নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনের দুটি ছবি

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩



গত কয়েকদিন শ্রাবণের ধারা বইছে অবিরাম। কখনো বা মুশলধারায় আবার কখনও বা ইলশেগুঁড়ি। এই বৃষ্টির মধ্যেও শ্রমজীবী মানুষগুলোকেতো রাস্তায় নামতেই হয়। আমরা প্রায় রাস্তায় বেরিয়ে রিকশা না পেয়ে রিকশাওয়ালাদের গালাগাল দিতে দ্বিধা করি না।বলে থাকি বৃষ্টি হলেই ব্যাটাদের ভাব বেড়ে যায় অথচ এটা ভাবি না ওরাও মানুষ বৃষ্টির জল ওদেরও ভেজায় আবার কাঠফাটা রোদ ওদেরও পোড়ায়। রিকশায় উঠে কখনো আপনার ছাতাটা রিকশাওয়ালার মাথায় ধরেছেন? এ কাজটি না করলে ভবিষ্যতে অবশ্যই করবেন। এই প্যাকটিস সবাই করলে বৃষ্টির দিনে রিকশা পেতে কারোরই সমস্যা হবে না।

পরশুদিনের বৃষ্টির মাঝে প্রেমিকযুগলের চুমু খাওয়ার দৃশ্য ভাইরাল হওয়ার পর চারিদিকে ছি ছি রব উঠে গেছে। কেউ কেউ বলছেন বর্তমান যুগের পোলাপান উচ্ছন্নে গেছে। ছবিটি দেখে নচিকেতার একটি বিখ্যাত গানের দুটি লাইন মনে পড়ে গেল,

'প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনোই নয় '

ছবিটি দেখে যারা ছ্যা ছ্যা জাত গেল, জাত গেল, করছে তারাই আবার একটু পরেই প্রকাশ্য রাস্তায় দাড়িয়ে জলবিয়োগ করতে দ্বিধা করবে না।

মন্তব্য ২৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৬

স্রাঞ্জি সে বলেছেন:

সব মানুষের সুস্থ বিবেক নাই

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ভাই শ্রাঞ্জি সে।

২| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আলোকিত মানুষের বড়ই অভাব! আলোকিত মানুষ চাই।

পুনশ্চ: রাস্তার পাশে দাঁড়িয়ে জলবিয়োগের অপরাধটা মোটেও লঘু নয় কিন্তু আমাদের সমাজে এটা মোটামুটি চোখ সওয়া হয়ে গেছে। অপরদিকে প্রকাশ্যে চুমু খাওয়ার কালচারটা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি এবং আমাদের ধর্ম মেনে নেয়ার জন্য তৈরী না। তাই এটাকে সাপোর্ট দিতে পারলাম না।

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: রিকশাওয়ালার সাথে ৫টাকা বেশি ভাড়া নেওয়া নিয়ে ক্যাচাল আমাদের দেশের মানুষের নিত্যদিনের অভ্যাস তাই তাদের কাছ থেকে মানবিক আচরণ আশাকরা মুশকিল।

রাস্তার পাশে জলবিয়োগ যেমন আমাদের দেশে খুবই স্বাভাবিক দৃশ্য, তেমনি ২য় ছবিটিও গা সওয়া হতে খুব বেশি দেরি হবে না যদিও এটা আমাদের কালচার নয়।

অনেক ধন্যবাদ সম্রাট ভাই।

৩| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

রাজীব নুর বলেছেন: ছবিটা কিন্ত আমার ভালই লাগছে !

২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: ২য় ছবিতো অনেকেই ভাল লেগেছে আবার অনেকেই ছি ছি করেছেন। ১ম ছবিটা কেমন লাগলো সেটাতো বললেন না।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৬

গরল বলেছেন: অভিনন্দন ঐ দুজনকে যারা এই বৈপ্লবিক কাজটা করতে পারল, বলা যায় একটা যুগ পরিবর্তন করে দিল।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

তারেক_মাহমুদ বলেছেন: এটা অবশ্য মন্দ বলেননি, ছবিটি ভাইরাল হওয়ায় মনে হচ্ছে বাঙালী আলোচনার নতুন একটা বিষয়বস্তু পেয়েছে।

৫| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৪

চাঁদগাজী বলেছেন:


উপরের ছবি, রিসক্সা ড্রাইবার একজন মানুষকে রিক্সায় করে নিয়ে যাচ্ছিলেন!

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন গাজী ভাই আমরা সবাই মানুষ হতে পারিনি।

৬| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

কাওসার চৌধুরী বলেছেন: দু'টিই ছবি; কিন্তু প্রথমটি ভাইরাল হবে না এখানে চুমুর দৃশ্য নেই বলে। দেশের মানবিকতার প্রচার হয় না; এজন্য সস্তা ছবিগুলো ভাইরাল হয় :(

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

তারেক_মাহমুদ বলেছেন: দুটি ছবিকে একসাথে করার উদ্দেশ্য আপনি যেটা বলেছেন সেটাই। ১ম ছবিটা কয়জনের চোখে পড়েছে জানি না তবে ভাইরাল হয়নি সেটা নিশ্চিত।

আমাদের দেশে যেহেতু ২য় ছবির দৃশ্যের মত দৃশ্য চোখে পড়ে না তাই এটা আমাদের কাছে নতুন কিছু কিন্তু রিকশাওয়ালার মাথায় ছাতা ধরার দৃশ্যও সচরাচর চোখে পড়ে না তাই এটাও ভাইরাল হওয়া উচিত ছিল।

অনেক ধন্যবাদ প্রিয় কাওসার ভাই।

৭| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

তারেক_মাহমুদ বলেছেন: প্রাণীকুলে এটা খুবই স্বাভাবিক দৃশ্য।

৮| ২৫ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন:

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তারেক_মাহমুদ বলেছেন: এটাও খুবই স্বাভাবিক, তবে আমাদের সাংস্কৃতি ও ধর্ম এটা পারমিট করে না। তবে লোকচক্ষুর অন্তরালে কোন সমস্যা নেই।

৯| ২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

বনসাই বলেছেন: ১ম- সাবজেক্ট হিসেবে ভালো; রিকশায় বসে চালকের মাথায় এভাবে ছাতা মেলে রাখা সমর্থন করছি না। জলমগ্ন রাস্তায় একহাতে ছাতা আরেক হাতে পর্দা ধরে বসা যাত্রীর নিরাপত্তা-সহায়ক নয়। বৃষ্টির ব্যবস্থা চালককেই রাখতে হবে।
২য়- ব্লগার ঢাবিয়ান এ নিয়ে বেশ লিখেছেন
আজ। বিনা অনুমতিতে প্রকাশ করা ঠিক হয় নি।

২৫ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক_মাহমুদ বলেছেন: আসলে নিরাপত্তার কথা ভাবলে রিকশা নামক যানবাহনটি সবসময়ই অনিরাপদ, তবে রিকশায় ওঠাই উচিত নয়।

ঢাবিয়ান ভাইয়ের পোষ্টটি পড়েছি বেশ ভাল লিখেছেন।

১০| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:০০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তারেক ভাই,

ফটোগ্রাফার নীতিপুলিশের ভূমিকা নিয়ে অন্যায় করেছে। তা বলে প্রকাশ্যে চুমোচুমি আমাদের সংস্কৃতিতে য়ে বড্ড বেমানান। কিছুদিন আগে দমদম মেট্রোতে এমন দৃশ্যে কয়েকজন যাত্রী ঐ এমন যুগলকে মারধোর করেছিল। তারপরে প্রায় দুদিন উপরের ট্রেন লাইনে দফায় দফায় অবরোধে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিলো। কীআর করা যাবে আমাদের এসব মেনেই চলতে হবে। আপনাকে একটি মজার কথা বলি। বছর দুয়েক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া ৮বি বাসস্ট্যান্ডে প্রকাশ্যে চুমো খেয়ে হোক কলরব নামে আন্দোলনে সামিল হয়েছিল। তৎকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুুর উক্তি ছিল, কাল যদি ঐ ছেলেমেয়েদের বাবামায়েরা ঐ স্থানে নিজেদের মায়ের সঙ্গে অথবা পুরানো প্রেমিকের সঙ্গে এভাবে চুমোচুমি করে তাহলে বোধহয় ওরা আরও আনন্দে নাচানাচি করবে।

অনেক শুভকামনা আপনাকো।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: প্রকাশ্য রাস্তায় এসব আসলেই বেমানান, পশ্চিমা সাংস্কৃতির আগ্রাসনে এসব সহ্য না করে উপায় কি? তবে প্রকাশ্য রাস্তায় বেহায়াপনা যেমন গ্রহণযোগ্য নয় তেমনি প্রকাশ্য রাস্তার পাশে মুত্রত্যাগের মত বদ অভ্যাস ও পরিত্যাগ করা উচিৎ।

১১| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: পরের ছবিটা কোন কিছু দিয়েই জাস্টিফাই করা যাবে না। এটা দেশ, সমাজ, সংস্কৃতির বিরোধী - এটা মানতেই হবে।

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কথার সাথে একমত না হয়ে উপায় নেই, তবে প্রকাশ্য রাস্তায় মুত্র ত্যাগ করাও উচিত নয়। অনেক ধন্যবাদ দপ্তরবিহীন মন্ত্রী ভাই।

১২| ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

সাগর শরীফ বলেছেন: অার এখন আবার প্রকাশ্যে চুম্বনের আইনত বৈধতাও দিয়ে দেওয়া হয়েছে, আমরা এবার ৫জি গতিতে ওয়েস্টার্ন হয়ে যাব।
আর প্রথম ছবি ? ওটা মনে করি যার যার বিবেকবোধ ! রোমান্টিকতা সবখানে স্থান পায় না ।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই সাগর শরীফ। খুবই সুন্দরভাবেদুটো ছবিকে ডিফাইন করেছেন।

১৩| ২৬ শে জুলাই, ২০১৮ রাত ১২:১১

সুমন কর বলেছেন: সহমত। ২টি ছবিই সুন্দর।

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই অনেক শুভ কামনা।

১৪| ২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০০

অচেনা হৃদি বলেছেন: ৫ নং কমেন্ট (চাঁদগাজী সাহেবের কমেন্ট) ভালো লেগেছে।

নিচের ছবিটা তো এমনিতেই ভাইরাল হয়ে আছে ভাইয়া। সেটা আপনি না দিলেও মনে হয় চলত। :)

২৬ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ইচ্ছে করেই নিচের ছবিটি দিয়েছি প্রথম ছবিটিও ভাইরাল হওয়া উচিত ছিল। অনেক ধন্যবাদ আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.