নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

বেকার জীবন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

পড়াশুনা শেষ করে দেশের সর্বোচ্চ ডিগ্রী নিয়েই ঢাকায় আসে রাসেদ। পড়াশুনায় সে মোটামুটি গোছের তাই বিসিএস অফিসার হওয়ার উচ্চাশা নেই। তারচেয়ে বরং বেসরকারি যেকোন প্রতিষ্ঠানে কাজ করে উপরে উঠতে চায়।  ঢাকায় এসে অনেক ভাবনা চিন্তার পর প্রথমে মামার বাসায় ওঠে। রাসেদের এই মামা একসময় তাদের বাসায় থেকেই লেখাপড়া করতো, এখন অনেক বড় ব্যবসায়ী। তখন মামা তাকে খুব আদর করতেন , টিউশনির টাকা দিয়ে রাসেদের জন্য চকলেট, সেভেন আপ কিনে আনতেন। ছুটির দিনগুলোতে চিড়িয়াখানা, শিশুপার্ক, যাদুঘরসহ কত জায়গায় বেড়াতে নিয়ে যেতেন। রাসেদের জীবনের প্রথম মোবাইল ফোনটাও এই মামারই কিনে দেওয়া। তখনও ভার্সিটির বন্ধুরা কেউই মোবাইল ফোন কেনেনি। এমনকি অধিকাংশ শিক্ষকের হাতে তখনও মোবাইল ফোন আসেনি। বন্ধুরা যখন তার মোবাইলটি নেড়েচেড়ে দেখতো রিংটোন বাজাতো তখন রাসেদের বুকটা গর্বে ভরে উঠতো।

ঢাকায় এসে রাসেদ প্রথমেই তার প্রিয় মামার বাসায় উঠলো। মামা এখন ঢাকা শহরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিদেশে লোক পাঠানোর একটি রিক্রুটিং এজেন্সির মালিক তিনি। এই ব্যবসা করে মামা এখন প্রচুর টাকা পয়সার মালিক হয়ে গেছেন। রাসেদের আশাছিল মামা তাকে একটা বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী পাওয়ার ব্যাপারে সহযোগিতা করবেন। কিন্তু একমাস পার হয়ে যাওয়ার পরও কোন প্রকার সহযোগিতা না পেয়ে সে খুবই হতাশ হয়। এরই মধ্যে মামা হাবভাবে বুঝিয়ে দেন উনি তার বাসায় থাকাটা মোটেই পছন্দ করছেন না। রাসেদকে সবচেয়ে বেশি আঘাত করেন তার মামার শশুর। মানুষকে আঘাত দিয়ে কথা বলাটা এই মানুষটার অভ্যাস।  তিনি রাসেদকে বলেন, 'এভাবে সারাজীবন মামার বাসায় বসে বসে খাবে নাকি চাকরি বাকরি কিছু করবে'? দু একদিন টিউশনি থেকে ফিরতে একটু দেরি হলে মামা বকাঝকা করেন। বলেন তোমার জন্য সারারাত জেগে বসে থাকবো নাকি? আমারতো কাজ করে খেতে হয়। আসলে দোষটা মামার নয়।  মামার বাসার বাড়িওয়ালা খচ্চর টাইপের মানুষ। একদিন টিউশনি থেকে ফিরতে ট্রাফিক জ্যামের কারণে রাসেদের রাত এগারোটা বেশি বেজে যায়। সেদিন মামা বিরক্তি নিয়ে বাড়িওয়ালা বাসায় চাবি আনতে যান। ব্যাস বাড়িওয়ালা মামাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দেয়,কথাটা ছিল,
-'বাসাটাকেতো ব্যাচেলর কোয়ার্টার বানিয়ে ফেলেছেন'।
কথাটা মামার আত্মসম্মানে খুবই আঘাত করে।তারপর থেকেই মামা কথায় কথায় রাসেদের সাথে খারাপ ব্যবহার করেন। একসময় রাসেদ বুঝতে পারে সবাই তার আব্বার মত ভাল মানুষ নন যে বেকার আত্মীয় স্বজনদের বছরের পর বছর নিজের বাসায় হাসিমুখে থাকতে দেবেন। রাসেদ মোটামুটি স্বচ্ছল পরিবারের একমাত্র সন্তান। এই ধরনের অপমান তার জন্য মেনে নেওয়া কঠিন,রাসেদ সেদিনই সিদ্ধান্ত নেয় মামার বাসায় আর একমূহুর্ত নয়।

বেকারদের জন্য পরামর্শঃ বেকার জীবনে চাকুরী খোজার উদ্দেশ্যে এসে কোন নিকট আত্মীয়ের বাসায় উঠবেন না, সেটা যত কষ্টই হোক। এতে আত্মীতার সম্পর্কের অবনতি হবে।

মন্তব্য ৩১ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর লেখা। প‌ড়ে খুব ভা‌লো লাগ‌লো। শুভ কামনা জান‌বেন।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

তারেক_মাহমুদ বলেছেন: সাজ্জাদ ভাই, কেমন আছেন? ইদানীং আসলে আমিই অনিমিত হয়ে পড়েছি, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল পরামর্শ দিয়েছেন তারেক ভাই।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১২

তারেক_মাহমুদ বলেছেন: শুভ দুপুর সোহেল ভাই, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

কথার ফুলঝুরি! বলেছেন: খুবই কঠিন বাস্তব এবং পরিচিত দৃশ্যপট ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

তারেক_মাহমুদ বলেছেন: কথার ফুলঝুরি আপু

এমন অভিজ্ঞতা বাইরে থেকে আসা প্রায় সব মানুষেরই থাকে। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন:

ব্যাচেলারা আর বেকারা সবখানেই এক অভিশপ্ত নাম। এদের কেউ দেখতে পারে না। :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় শাহরিয়ার কবির ভাই

আপনি একদম সঠিক কথাই বলেছেন ব্যাচেলরও বেকারদের জন্য সমাজটা বড়ই নির্মম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২

অচেনা হৃদি বলেছেন: অনেকে চাকরির নিয়োগ পরীক্ষা দিতে আমাদের বাসায় এসে অবস্থান করেন। তবে আমার মা এই ব্যপারে উদার, তিনি কাউকে অনাদর করেন না। এবার বিসিএস লিখিত পরীক্ষার সময়ও একজন পরিক্ষার্থি ভাইয়া এসে একসপ্তাহের মত থেকেছিলেন।

তবে ভাইয়া, এরকম যারা গ্রাম থেকে আসেন তাঁদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে। এমন কোন কথা বা কাজ করা উচিৎ নয় যাতে গৃহবাসীরা বিরক্ত হতে পারেন।

লেখায় ভালো লাগা রইল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই সত্যি কথা চাকুরী খুঁজতে এসে কাউকে বিরক্ত করা উচিত নয় এমনকি আপন আত্মীয়কেও নয়। প্রথমেই চিন্তা করতে হবে যেহেতু নিজের পায়ে দাঁড়াতে এসেছি সেহেতু নিজের থাকা খাওয়ার জায়গাটাও নিজেকেই করে নিতে হবে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।


৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: রাসেদ নামের চেয়ে রাশেদ নামটা আমার কাছে বেশি ভালো লাগে।
বেকার জীবন খুব কষ্টের। অসম্মানের।
আর এই সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কেউ'ই পাশে থাকে না। তাদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায় না।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় রাজীব নুর ভাই


রাসেদদের চেয়ে রাশেদই সুন্দর, অর্ধেকটা লেখার পর আমারও তাই মনে হয়েছিল, পরে ভাবলাম নামে কি আসে যায়?
বেকারদের পাশে কাউকেই পাওয়া যায় না, কিন্তু এরাই যখন আবার প্রতিষ্ঠিত হয় তখন আশপাশে লোকের অভাব হয় না।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১০

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: জীবনধর্মী গল্প। পরামর্শে সহমত।


তবে কথা হল, বিপদে মানুষ চেনা যায়। টাকাওয়ালা আপন মামার থেকে এমন ব্যবহার আশা করি নি।
অফিসার রাসেদকে সবাই জামাই আদর করবে, আর বেকার রাসেদকে ঝাটা পেটা করবে। এ কেমন কথা?
নিকুচি করি অমন আত্মীয়দের।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

তারেক_মাহমুদ বলেছেন: বিপদে মানুষ চেনা যায়, একদম সত্যি কথা।

আসলে বেকারকে কেউ পছন্দ করে না। তবে নিজের আপনজনদের কাছ থেকে পাওয়া অপমান মানুষকে একটু বেশি কষ্ট দেয়।

অনেক ধন্যবাদ পাঠকের প্রতিক্রিয়া /নিজাম ভাই।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

সুমন কর বলেছেন: বাস্তবতা খুব কঠিন !!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১

তারেক_মাহমুদ বলেছেন: মতামতের জন্য সুমন ভাই।

৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৪

ওমেরা বলেছেন: আমার আম্মু সব সময় আমাকে বলত কখনো কারো কাছে কিছু আশা করবে না এমন কিতোমার তোমার আপু ভাইয়াদের কাছেও না, যদি তুমি আশা কর কিন্ত তাদের কাছ থেকে সেটা পেলে না তখন তুমি কষ্ট পাবে আর যদি তুমি আশা না কর কিন্ত তাদের কাছ থেকে কিছু পেলে তখন তোমার আনন্দ হবে।

রাশেদের মামা চাকরী যোগার করে দিবে এই আশা করা ঠিক হয়নি, মামা চাইলেই চাকরী দিতে পারবে না এটা মনে রাখতে হবে। মামারও এটা উচিত হয়নি রাসেদের সাথে খারাপ আচরন করা , মামার উচিত ছিল চাকরী দিতে না পারলে যেহেতু সে বয়সে বড় সাহেদকে বিভিন্ন পরামর্শ দিয়ে হেল্প করা ও সুআচরন করা । সাহেদ এক সময় চাকরী ঠিকই পাবে কিন্ত তার খারাপ সময়ে
এই আচরন গুলো তার মনে থাকবে।

আমি যাই বলি না কেন আপনার গল্পটা খুবই বাস্তব । ধন্যবাদ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় ওমেরা আপু

আপনার সুন্দর মন্তব্য পড়ে মনটা ভরে গেল,ভাবছি রাসেদের এই বেকার জীবনের কাহিনী আরও দুই এক পর্ব লিখবো।

আপনার আম্মু ঠিকই বলেছেন আসলে পৃথিবীতে কারো কাছ থেকে কোন কিছু আশা করা উচিত নয়।

পাঠ ও সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ,




এমনটাই সচারচর হয় ।
কঠিন বাস্তব থেকে উঠে আসা উপদেশ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় আহমেদ জি এস ভাইয়া

এটাই বাস্তবতা, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: পরমার্শটা ঠিক আছে। এখনকার যান্ত্রিক যুগে আত্মীয় স্বজনেরাও অল্পতে রাগ করে বসে। তাই যথাসম্ভব এসব ঘটনা এড়িয়ে চলতে হবে...

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

তারেক_মাহমুদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন তালগাছ ভাই। এই যান্ত্রিক যুগে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত অন্যকে নিয়ে ভাবার সময় কোথায়? এ কারনেই এই পরামর্শ।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৭

অনেক কথা বলতে চাই বলেছেন: এই কথাটা আমার মনে ধরেছে: "এখনকার যান্ত্রিক যুগে আত্মীয় স্বজনেরাও অল্পতে রাগ করে বসে।" সহমত।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১

তারেক_মাহমুদ বলেছেন: তালগাছ ভাইয়ের সাথে আমিও সহমত।

ধন্যবাদ ব্লগার অনেক কথা বলতে চাই।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

জাহিদ অনিক বলেছেন: বেকারেরা দেশের শত্রু- জাতির শত্রু- বাপের শত্রু- মায়ের শত্রু-প্রেমিকার শত্রু--- এদের দেখা মাত্রই দূর দূর করে তাড়িয়ে দেবার আহ্বান রইলো সবার কাছে

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: এইটা কি বললেন কবি? তবে আপনার কথাই সত্যি বেকারদের এই পৃথিবীর কেউই পছন্দ করে না। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর প্রাঞ্জলভাষায় একটা ধ্রুব সত্যকে তুলে ধরলেন। আহা! বেকারের অসহায়ত্ব।

রাসেলদের জন্য শুভেচ্ছা রইল ।

শুভকামনা প্রিয় তারেক ভাইকেও ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: বেকারত্ব আসলেই জীবনের অভিশাপ। বেকারদের কষ্ট কেউ বুঝতে চায় না

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সুপ্রিয় পদাতিক চৌধুরী ভাই।

১৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

দৃষ্টিসীমানা বলেছেন: বেকাররা কি ইচ্ছা করে বেকার থাকে ? বেকারদেরকে খুব বেশী অবহেলা করা হলে তারাই একদিন কুকর্মে জড়িয়ে যায় । সম্ভব হলে তাদেরকে কোন একটা কাজে জড়িয়ে রাখার চেষ্টা করা উচিৎ ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১

তারেক_মাহমুদ বলেছেন: দৃষ্টিসীমানা

আপনি ঠিকই বলেছেন বেকারদের অবহেলা করা উচিত নয় এতে তারা খারাপ পথে চলে যেতে পারে। তারচেয়ে তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিলে তারা নিজেদের জীবন যেমন উন্নত করতে পারবে আবার দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.