নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভ জন্মদিন :ভাল থেকো আমার প্রাণের রাবি

০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:২১

আজ ৬৬ বছরে পদার্পণ করলো আমাদের প্রাণের রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাবির প্রাক্তনিদের জন্য এটা সত্যি একটি আবেগঘন দিন। রাবির সূবর্ণ জয়ন্তীর সময় আমরা যখন রাবির ছাত্র, তখন সেই অনুষ্ঠানে আগত বড় ভাইবোনেদের দেখেছিলাম আবেগ আপ্লুত হতে। আজ একজন প্রাক্তন ছাত্র হিসাবে উনাদের মত আমিও আবেগে আপ্লুত। দশ বছর পার হয়ে গেছে রাবি ছেড়ে এসেছি কিন্তু এখনো প্রতিটি স্মৃতিই জীবন্ত।

আজও মনে পড়ে সেই গ্লাসভাঙা মুড়ির টিনমার্কা রাবির বাসে করে ক্যাম্পাসে যাওয়ার দিনগুলো। গাড়ির ড্রাইভার মামাকে আমরা পাইলট মামা বলতাম, সেই মুড়ির টিন মার্কা বাসে উঠতে পেরে নিজেকে গর্বিত মনে করতাম। বিশাল ক্যাম্পাসে কত্ত ভাল লাগা,কত্ত বন্ধু।ক্লাশ শেষ মানেই আড্ডাবাজি, সেই স্টেডিয়ামের পাশে সিলসিলা রেস্তোরা কিংবা ক্যাফেটেরিয়ায় বসে চা সিংগাড়ার সাথে আড্ডাবাজি। কখনোবা বাবলা তলায় ঘাসের উপর বসে সবাই মিলে কোন জনপ্রিয় গানে গলা মেলানো। এ যেনো আমাদেরই রাজ্য এখানে সবাই আমরা এক একজন রাজা।

সেই জিয়া হলের কথা আজ সবচেয়ে বেশি মনে পড়ছে। হলের ডাইনিং এর ম্যানেজারের কাছে ১০ টাকা দিলে একটা কেরামবোর্ডের গুটির ন্যায় টিকিট পাওয়া যেতো, সেই টিকিট দিলেই পাওয়া যেতো একটা তরকারির বাটি। সাথে ভাত এবং ডাল ইচ্ছামত। পৃথিবীর সবচেয়ে সস্তা এবং নিন্মমানের খাবার বোধহয় এটাই। কিন্তু তখন ঐ খাবার খুব বেশি খারাপ লাগতো না। মিরাজ নামের এক ডাইনিং কর্মচারীর মামা সাথে খুব ভাব ছিল আমার, যেতে দেরি হলেও আমার জন্য খাবার রেখে দিতো।

বিকেলের রাবি সত্যি অসাধারণ, কেউবা বন্ধুদের নিয়ে লাইব্রেরীর পাশে গ্রুপ স্টাডিতে ব্যস্ত আবার কেউবা রাকসু ভবনে গান নাটক, কবিতা আবৃতির মহড়ায় ব্যস্ত। কাজী নজরুল ইসলাম মিলনায়তনে চলতো সাংস্কৃতিক অনুষ্টান,ওদিকে স্টেডিয়াম কিংবা জিয়া হলের মাঠে চলতো ক্রিকেট খেলা। অনেকেই পশ্চিম পাড়ায়(মেয়েদের হলের সামনে) গার্ল ফ্রেন্ড কিংবা মেয়ে বন্ধুদের সাথে খোশ গল্পে ব্যস্ত থাকতো এসময়।

এরপর সন্ধ্যা নামলে মেয়েরা হলে ফিরে যেতো, কারণ সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকা নিষেধ ছিল। আমরা ওদের ক্ষাপাতাম
'বেলা গেল হাস মুরগি ঘরে তোল '

এরপর ফিরে আসা হলের দিকে, নিজের হলের সামনে অথবা বন্ধুদের হলের সামনে আবার জম্পেশ আড্ডা। আর পড়াশুনা?ওটা রাত
এগারোটার পর। এবাবেই কেটে যেতো রাবির দিনগুলো।

রাবিকে নিয়ে লিখতে হাজার হাজার পৃষ্টা শেষ হবে। ইদানীং পত্রিকার পাতায় যখন দেখি রাবির সাধারণ ছাত্রদের উপর কিছু ছাত্রনামধারী গুন্ডা হাতুড়ি নিয়ে হামলা চালায়,শিক্ষকরাও রেহায় পায় না এদের হাত থেকে। আমাদের সময়ও ধর্মীয় লেবাসে এসব গুন্ডারা ছাত্রদের রগ কাটতো আজ সরকারি লেবাসে ওরা একই কাজ করছে। সত্যি রাবির এসব খারাপ খবর দেখলে মন খারাপ হয়ে যায়।

আজ রাবির শুভ জন্মদিন, ভাল থেকো আমার প্রাণের রাবি।
কেন্দ্রীয় শহীদ মিনার রাবি রাবির স্টেডিয়াম
প্যারিস রোড
রাবির প্রবেশ পথ
জোহা স্যারের স্মৃতি স্তম্ভ
গোল্ডেন জুবিলী টাওয়ার, যেটি নির্মাণের সময় শিল্পি মৃণাল হকের পাশে দীর্ঘসময় দাঁড়িয়ে দেখেছিলাম
রাবির স্কাই ভিউ
মেয়েদের হলের সামনের রাস্তা
রাবির কেন্দ্রীয় মসজিদ


সেই মুড়ির টিনমার্কা বাসগুলি রাবির সেই বদ্ধভুমি যেখানে পাক হানাদারেরা পুতে রেখেছিল রাবির শিক্ষকসহ অসংখ্য মুক্তিযোদ্ধাদের সৈয়দ আমীর হলের ভিতরের অংশটি খুবই অসাধারণ
রাবির ভিতর দিয়ে যাওয়া রেললাইন রাবির প্রসাশনিক ভবন ১ কেন্দ্রীয় গ্রন্থাগার
চারুকলার ছাত্রদের তৈরি ভাষ্কর্য রাবির কয়েকজন গর্বিত ছাত্রছাত্রী

মন্তব্য ৫৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রাণঢালা ভালোবাসা।


প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র হিসাবে আমি গর্বিত।

ধন্যবাদ ভাই তারেক মাহমুদ।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় হেনা ভাই, এই আবেগঘন মুহুর্তে আপনাকে পেয়ে আরো ভাল লাগলো। আপনাকে রাবির জন্মদিনের শুভেচ্ছা।

২| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:২২

সিগন্যাস বলেছেন: রাবির ক্যাম্পাসে যাওয়া হয়নি কখনো।আপনার পোষ্ট পড়ে মনে হচ্ছে যাওয়া দরকার

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

তারেক_মাহমুদ বলেছেন: শুক্রবার মসজিদে যাওয়ায় ছবিগুলো তখন এড করা হয়নি আশাকরি ছবিগুলো দেখবেন।

৩| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:০২

কাওসার চৌধুরী বলেছেন:


রাবির ক্যাম্পাস নিয়ে অনেক কথা শুনেছি; কিন্তু যাওয়া হয়নি কখনো। আপনার স্মৃতিকথা পড়ে ভাল লাগলো।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় কাওসার ভাই, কিছু ছবি এড করেছি আশাকরি দেখবেন। অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

৪| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।
এই কলেজ থেকে ছাত্রলীগ বিদায় করতে হবে।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২৯

তারেক_মাহমুদ বলেছেন: এই সরকার যতদিন থাকবে ওরাও থাকবে, আবার নতুন সরকার এলে তাদের গুন্ডাবাহিনী একই কাজ করবে। ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।

৫| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৫৪

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: প্যারিসরোড দেখে প্রাণ জুড়ালো | আহা আমাদের স্টেডিয়াম ! এই স্টেডিয়ামেই স্বাধীনতা দিবসে ক্রিকেট খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের সম্মানটা আমি পেয়েছিলাম | মনে হয় অন্য কোনো পৃথিবীর অন্য কোনো জীবনে সেই খেলাটা হয়েছিল বহু বছর আগে !

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক_মাহমুদ বলেছেন: আপনি রাবির সাবেক স্টুডেন্ট জেনে ভাল লাগলো, নতুন কিছু ছবি দিলাম আশাকরি দেখবেন।

৬| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:১০

শামচুল হক বলেছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে বেঁচে থাক যুগযুগ ধরে।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: রাবিতো কিন্তু পাশাপাশি সরকারি গুন্ডারাও থাকবে। অনেক ধন্যবাদ শামচুল ভাই।

৭| ০৬ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তারেক ভাই,

আমি আমাদের এখানে কমবেশি অনেক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গেছি। তবে আপনার বর্ননার ও ছবির গুনে আমার মনে হল উপমহাদেশের অন্যতম একটি সুন্দর সুসজ্জিত বিশ্ববিদ্যালয় রাবি। এহেন রাবির স্টুডেন্ট হতে পারাটা নিঃসন্দেহে গর্বের। অভিননন্দন আপনাকে। মনে বয়ে চলুক এমন মধুর স্মৃতি। আপনাকে আমার বিশ্ববিদ্যালয়ের একটি ছবি উপহার দেবো পরের কমেন্টে।

শুভেচ্ছা নিয়েন।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কমেন্ট পেলে আনন্দে ভরে ওঠে প্রিয় পদাতিক ভাই। আপনার ছবিগুলো দেখার অপেক্ষায় রইলাম আরো নতুন কিছু ছবি যুক্ত করেছি দেখবেন আশাকরি। অনেক শুভেচ্ছা ও ভালবাসা আপনার জন্য।

৮| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো দৃষ্টিনন্দন।
আজকের এই দিনে রাবি'র সকল অ্যালামনাইকে অভিনন্দন!

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় খাইরুল আহসান স্যার, আপনার কমেন্ট পেলে মন ভরে যায়। অনেক শুভেচ্ছা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি।

৯| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৬

খায়রুল আহসান বলেছেন: আপনার এর আগের পোস্টেও (প্রতারণা) আমি একটা মন্তব্য করেছিলাম।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় খাইরুল স্যার বিষয়টি মনে করিয়ে দেওয়ার জন্য।

১০| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

পদাতিক চৌধুরি বলেছেন:

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনার বিশ্ববিদ্যালয়ও খুবই সুন্দর।ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য প্রিয় পদাতিক ভাই।

১১| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

পদাতিক চৌধুরি বলেছেন:

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪০

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর ভাষ্কর্য। অনেক ভাল লাগলো পদাতিক ভাই।

১২| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩২

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: @ তারেক_মাহমুদ, আমি স্টুডেন্ট ছিলাম না |

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: প্যারিসরোড দেখে প্রাণ জুড়ালো | আহা আমাদের স্টেডিয়াম ! এই স্টেডিয়ামেই স্বাধীনতা দিবসে ক্রিকেট খেলায় ম্যান অফ দ্যা ম্যাচের সম্মানটা আমি পেয়েছিলাম | এই কমেন্ট দেখে মনে করেছিলাম আপনিও রাবির স্টুডেন্ট।

১৩| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: তারেকভাই,

পরের ছবিগুলি মিলিয়ে বিশ্ববিদ্যালয়কে অসাধারণ লাগলো। সত্যিই গর্বো করারই মত।

শুভ কামনা আপনাকে ও সঙ্গে সমস্ত প্রাক্তনী জানাই অভিনন্দন ও শুভেচ্চা।

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাকিত ভাই ঠিকই বলেছেন,

৭৫০ একরের বিশাল ক্যাম্পাস, আকাশ থেকে দেখলে RU মত মনে হয় ভবনগুলো। আর একটা পুকুর আছে দেখতে বাংলাদেশের মানচিত্রের মত। সব মিলিয়ে সত্যি অসাধারণ।
অনেক ধন্যবাদ পুনরায় মন্তব্যের জন্য।

১৪| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

চাঁদগাজী বলেছেন:


উহা কি এখনো ইউনিভার্সিটি?

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০২

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কি মাদ্রাসা মনে হয় গাজী ভাই? একসময় মাদ্রাসা ছিল শিবিরের কারণে আর এখন সন্ত্রাসীদের মিনি ক্যান্টনমেন্ট।

১৫| ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

নিভৃতেনৈঃশব্দে বলেছেন: @ তারেক_মাহমুদ, আমি টিচার হিসেবে প্রায় পাঁচ বছর পড়িয়েছি |ওই খেলাটা ছিল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিসি আর প্রোভিসি একাদ্শের মধ্যে | মিজান স্যার কিছুক্ষন খেলেছিলেন আমাদের দলে | আমার ম্যান অফ দ্যা ম্যাচ হবার প্রস্তাবটা ছিল উনার করা (এর জন্য অবশ্য কোনো পুরুস্কার ছিল না) | তখন প্রতি বছর ওই খেলাটা হত |এখন হয় না ?

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

তারেক_মাহমুদ বলেছেন: আপনি রাবির প্রাক্তন শিক্ষণ জেনে ভাল লাগলো, অনেক ধন্যবাদ।

১৬| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই সরকার যতদিন থাকবে ওরাও থাকবে, আবার নতুন সরকার এলে তাদের গুন্ডাবাহিনী একই কাজ করবে। ধন্যবাদ প্রিয় রাজীব ভাই।

আমাদের শান্তি নাই। যে ই ক্ষমতায় আসুক।

০৭ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই যে সরকার আসুক আমাদের শান্তি নেই।

১৭| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: হাতুড়ি দিয়ে যে ছেলেটা পা ভেঙে দিল তাকে কি খুঁজে পাওয়া গেছে? সে নাকি পলাতক? এরকম জাতীয় বীর কেন পালিয়ে বেড়াবে? কেন ভয় পেয়ে আত্মগোপন করবে?এর তীব্র নিন্দা জানাই!

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১১

তারেক_মাহমুদ বলেছেন: লেটেস্ট খবর আমার জানা নেই, অনেক ধন্যবাদ রাজীব ভাই।

১৮| ০৭ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১১

অালপিন বলেছেন: এত সুন্দর ক্যাম্পাস। অথচ এগুলোতে না আছে গবেষণা না আছে কোনো আধুনিক চিন্তার বিকাশ। পৃথিবীর অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও এতটা সুন্দর ও বৃহৎ নয়। অবকাঠামোর দিক দিয়েও তারা দুর্বল। কিন্তু পড়াশুনা আর গবেষণাতে রাত আর দিন তফাৎ।




ছবিগুলো আরো ভালো দিতে পারতেন। নেটেও অনেক ভালো ছবি থাকার কথা।

০৭ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১৬

তারেক_মাহমুদ বলেছেন: চমৎকার কমেন্টের জন্য ধন্যবাদ ভাই আলপিন,

এসব বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই অসচ্ছ,অযোগ্য লোকেরা যখন শিক্ষক হয় তখন তাদের কাছ থেকে কি আর শিখবে ছাত্ররা আর কি গবেষণা কববে?

এই ছবিগুলোতো খারাপ নয়।

১৯| ০৮ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯

সামু পাগলা০০৭ বলেছেন: বেলা গেল হাঁস মুরগী ঘরে তোল!
হাহা! হাসতে হাসতে শেষ, বন্ধুদের বিশেষ করে গার্লস ভার্সেস বয়েজ খুনসুটি গুলো আসলেই মজার হয়।

আপনার ভার্সিটি লাইফের স্মৃতিচারণ অসাধারণ হয়েছে। ভীষনই সুন্দর ক্যাম্পাস। শুভ জন্মদিন জানাই আপনার রাবিকে।

বানানের দিকে একটু খেয়াল রাখবেন প্লিজ।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্যে।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সামু পাগলা০০৭
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ,নিজের বানান ভুল নিজে ধরা একট কষ্টকর দেখি আবার পড়ে দেখছি ।

২০| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

অর্থনীতিবিদ বলেছেন: তারেক ভাই, আপনি অচেনা বকরীর প্রতি যে ধৈর্য ও সহনশীল মনোভাব দেখিয়েছেন তা প্রশংসার দাবীদার। এদেরকে এভাবেই উপেক্ষা করতে হবে। রাবি সম্পর্কে পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। ছবিগুলোও সুন্দর। রাবি না দেখেও যেন দেখা হয়ে গেলো আপনার পোস্টে।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় অর্থনীতিবিদ ভাই ,পোষ্টটি আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো ।একটা কথা আছে 'তুমি অধম তাই বলে আমি উওম হইবো না কেন' আল্লাহ এদের হেদায়েত দিন ।

২১| ০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০১

পলক শাহরিয়ার বলেছেন: বেশ সুন্দর ছবিগুলো। আপনার স্মৃতিচারণ ভাল লাগল।
বাড়ি গেলে একবার ক্যাম্পাসে যাবার চেষ্টা করি। ভাল থাকুক আমাদের ক্যাম্পাস। ভাল থাকুক আমাদের রাবি।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ পলক শাহরিয়ার ভাই ,শেষবার রাবিতে গিয়েছি ২০১১ সালে আর যাওয়া হয়নি ,অনেক মিস করি প্রিয় ক্যাম্পাসকে ।অনেক শুভেচ্ছা ও ভালবাসা ।

২২| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮

হাঙ্গামা বলেছেন: ক্যাম্পাস টা সুন্দর তো !! আপনাকে অভিনন্দন।

০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ হাঙ্গামা ভাই ।

২৩| ০৮ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫১

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ দেশ প্রেমিক বাঙালী ভাই। অনেক শুভেচ্ছা ও ভালবাসা।

২৪| ০৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

পুলক ঢালী বলেছেন: ভাবছিলাম কিছু না লিখে এড়িয়ে চলে যাব কিন্তু পারলাম না। রাজশাহীর ক্যাম্পাস দেখা আছে ঐ বিষয়ে কিছু বলবো না।
গাজী সাহেব ১৩ নং মন্তব্যে প্রশ্ন করেছেন উহা কি এখনো ইউনিভার্সিটি?
মানে হলো আগে ইউনিভার্সিটি ছিল এখনো ইউনিভার্সিটি আছে কিনা? কিসের সাথে তুলনা করবো? আগে অনেক জ্ঞানীগুনী ঢাকা রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রসব করেছে এখন কি অবস্থা? সবাই রাজনীতি করছে ক্যাডাররা শিক্ষক হচ্ছে শিক্ষার প্রতি ডিভোশন কয়জনের আছে? আন্তর্জাতিক রেটিং এ ১ থেকে শুরু করে কত নম্বরে বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হবে দয়া করে বলুন যদি জানা থাকে, আর কোনো বিশ্ববিদ্যালয় যদি রেটিংয়ে না আসে তাহলে বলতে হবে এখানে আগে ইউনিভার্সিটি ছিলো এখন নেই। (যদিও যার যার বিশ্ববিদ্যালয়ের প্রতি ইমোশন থাকবেই কিন্তু আবেগ নয় বুদ্ধি দিয়ে বিচার করতে হবে)
এরকম মন্তব্য সাধারনতঃ করি না আজ করে ফেললাম ঠিক হলো কিনা জানিনা। :) :D

০৮ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পুলক ঢালী ভাই

, গাজীভাই সম্ভবত ছাত্রদের উপর ছাত্রলীগের হাতুড়ি আক্রমণকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন আমি বিষয়টিকে রসিকতা হিসাবেই নিয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ।

২৫| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫১

চাঁদগাজী বলেছেন:


সামান্য পেটি শয়তানরা আমাদের ইুনিভার্সিটিগুলোকে দখল করে রাখে, হতবাক হওয়ার মত কান্ড

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:১৭

তারেক_মাহমুদ বলেছেন: সব সরকারই ইউনিভার্সিটি গুলোতে গুন্ডাদের মদদ দিয়ে আসছে ,এই ক্যাডারদের কেউ কেউ এক সময় শিক্ষক ও হয় ।

২৬| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব খানে কেন রাজনীতি ?

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ইউনিভার্সিটিতে রাজনীতি নিশিদ্ধ করা উচিত ।

২৭| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

পুলক ঢালী বলেছেন: হা হা হা সুপ্রীয় তারেক ভাই আপনি ঠিকই বলেছেন। বিশ্ববিদ্যালয়ে যদি হাতুড়ি পেটার চর্চা চলে তাহলে এই সর্বোচ্চ বিদ্যাপীঠকে কি নামে ডাকা যেতে পারে !!???
একটা জাতীর মেরুদন্ড যদি ভাংতে চাও তাহলে তার শিক্ষায়তনগুলো আক্রমন করে ধ্বংস করে দাও। ১৪ই ডিসেম্বর ১৯৭১ এ জাতীকে মেধাহীন করা হয়েছিলো। সেই মেধাহীন জাতী আরো মেধাহীনতার পথে বীরদর্পে এগিয়ে চলেছে হায়রে সেলুকাস!!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৪

তারেক_মাহমুদ বলেছেন: দু'চারটা গুন্ডা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা নষ্ট করে দিচ্ছে এদের প্রতিহত করার কেউ নেই। সরকার যদি এদের মদদ দেয় তাহলে কার কি করার আছে।

২৮| ০৯ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

ভ্রমরের ডানা বলেছেন:
শুভেচ্ছা!

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৫

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমরের ডানা ভাই।

২৯| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:০৪

সুমন কর বলেছেন: একবার ঘুরে এসেছিলাম, অনেক দিন আগে ..............আজ আবার আপনার পোস্টের মাধ্যমে ভার্চুয়াল ঘুরে নিলাম।

কথাগুলো ভালো লেগেছে।

০৯ ই জুলাই, ২০১৮ রাত ১০:১৮

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.