আর এখনও নেয়া হচ্ছে। মন্ত্রী-আমলাদের ঘরে পানি ওঠার আগ পর্যন্ত এ সমস্যার সমাধান হওয়ার আশা ক্ষীণ!

০১ লা জুন, ২০১৮ দুপুর ১২:১০

তারেক_মাহমুদ বলেছেন: এত ছোট একটা শহরে দেড় থেকে দুই কোটি লোকের বসবাস প্রতিদিন আরো নতুন নতুন লোক আসছে সমস্যা দিন দিন বাড়তেই থাকবে কমবে না। অনেক ধন্যবাদ সম্রাট ভাই।

২৩| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৫

করুণাধারা বলেছেন: ঢাকা আমাদের রাজধানী। জানিনা পৃথিবীতে এমন রাজধানী কয়টা আছে, যেগুলোতে এক ঘণ্টার বৃষ্টিতে রাস্তাঘাটে হাঁটুপানি জমে লোক চলাচলের অযোগ্য হয়ে যায়!!!!

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: ঢাকা এখন ডেড সিটি, বসবাসের পুরাই অনুপযোগী শহর, ধন্যবাদ করুণাধারা আপু।

২৪| ০১ লা জুন, ২০১৮ দুপুর ২:৪৯

শায়মা বলেছেন: দিনে দিনে একটু বৃষ্টিতেই জলাবদ্ধতা। বৃষ্টি দেখলেই আমার ভয় লাগে। :(

০১ লা জুন, ২০১৮ রাত ৮:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: সকালে বৃষ্টি দেখলে আমার কান্না পায়, অনেক ধন্যবাদ শায়মা আপু।

২৫| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২

অলিভিয়া আভা বলেছেন: ঢাকার মত শহরে এমন জলাবদ্ধতা সত্যিই দুর্ভোগ সৃষ্টি করে। নগরবাসীর দুর্ভোগের শেষ থাকে না।

০১ লা জুন, ২০১৮ রাত ৯:০১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা আভা আপু।

২৬| ০১ লা জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

কাছের-মানুষ বলেছেন: জলাবদ্ধতা এখন হরহামেশাই হচ্ছে ঢাকাতে। অল্প বৃষ্টিতেও জলাবদ্ধতা সৃষ্টি হয় এটা সত্যিই দুঃখজনক।
নগরে সঠিক পরিকল্পনা নেই আমাদের, প্রশাসনের টনক নড়ছেনা। ব্যাপারটা হতাশাজনক।

০২ রা জুন, ২০১৮ বিকাল ৩:৪২

তারেক_মাহমুদ বলেছেন: নগরে সঠিক পরিকল্পনা নেই আমাদের, প্রশাসনের টনক নড়ছেনা। ব্যাপারটা হতাশাজনক আপনার মত আমিও হতাশ কাছের মানুষ ভাইয়া, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৭| ০১ লা জুন, ২০১৮ রাত ৯:৫৩

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ ,




এগুলো আমাদেরই অবিমৃশ্যকারীতা , আমাদেরই হঠকারীতা , আমাদেরই অবিবেচনার ফল । একটি দেশ দূরদৃষ্টিসম্পন্ন না হলে যা হয় , তা-ই সকালের বৃষ্টির মতো দুর্দশায় ছয়লাব হয়ে জলাবদ্ধ করে দিয়ে যায় আমাদের সকল ভবিষ্যত ।

০২ রা জুন, ২০১৮ রাত ৮:৫১

তারেক_মাহমুদ বলেছেন: একটি দেশ দূরদৃষ্টিসম্পন্ন না হলে যা হয় , তা-ই সকালের বৃষ্টির মতো দুর্দশায় ছয়লাব হয়ে জলাবদ্ধ করে দিয়ে যায় আমাদের সকল ভবিষ্যত


বৃষ্টি হলেই মানুষের দূর্দশার অন্ত নেই, জানি না ঢাকাবাসী কোনদিন মুক্তি পাবে কিনা এই জলজট ও যানজটের কবল থেকে।

অনেক ধন্যবাদ আহমেদ জি এস ভাইয়া।

২৮| ০১ লা জুন, ২০১৮ রাত ১০:২২

সামু পাগলা০০৭ বলেছেন: সেদিন খবরেও দেখছিলাম। এক মা তার সন্তানকে নিয়ে রিকশায় করে স্কুলে যাচ্ছিলেন এমন রাস্তায়, রিকশাটি পানির মধ্যে পড়ে গেল! উফফ কি ভোগান্তি!

গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন। ধন্যবাদ।
শুভেচ্ছা।

০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:০৭

তারেক_মাহমুদ বলেছেন: সবচেয়ে ভয়ংকর হচ্ছে অলি গলিতে খোলা ম্যানহোলের ঢাকনা, বাস্তা পানিতে ডুবে গেলে বোঝার উপায় থাকে না কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা আছে কিনা? কিছুদিন আগে মিরপুর এলাকায় ম্যানহোলে পড়ে একটি শিশুর মৃত্যু হয়েছে।

মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

২৯| ০২ রা জুন, ২০১৮ রাত ১:৫১

হবা পাগলা বলেছেন: ঢাকা শহর খুব শিঘ্রই পরিত্যাক্ত হবে
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

০৩ রা জুন, ২০১৮ সকাল ৮:০৯

তারেক_মাহমুদ বলেছেন: এমন আশংকা অমুলক নয়। ধন্যবাদ হবা পাগলা ভাই, আপনার পোষ্ট থেকে ঘুরে এসেছি এবং মন্তব্য রেখে এসেছি।

৩০| ০২ রা জুন, ২০১৮ রাত ১১:৩৪

আখেনাটেন বলেছেন: সাসটেইনেবল প্লান না থাকলে যা হয় আর কি!

মেট্রোরেল চালু হলে হয়ত মিরপুরবাসীর জন্য কিছুটা স্বস্তি হবে।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২২

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন আখেনাটেন ভাই, পরিকল্পিতভাবে নগরের উন্নয়ন না হওয়ায় এত ভোগান্তি, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩১| ০৩ রা জুন, ২০১৮ ভোর ৫:২৯

অক্পটে বলেছেন: চাঁদগাজিকে বলা দরকার, বিএনপি নেত্রী খালেদা জিয়ার উপর এর দায় চাপানো যায় কিনা। ভেবে দেখলাম চাপানো যায় আর তা হলো, শেখ হাসিনা জিয়ার পথ অনুসরণ করে দেশ চালাচ্ছেন বলেই রাজধানীতে অল্প বৃষ্টি হলেই নৌকা প্রদর্শনী চলে।

০৩ রা জুন, ২০১৮ সকাল ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: একে অপরের প্রতি দোষ চাপানো আমাদের রাজনৈতিক সাংস্কৃতির একটি অংশ। ধন্যবাদ অকপটে ভাই।

৩২| ০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো থাকবেন।

০৪ ঠা জুন, ২০১৮ দুপুর ১:১৪

তারেক_মাহমুদ বলেছেন: কোথায় যাচ্ছো প্রান্ত?

৩৩| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এক টুকরা ইচ্ছে থাকলেই ঢাক ও চট্টগ্রাম শহরকে ঠিক করে ফেলা সম্ভব। কিন্তু সেই ইচ্ছেটা থাকতে হবে বিশাল বড় মাপের কোন মানুষের।

মেয়র জনাব আনিুসল হক, স্যার, আপনাকে খুব মিস করছি।

০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই আমাদের দূর্ভাগ্য, একজন আনিসুল হকের খুবই প্রয়োজন, ধন্যবাদ সাজ্জাদ ভাই।

৩৪| ০৫ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৯

মিরোরডডল বলেছেন: সাধারণ মানুষ প্রতিনিয়ত কি কষ্ট করছে
দিনের পর দিন বছরের পর বছর
অথচ যাদের কাজ দায়িত্ব এসব ঠিক করা তারা এতোটাই নির্লজ্জ আর অমানুষ
মানুষের এই কষ্ট তাদের এতটুকুও স্পর্শ করেনা
তাদের কাজে অবহেলা আর স্বার্থপরতার জন্য সাধারণ মানুষ ভিকটিম হচ্ছে

০৫ ই জুন, ২০১৮ রাত ৯:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.