নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বকাপ ভাবনা

১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৪২

বিশ্বকাপ মানেই চারিদিকে তুমুল উত্তেজনা। নিজেদের দেশ বিশ্বকাপে নেই তাতে কি? ব্রাজিল আর্জেন্টিনাতো আছে!আমার মত ব্রাজিল ভক্তরা তাদের পছন্দের দলটির প্রতি অন্যবারের তুলনায় একটু বেশিই আশাবাদী। তাদের রয়েছে নেইমার,কৌতিনহো, জেসুস, মার্সেলো,ফিরমিনো অর্থাৎ এবারের ব্রাজিল খুবই খুবই শক্তিশালী। অন্যদিকে আর্জেন্টাইন ভক্তদের আশা মেসি একাই বিশ্বকাপ জিতিয়ে দিবেন, মেসি এবারের বিশ্বকাপে তার অতি মানবীয় ক্ষমতা প্রদর্শন করে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিবেন।

গোটা বাংলাদেশ এখন বিশ্বকাপ জ্বরে ভুগছে। চারিদিকে চলছে তর্ক বিতর্ক, স্কুল অফিস, চায়ের দোকান, সর্বত্রই চলছে একটাই আলোচনা কে জিতবে বিশ্বকাপ? ফেসবুকে চলছে একে অপরকে ট্রল করার প্রতিযোগিতা। বাংলার আকাশ এখন ভিনদেশী পতাকায় ছেয়ে গেছে। বাংলাদেশে কোন দলের সাপোর্টার বেশি, সেটা বোঝা সত্যি মুশকিল। ইদানীং কিছু জার্মান সাপোর্টারও দেখা যাচ্ছে এরা সম্ভবত আর্জেন্টিনার প্রতি হতাশ হয়ে ব্রাজিলকে সেভেন আপ খাওয়ানো দলকে বেছে নিয়েছে।

মাগুরার সেই কৃষকের কথাতো সবারই জানা, গতবার যিনি তিনি ৩ কিলোমিটার দীর্ঘ জার্মান পতাকা বানিয়েছিলেন।এবারও তিনি জমি বিক্রি করে বানিয়েছেন ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা। তিনি জার্মানির হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে আরোগ্যলাভ করায় জার্মান ফুটবলের ফ্যান বনে যান। গতবার জার্মান রাষ্ট্রদূত গিয়েছিলেন উনার সাথে দেখা করার জন্য, এটা একজন ফুটবল ফ্যান হিসাবে বিরাট প্রাপ্তি।

এবারো ভিনদেশি পতাকা উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে ৩-৪ জন মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। ফেসবুকের এই যুগে পতাকা উড়ানোর দরকার কি? ফেসবুকে আছে ইচ্ছা করলেই নিজের সমর্থনের কথা সারাদেশের মানুষকে সহজেই জানিয়ে দেওয়া যায়। পতাকা উড়ানোর এই সাংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত।

সবাই খেলা দেখুন মজা করুন , নিজের পছন্দের দলকে সমর্থন করুন তবে সেটা যেন সীমা অতিক্রম না করে।

মন্তব্য ৬৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: আপনার শেষ কথার সাথে পুরোপুরি ভাবে সহমত। মাত্রাতিরিক্ত কোন কিছুই কখনো ভাল ফলাফল বহন করে না...

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ মন্তব্য ও সহমত পোষণের জন্য ধন্যবাদ সাহসী সন্তান ভাই।

২| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২০

সিগন্যাস বলেছেন: এবারও তিনি জমি বিক্রি করে বানিয়েছেন ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা। তিনি জার্মানির হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে আরোগ্যলাভ করায় জার্মান ফুটবলের ফ্যান বনে যান। গতবার জার্মান রাষ্ট্রদূত গিয়েছিলেন উনার সাথে দেখা করার জন্য, এটা একজন ফুটবল ফ্যান হিসাবে বিরাট প্রাপ্তি।

সত্যি বলছেন?পাঁচ মাইল লম্বা পতাকা???ছবি দেন দেখি।আমারতো বিশ্বাস হয়না তারেক ভাই

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: https://youtu.be/16oZ9Gx_Sr8 গত কয়েকদিন বিভিন্ন চ্যানেলে খবরটি দেখাচ্ছে, ইউটিউব লিংক দিলাম স্বচক্ষে দেখে নিন ৫.৫ কিলিমিটার দীর্ঘ জার্মান পতাকা, অনেক ধন্যবাদ সিগন্যাস ভাই।

৩| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:২২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মিলান হাতে হাত
ব্রাজিলের হোক জয়ের রাত।

ছেলে মেয়ে দুজনকেই দেখছি ব্রাজিলিয়ন বানিয়ে ফেলেছেন।

হা। হা। হা.............................

১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪২

তারেক_মাহমুদ বলেছেন: আর্জেন্টিনার বেশিরভাগ সাপোর্টারই পৈত্রিকসুত্রে আর্জেন্টিনার সাপোর্টার, তাই নিজের ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই ব্রাজিলের জার্সি পরাইয়া দিলাম,হা হা হা, অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

৪| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: আশাকরি ভালো আছেন তারেক ভাই। শুধু ফুটবল বলে নয়, যেকোনও খেলা মানেই বিনোদন। ফুটবল বা ক্রিকেটের সঙ্গে আমাদের আবেগ জড়িত । কাজেই একটু জ্বর জ্বর থাকাটা স্বাভাবিক। তাইবলে অহেতুক ব্যস্ততা গা রিরি করে ওঠে। আর এই কারনেই আমি শেষ কবে কোনও বিশ্বকাপের খেলা দেখেছি মনে করতে পারিনা।

ধরুন যেদিন ভালো দলের খেলা থাকবে, রাস্তায় রিক্সা বা অটো পাবোনা। কাজের মাসি সেদিন কাজে আসবেনা । বাজারে সেদিন পর্যাপ্ত সব্জি থাকবে না। মাছবাজাজারেও একই দশা। আমরা যারা বিষয়টাকে সাধারন ভাবে নিই, কীআর করবো ভেবে আগেভাগে বাজার করে আসন্ন সমস্যা কিছুটা লাঘব করার চেষ্টা করি। তবে রাস্তাঘাটে নাকাল হওয়াটা কপালে থাকবেই।



অনেক অনেক শুভ কামনা প্রিয় তারেক ভাইকে।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:১৫

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক ভাই, আপনাদের কলকাতার অবস্থা দেখছি আমাদের মতই, আসলে বাঙালী মাত্রই আবেগপ্রবণ, বিশ্বকাপে আসলে আমরা সবাই বিশ্বকাপ জ্বরে ভুগি। অনেক ধন্যবাদ।

৫| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

কাইকর বলেছেন: ভাই শেষের কথার সাথে একমত

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:১৬

তারেক_মাহমুদ বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ প্রিয় ছোটভাই কাইকর।

৬| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৮

হাসান রাজু বলেছেন: তারেক ভাই, হবেনা । এবারও হবে না ।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:১৮

তারেক_মাহমুদ বলেছেন: না হলে আর কি করা, জিতুক আর্জেন্টিনা, জিতুক মেসি সমস্যা কি? ৩২ বছরের বন্ধ্যত্ব ঘুচুক আর্জেন্টিনার। অনেক ধন্যবাদ হাসান রাজু ভাই,আপনার আর্জেন্টিনার জন্য শুভকামনা।

৭| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

শামচুল হক বলেছেন: মাত্রাতিরিক্ত ভালো না, সহমত।

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ শামচুল ভাই, সামান্য খেলা নিয়ে রেশারেশি করে লাভ কি?

৮| ১১ ই জুন, ২০১৮ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন:



লেখক বলেছেন: আর্জেন্টিনার বেশিরভাগ সাপোর্টারই পৈত্রিকসুত্রে আর্জেন্টিনার সাপোর্টার, তাই নিজের ছেলেমেয়েদের ছোটবেলা থেকেই ব্রাজিলের জার্সি পরাইয়া দিলাম,হা হা হা, অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
হা হা হা আপনার বাচ্চারাও পৈত্রিকসুত্রে বার্জিলিয়ান ফ্যান ক্লাবের অংশ হয়ে গেল। ভাবীও কি ব্রাজিল করেন ? আর্জেন্টিনা হলে বেশ জমে যায়।

পোষ্ট ভালো লাগলো খুব। আপনার বাচ্চাদের দেখে খুব ভালো লাগলো। সো সুইট

১১ ই জুন, ২০১৮ দুপুর ১:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: একদম ঠিক ধরেছেন আমার বউ আর্জেন্টিনার সাপোর্টার,আসলেই জমবে মনে হচ্ছে। অনেক ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

৯| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:১১

নাজিম সৌরভ বলেছেন: শুভকামনা ব্রাজিল দলের জন্য ।
জয়তু ব্রাজিল ।

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:২২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সৌরভ ভাই, ব্রাজিলের জন্য ভালবাসা।

১০| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:২৮

অচেনা হৃদি বলেছেন: তারেক ভাইয়া কি ব্রাজিল ফ্যান ?

১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: জি আপু, আমি ছোটবেলা থেকেই ব্রাজিল ফ্যান। আপনি নিশ্চয় আর্জেন্টিনার ফ্যান?

১১| ১১ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৩

অচেনা হৃদি বলেছেন: না ভাইয়া, আমি ব্রাজিল আর্জেন্টিনা কোনটাই নয় । আসলে খেলা সম্পর্কে আমার ইন্টারেস্ট একটু কম ।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক_মাহমুদ বলেছেন: বিশ্বকাপের সময় একটা দলতো সাপোর্ট করতেই হয়,,তা না হলে মজা হয় না। অনেক ধন্যবাদ আপু।

১২| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৫

লাবণ্য ২ বলেছেন: পড়লাম।

১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ, আর্জেন্টাইন সমর্থক মনে হচ্ছে আপুকে এজন্য শুধুই পড়লাম।

১৩| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: রমযানে দেশে পার্টি মূলত দুটো- ইফতার পার্টি আর অজ্ঞান পার্টি

১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনিতো পুরাই অফসাইডে খেললেন রাজীব ভাই।

১৪| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৬

বিজন রয় বলেছেন: আমার ওখানে তো আপনি বলেই এসছেন যে আপনি ব্রাজিলের সমর্থক।

তবে আমি ওই কৃষক কাকুর মতো হতে চাই না।

মাঝে মাঝে কিছু পাগলের দরকার হয়, তাতে জমে ভাল।
যেমন তিনি জার্মান দূতকে পেয়েছেন।

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০২

তারেক_মাহমুদ বলেছেন: সবাইতো পাগল হতে পারে না, পাগল দু একজনই হয়, অনেক ধন্যবাদ দাদা।

১৫| ১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৪৭

বিজন রয় বলেছেন: ছবির দুজন কে কে?

১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০০

তারেক_মাহমুদ বলেছেন: ছবির দুজন আমার ছেলে মেয়ে

১৬| ১১ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব কিছুতে এই ফালতু আবেগ, চেতনা অবাহত থাকলে দেশ এগুবে না...

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:০৬

তারেক_মাহমুদ বলেছেন: সব কিছুতেই বাঙালীর আবেগ বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, ধন্যবাদ তালগাছ ভাই।

১৭| ১১ ই জুন, ২০১৮ রাত ৮:৩৯

সামু পাগলা০০৭ বলেছেন: লাস্ট কথাটির সাথে তীব্র সহমত পোষন করছি, এবং পোষ্টে প্লাস দিলাম।

শেষ লাইনে করুণ বানানটি করুন হবে। সেটা একটু ঠিক করে দেবেন।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:১৩

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সামু পাগলা আপু, বানানটি ঠিক করে দেওয়ার জন্য পুনরায় ধন্যবাদ।

১৮| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:১৯

সৈয়দ তাজুল বলেছেন: সেটাই, দেশটাকে এখন আর আর্জেন্টিনা আর ব্রাজিল বানানোর কী প্রয়োজন, যেখানে ফেসবোক রয়েছে নিজ যৌবন প্রদর্শনের মাধ্যমে।

আপনিও দেখছি কোটার সুযোগ লাভের শিক্ষা দিচ্ছেন আমাদের সুযোগ্য আগামী ব্লগারদের। ;)

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:২৪

তারেক_মাহমুদ বলেছেন: সৈয়দ তাজুল ভাই আপনিতো দেখি খুব ক্ষেপেছেন, বি কুল ব্রাদার। আমি বলতে ছেয়েছি ভিনদেশি পতাকা উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মরার কোন মানে হয় না। অনেক ধন্যবাদ।

১৯| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:২৪

ওমেরা বলেছেন: খেলা ধুলা নিযে আগ্রহ নেই ।তবে আপনার শেষ কথাটা খুব ভাল লেগেছে । ধন্যবাদ ভাইয়া।

১২ ই জুন, ২০১৮ সকাল ৮:২৫

তারেক_মাহমুদ বলেছেন: খেলাধুলায় আগ্রহ না থাকার পরও পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

২০| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আমি ব্রাজিলের সাপোর্টার। সাপোর্টার হিসেবে প্রথম বিশ্বকাপ জয় ৯৪। ব্রাজিলের নান্দনিক ফুটবল পছন্দ করি। মেসি একা জিতিয়ে দেয়ার মতো প্লেয়ার নন। ক্লাব ফুটবলার । এক্ষেত্রে আমি নেইমারকে বলবো নিমগ্ন শিল্পী অথবা ফুটবলের কবি। তিনি পায়ের যাদুতে কবিতা লিখেন। এবার কাপটি তিনি নিলে ভাল হবে। এখন নেইমার বিশ্বের এক নম্বর ফুটবল তারকা। বিশ্বকাপের পর অপর দুই মহীরূহ মেসি আর রোনাল্ডে ছিটকে যাবেন । এদেশে আর্জেন্টিনার সাপোর্টার বেশি । কেন বেশি??? বোধ হয় ম্যারাডোনা।ফুটবলের পাগলা ঈশ্বর । #:-S

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:১৭

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় সেলিম ভাই, আপনার মত কবির কাছ থেকে এমন কাব্যিক মন্তব্যই আশা করেছিলাম। মেসি নিঃসন্দেহে বিশ্বসেরা প্লেয়ারদের একজন কিন্তু আর্জেন্টিনার হয়ে তার রেকর্ড খুবই সাধারণ মানের। সেক্ষেত্রে নেইমারের ভাল করার সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

২১| ১১ ই জুন, ২০১৮ রাত ১১:৫৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাইরে... কিউট বাচ্ছা দুইটার ছবি দেখে স্পর্শ করতে ইচ্ছে করছে। ব্রাজিল জার্সিতে ১০ শে ১০ পাইছে।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২০

তারেক_মাহমুদ বলেছেন: এই ছানা দুইটি গর্বিত বাবা আমি, শুরুতেই ব্রাজিলের জার্সি পরিয়ে দিলাম যাতে অন্য দলে না চলে যায়। অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই।

২২| ১২ ই জুন, ২০১৮ রাত ১:৩৩

আকতার আর হোসাইন বলেছেন: পিচ্ছি দুইটালে ভালো লাগছে... সেলিম আনোয়ার চাচা বলে কি...? নেইমার বিশ্বের সেরা প্লেয়ার.... হাউ ফানি...

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২১

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই আকতার হোসেন।

২৩| ১২ ই জুন, ২০১৮ ভোর ৫:৫০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এই সব খেলা নিয়ে বাংলাদেশে যত পাগলামী হয় খোদ ব্রাজিলে তা হয় না। বাংলাদেশের মানুষ বড় ফালতু কাজে ওস্তাদ। কাজের পারে না। খালি খই ভাজে।

খেলা দেখেন ঘরে বসে আরাম করে দেখেন। বাপ দাদার আমলের জমি বেঁচে পতাকা বানাতে হবে কেন?

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: পাগল ছাড়া দুনিয়া চলে না একটা গান আছে, এই কৃষক হচ্ছেন সেই পাগলদের একজন। ধন্যবাদ সাজ্জাদ ভাই।

২৪| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০০

চাঁদগাজী বলেছেন:



সাম্প্রতিক তরুণদের মাঝে শতকরা ৫০% কোনদিন একটা বলে লাথি মরার সুযোগও পায়নি; তারপরও মেতেছে খেলা নিয়ে।

আমি কোন দলের সাপোর্টার নই

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: একদম সত্যি বলেছেন গাজী ভাই, বিশেষ করে ঢাকার শিশুদের ১০০%এর ই বলে লাথি দেওয়ার সৌভাগ্য হয় না।

২৫| ১২ ই জুন, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল একটী পোষ্ট।
আপনার বিশ্বকাপ ভাবনা ভালো লাগলো। আমার মনের সাথে মিলে গেল।

১২ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

তারেক_মাহমুদ বলেছেন: যাক এইবার আর অফসাইডে খেলেননি, মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।

২৬| ১২ ই জুন, ২০১৮ দুপুর ১:৪৪

সুমন কর বলেছেন: ছোট করে সুন্দর লিখেছেন।

১২ ই জুন, ২০১৮ দুপুর ২:২১

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

২৭| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:০০

অালপিন বলেছেন: বিশ্বকাপ নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি। ইনফেরিওরেটি কম্প্লেকসে ভোগা জাতি এ ছাড়া আর কি করবে?

১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৯

তারেক_মাহমুদ বলেছেন: ভিনদেশী খেলোয়াড়দের প্রতি আমাদের ভালবাসা বাড়াবাড়ি পর্যায়ের, অনেক ধন্যবাদ আলপিন ভাই।

২৮| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৩:১০

পার্থ তালুকদার বলেছেন: আমি ভাই আর্জেন্টিনার সাপোর্টার !

১২ ই জুন, ২০১৮ রাত ৮:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: সমস্যা নেই সবাই একদলে হলে মজা হবে না, আর্জেন্টিনার জন্য শুভ কামনা রইলো পার্থ ভাই।

২৯| ১২ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

কাওসার চৌধুরী বলেছেন: তারেক ভাই, আমি এবার আইসল্যান্ডের সমর্থক। কারণ, এরা পৃথিবীর অন্যতম সভ্য ও শান্তিপ্রিয় জাতি।

১৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আশাকরি আইসল্যান্ড প্রথম খেলায় আর্জেন্টিনাকে রুখে দিতে পারবে, মন্তব্যের জন্য ধন্যবাদ কাওসার ভাই।

৩০| ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৬

শিখা রহমান বলেছেন: তারেক আপনার লেখার শেষ বাক্যটির সাথে একমত।

জান্টুশ বাবুগুলোকে অনেক আদর। ভীষন মিষ্টি একটা ছবি।

শুভকামনা। ভালো থাকবেন। আশাকরি আপনার প্রিয় দল বিশ্বকাপ জিতবে (চুপি চুপি বলি আমিও ব্রাজিলের সাপোর্টার)। :)

১৫ ই জুন, ২০১৮ সকাল ১০:২৮

তারেক_মাহমুদ বলেছেন: খুবই ভাল লাগলো শিখা আপু আপনার মন্তব্য পেয়ে,আরো ভাল লাগলো এটা জেনে আপনিও ব্রাজিল সমর্থক।

৩১| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪১

মোঃ খুরশীদ আলম বলেছেন: ঘরে, বাইরে, চা দোকানে, গাছের উপরে, ছাদের উপর এক কথায় সব জায়গায় কাউয়ার আনাগোনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যখন কাউয়াগুলো কাউ কাউ শুরু করে তখন ডানে বামে তাকানোর সময় হুঁশ কোনটাই থাকেনা। পরিণতি যা হবার তাই হয়। ঠ্যাং ভাঙ্গে, ডানা ভাঙ্গে, মরণ দশাও হয় কারো কারো।
কবে যে কাউয়াগুলো সত্যিকারের চালাক কাউয়ার পরিচয় দিবে কে জানে।

৩২| ১৬ ই জুন, ২০১৮ বিকাল ৩:৪২

মোঃ খুরশীদ আলম বলেছেন: তবে আপনার লেখাটা ভাল হয়েছে। আপনার ম্যাসেজটা সুন্দর ছিল, কাউয়াগুলো বুঝতে পারলেই হয়।

১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ খুরশীদ আলম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.