নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

কেন এই হাস্যকর আন্দোলন?

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৫


আজ সকালে অফিসে আসার পথে আজিজ মার্কেটের সামনে এসে জানতে পারলাম রাস্তা বন্দ, কোটা বহালের দাবীতে আন্দোলন চলছে। গাড়ি থেকে নেমে শাহবাগ থেকে মৎস্যভবন পর্যন্ত হেটে আসার সিদ্ধান্ত নিলাম। শাহবাগে এসে দেখলাম ১০-১৫ জন ছেলে মেয়ে পুরো শাহবাগের রাস্তা বন্দ করে দিয়ে মাইকে বেশ গরম গরম বক্তব্য দিচ্ছে। আর লক্ষ লক্ষ অফিসগামী মানুষ পড়েছে মহা ভোগান্তিতে। নিজের মোবাইলে দুটো ছবি তুলে ফেললাম।

কোটা বাতিল হয়েছে, এখন শুধুমাত্র মেধাই হবে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরী পাওয়ার একমাত্র মাপকাঠি।এটা খুবই ভাল খবর। গতকাল থেকে কিছুলোক শাহবাগে জড় হয়েছে মুক্তিযোদ্ধা কোটা পুনরায় বহালের দাবীতে। এরা আসলে কারা? দেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর, তখন একজন মুক্তিযোদ্ধার বয়স যদি ৩০ বছরও হয় তাহলে উনার বর্তমান বয়স ৭৭ বছর তাহলে উনার সন্তানের বয়সের ৪০ বছরের কম হওয়ার কথা নয়? এদেশে সাধারণ মানুষের সরকারি চাকুরী পাওয়ার বয়স ৩০ বছর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩৫ বছর। তারমানে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সরকারি চাকুরীর বয়স আর নেই, লেট ম্যারেজের কারণে যদি দুই একজন মুক্তিযোদ্ধার সন্তানেরও চাকুরী পেতে বাকী থাকে তবে সেটা সরকারের অবশ্যই বিবেচনা করা উচিত। কিন্তু মেধাকে উপেক্ষা করে মুক্তিযোদ্ধার নাতিদের প্রথম শ্রেণীর চাকুরীতে নিয়োগ দেওয়া হবে আর এদেশের লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়াবে এটা গ্রহণযোগ্য নয়। তবে উপজাতী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ২-৩% কোটা রাখা উচিত।

মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এ বিষয়ে কোন সন্দেহ নেই। একসময় অনেকে নিজেকে মুক্তিযোদ্ধা পরিচয় দিতেও ভয় পেতো। এখন দিন পাল্টেছে, মুক্তিযোদ্ধারা আজ মাথা উঁচু করে চলতে পারছেন। মুক্তিযোদ্ধাদের মেধাবী ছেলেমেয়েরা এখন প্রথম শ্রেণীর চাকুরীগুলো দাপটের সাথে কাজ করে যাচ্ছেন,আর মুক্তিযুদ্ধবিরোধীরা এখন কোনঠাসা। মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানজনক ভাতার ব্যবস্থাও করা হয়েছে। এমন বাংলাদেশইতো আমরা চেয়েছিলাম। বন্দ করুন এসব হাস্যকর আন্দোলন। জাতির শ্রেষ্ঠ সন্তাদের এভাবে হাসির পাত্র বানাবেন না।

মন্তব্য ৮৪ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫০

যবড়জং বলেছেন: কি মন্তব্য লিখবো হেসে বাঁচি না । নাটক আর কাকে বলে ।।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: কথা সত্যি, আসলেই হাস্যকর।

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

মিঠু পারভেজ বলেছেন: আমি কি হাসতে পারি এখানে??

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৭

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা, তবে এদের দাবী পূরণ হয়ে যেতে পারে,তখন এরাই হাসবে।

৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৩

মেহেদী হাসান হাসিব বলেছেন: আপনার লেখার সাথে সহমত।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হাসিব ভাই।

৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩

সৈয়দ ইসলাম বলেছেন:

খেলা তো জইম্মা গেছে...

চলুন এবার মনখোলে হাসি....

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

তারেক_মাহমুদ বলেছেন: হাসেন, তবে মনে হচ্ছে আন্দোলকারীরা কারো পরামর্শে রাস্তায় নেমেছে এবং এই হাসি অচিরেই ওরাও হাসতে পারে।

৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তারেকভাই,

ভালো একটি উপলব্ধির বিষয় তুলে ধরেছেন। ভাবনায় সদর্থক হওয়াটা কাম্য। কিন্তু অনেক সময় যে আমাদের কিছুই করার থাকেনা।


শুভকামনা জানবেন ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫

তারেক_মাহমুদ বলেছেন: ছাত্রদের দীর্ঘ আন্দোলনের ফলস এই কোটা পথা বাতিল হওয়া কিন্তু অতি সামান্য কিছু মানুষই চাইছে কোটা প্রথা থাকুক, দেখা যাক শেষ পর্যন্ত সরকার কি করে। পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ পদাতিক ভাই।

৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২২

মোস্তফা সোহেল বলেছেন: দেশে তো প্রতিদিনই কত হাসির বিষয় ঘটছে।
ইনারাও আমাদের হাসির খোরাক জুগিয়ে হার্টের উপকার করছেন ;)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৮

তারেক_মাহমুদ বলেছেন: সেটা ভাল কিন্তু কোটা আবার বহাল করা হতে পারে এদের কারণে তখন কিন্তু আর হাসির বিষ য় থাকবে না।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৬

হাবিব ইমরান বলেছেন: আর কতটুকু নোংরামি করলে আমরা তাদের নির্লজ্জ বলবো?
নির্লজ্জ বলার সময় কি এখনও হয়নি? - ছিঃ,

হাসিও পায়, আবার কষ্টও লাগে।
কোনটাকে উপভোগ করবো বুঝতে পারছিনা।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: এদের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের অসম্মান হচ্ছে, এদেরকে পথকে ঘরে ফেরানো জরুরি।

৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৬

মাকার মাহিতা বলেছেন: যাতে আন্দোলন ও দমন সবই তাঁর নিয়ন্ত্রনে থাকে সেজন্যই এই আন্দোলন!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার কথাটি ভাববার মত,আসলে সামনে নির্বাচন কিছু সময় মানুষের দৃষ্টি অন্যদিকে রাখার কৌশলও হতে পারে। রাজনীতি আসলেই অনেক কঠিন।

৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন:
নাতিপুতিরা কোটা প্রথার সুবিধা পাবে এটা হাস্যকর। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, কোটা বাতিল করার জন্য।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩

তারেক_মাহমুদ বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দেওয়া ওয়াদা রেখেছেন এজন্য অবশ্যই ধন্যবাদ পাওয়া উচিত।

১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫৮

সৈয়দ ইসলাম বলেছেন:

বিশাল হাস্য মঞ্চ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৪

তারেক_মাহমুদ বলেছেন: এটাতো নেট থেকে পাওয়া ছবি আমিতো নিজ চোখেই দেখে এসেছি এমন চিত্র।

১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আমি আপনার সাথে পুরাই একমত। হা হা হা আন্দোলন এ অংশকারীদের সংখ্যা দেখে একটু হেসে নিলাম। ক্ষমা করবেন। ধন্যবাদ

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

তারেক_মাহমুদ বলেছেন: মুক্তিযোদ্ধাদের হাসির পাত্র করার অধিকার তথাকথিত নাতিদের নেই, এসব বন্ধ হওয়া উচিত।

১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩২

কাওসার চৌধুরী বলেছেন:



আমার মনে হয় এরা ভাড়া খাটতে এসেছে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১১

তারেক_মাহমুদ বলেছেন: সেটাও হতে পারে আজকাল সবই সম্ভব। অনেক ধন্যবাদ সুপ্রিয় কাওসার ভাই।

১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৬

খায়রুল আহসান বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী তার ওয়াদা রেখেছেন, এটা একটা স্বস্তির বিষয়। কিন্তু ওনার সরকার যদি এসব সাজানো নাটক সাইডলাইনে বসে দেখতে থাকে এবং প্রশাসন যদি নীরব ভূমিকা পালন করে যায়, তবে একটা ভাল সিদ্ধান্তের মন্দ পরিণতি হতে পারে।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২০

তারেক_মাহমুদ বলেছেন: রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসাবে সংসদে দেওয়া কথা প্রধানমন্ত্রী রেখেছেন এটা অবশ্যই ভাল, কিন্তু এই ১৫-২০ জন ছেলে দুইদিন ধরে রাস্তা বন্ধ করে রেখেছে অথচ প্রসাশন নিরব। আসলে সরকার কি চাইছে সেটা বোঝা মুশকিল। অনেক ধন্যবাদ স্যার।

১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৪

এ.এস বাশার বলেছেন: হাসি পাচ্ছে,,,,,,এই ভেবে যে কোটা বহালের আনন্দোলন সফল হয়ে যায় কি না,......

০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২১

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মত আশংকা আরও অনেকেই করছেন।

১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৬

রাজীব নুর বলেছেন:

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১

তারেক_মাহমুদ বলেছেন: এটা ফেসবুকে ভাইরাল হওয়া ছবি, আর উপরের ছবিটা আমার তোলা। অনেক ধন্যবাদ রাজীব ভাই।

১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রধানমন্ত্রী স্বয়ং আন্দোলনে উৎস দিচ্ছেন। অভাগা জাতি!

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২

তারেক_মাহমুদ বলেছেন: এটা সত্যিই হতাশাজনক।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২

আবু তালেব শেখ বলেছেন: ছেলেমেয়েরা আন্দোলনে আসুক, আন্দোলন করুক, দাবী জানাক, ভেবে দেখবো। কি বুঝলেন? আসল সাপোর্টটা কোথা থেকে এসেছে????

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

তারেক_মাহমুদ বলেছেন: কিচ্ছু বলার নেই, তবে সংস্কার হলেই ভাল হতো কেউতো বাতিল চায় নি।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

প্রামানিক বলেছেন: কোটা বাতিল না করে সংস্কার করা প্রয়োজন।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৭

তারেক_মাহমুদ বলেছেন: আপনার সাথে আমিও একমত প্রামানিক ভাই, সংস্কার হলেই সমাধান সঠিক হতো।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: চেয়েছিল সংষ্কার!
করলো বাতিল!

সাথে ইশারা দিল কাল বক্তব্যে কোটা চাইলে আন্দোলন করতে হবে।
কোটা চাইলে আন্দোলন করতে হবে: প্রধানমন্ত্রী
০৩ অক্টোবর, ২০১৮ ১০:২৬ অপরাহ্ন

ব্যাস রাত সাড়ে দশাটার মধ্যে পুলিশ প্রটেকশনে শুরু হয়ে গেল নাটক!!
রাতে ফিরছিলাম মতিঝিল থেকে। গাড়ী মৎস ভবন থেকেই ডাইভার্ট করে দিচ্ছে!

যেখানে অন্যদলের আন্দোলনে দাড়াতেই দেয়না। জনগনের নিরপাত্তা, সমস্যা- অসুবিধার কথা বলে।
অথচ এখানে সরকারী অর্থ, সময়, শক্তি সাপোর্ট দিয়ে তাদের আগলে রাখছে। হিপোক্রেসি তো এরেই কয়! নাকি?




০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২২

তারেক_মাহমুদ বলেছেন: এ ধরনের নাটকের কোন প্রয়োজন ছিল না, ১০% কোটা রেখে দিলেই এত কিছু করতে হতো না। এটা ইস্যুটাকে জিইয়ে রাখার কৌশল হতে পারে।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।

২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৪

শেখ মফিজ বলেছেন: "ফরমাইশি আন্দোলন । "
একজনের পথচলতি মন্তব্য ।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

তারেক_মাহমুদ বলেছেন: প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্যের পর এমনটি ভাবাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ মফিজ ভাই।

২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: হাস্যকর ব্যপার শুরুই হল সবেমাত্র, এখন আমাদের দেখার পালা।

আমরা দর্শক। B-)

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪২

তারেক_মাহমুদ বলেছেন: কথা সত্যি, দেখা যাক সামনে কি কি হাস্যকর বিষয় সামনে দেখতে হয়।

২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

উদাসী স্বপ্ন বলেছেন: একটা এডাল্ট জোঁকের কথা মনে পড়লো।

দুই পিচকি বাজি লাগলো কার যন্ত্র কত বড়।

প্রথমে বয়সে ছোট সে দড়ি দিয়ে মার দিলো। এবার যে একটু বয়সে বড় সেও নিজেরটা মাপলো। স্বাভাবিক ভাবে বয়সে বড় পিচকিটা জিতে গেলো। পুচকুটার মন খারাপ। বয়সে বড় পিচকিটা প্যান্ট খুলে জিপার লাগাচ্ছিলো তখন পিচকিটা ফুসে উঠেবললো,”এ্যাহ, তুই কি আমার বাপের সাথে বাজি লাগবি?”

এই হাসিনা পরিচালিত আন্দোলন দেখে এই জুকটা মনে পড়ে গেলো

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা জোকসটাতো জটিল। হাসিনা আপা এটা না করলেও পারতেন ৫-১০% কোটা রেখে দিলে কোন সমস্যা ছিল না।

২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন:

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৮

তারেক_মাহমুদ বলেছেন: উদাসী স্বপ্ন ভাইয়ের জোকসটি পড়ুন, ভাল বিনোদন পাবেন।

২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: হাহাহাহাহা.....কিছু বলা যাবে না। তবে সহমত।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: দেখা যাক এই বিনোদনমুলক আন্দোলনের ফলাফল কি হয়? অনেক ধন্যবাদ সুমন ভাই।

২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৯

শাহরিয়ার কবীর বলেছেন:
বাংলাদেশ কি বিচিত্র আর দেখব এমন তার চিত্র। :P =p~

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: হুম আরও অনেক কিছুই দেখা বাকী।

২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:১৭

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সব মন্তব্য পড়েছি।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ

২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব মন্তব্য পড়িনি। আপনি কি এর মধ্যে রাজাকার ট্যাগ খেয়েছেন?
view this link

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৬

তারেক_মাহমুদ বলেছেন: আমি চাই কোটা সংস্কার হোক, বাতিল নয় তবে নাতিদের কোটার পক্ষে আমি নই।

২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকের কাছে আবারো কোঠা বহাল রাখার আন্দোলন হাস্যকর মনে হলেও আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে। মুক্তিযোদ্ধা কোঠা যদিন বাংলাদেশ থাকবে বিশ্ব মানচিত্রে ততদিন বহাল রাখাটা আমি মানবিক দিক মনে করি। তবে ৩০% এর চেয়ে কম রাখার জন্য আমার মত থাতবে অবশ্যই।

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:২৬

তারেক_মাহমুদ বলেছেন: কেউ ই বাতিল চায়নি সবাই চেয়েছিল সংস্কার, প্রধানমন্ত্রী আগ বাড়িয়ে এটা না করলেও পারতেন। মন্তব্যের জন্য ধন্যবাদ নয়ন ভাই।

২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:০৩

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: ্প্রকৃত মুক্তিযোদ্ধারা ভিক্ষে করে কেনো ? ্প্রকৃত মুক্তিযোদ্ধারা জুতা সেলাই করে কেনো ? ্প্রকৃত মুক্তিযোদ্ধারা বিনা চিকিৎিসায় মরে কেনো ?
সনদধারি লুটেরারা কেনো রাষ্ট্রিয় সুযোগ সুবিধা অবৈধবাবে লোটে ?
রাজাকার কেনো মুক্তিযোদ্ধা সনদ নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করে ?
সনদধারি ভুয়া মুক্তিযোদ্ধারা কেনো প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে সমাজে রাষ্ট্রে অপমান করে বেড়ায় ?
রাজাকার সনদধারি মুক্তিযোদ্ধাদের দৌরাত্য বন্ধ করতে হবে কবে ? -
ভারতিয় প্রশিক্ষণ সনদ আছে -
এম এ জি ওসমানির সনদ আছে -
তারা কেনো মুক্তিযোদ্ধা সনদ পান না ?
তার সমাধান চাইতে হবে -
মুক্তিযোদ্ধার সন্তানদের -
কোটা নয় -
কোটা হচ্ছে পিছিয়ে পরা জনগোষ্টিকে এগিয়ে নেবার জন্যে -
যারা দেশটাকে স্বাধিন করেছে -
তারা কেনো কোটার সুবিধা নেবে ?
বা চাইবে ?
তাদেরকে পৃথক সুবিধা দিয়ে এগিয়ে নিতে হবে -
মুক্তিযোদ্ধার সন্তনদের নামে যারা মাঠে নেমেছে তাদের বুঝতে হবে তারা কারা ?
তারা কি চায় ?
তাদের কি চাইতে হবে ?

০৭ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৬

তারেক_মাহমুদ বলেছেন: দারুণ বলেছেন স্যার, স্বাধীন বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভিক্ষা করে খায় আর কিছু লোক মুক্তিযোদ্ধার নাতি পরিচয় দিয়ে চাকুরীতে কোটা চায়। প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনও সার্টিফিকেট বা রাষ্ট্রীয় সুবিধার আশায় যুদ্ধ করেনি।

চমৎকার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৭

সনেট কবি বলেছেন: পড়লাম

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৫

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ

৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন:
বিরিয়ানী সরবরাহ কি এখনও শুরু হয় নাই? লোকজনের উপস্হিতি দেখে তো সেটাই মনে হচ্ছে?

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪

তারেক_মাহমুদ বলেছেন: বিষয়টি ওভাবে দেখা উচিত নয়, দেশের বেশিরভাগ মানুষ কোটা সংস্কারের পক্ষে তাই উপস্থিতি কম।

৩২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


কোটা নেই মানে, বিশেষ বিবেচনায় কেহ চাকুরী পাবে না; কিন্তু 'মেধাবী'রা চাকুরী পাবে মানে কি? যারা মেধাবসী না, তারা কি দেশের নাগরিক নন?

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:০১

তারেক_মাহমুদ বলেছেন: সবাই নাগরিক, যার যতটুকু যোগ্যতা তেমন চাকুরীই পাওয়া উচিত ।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: পোস্টে ও মন্তব্যে সহমত।

কোটা চাইলে আন্দোলন করতে হবে: প্রধানমন্ত্রী
‘উসকানি হয়, এমন কথা প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করি না’



০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন প্রধানমন্ত্রীর বক্তব্যই এ আন্দোলনের জ্বালানী।

৩৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @ Dr.Ruhul Amin Chowdhury
মন্তব্যে লাইক।


@ চাঁদগাজী
মেধাবীরাই বড় চোর।


@দপ্তরবিহীন মন্ত্রী বলেছেন: সব মন্তব্য পড়িনি। আপনি কি এর মধ্যে রাজাকার ট্যাগ খেয়েছেন?
কি মন্ত্রী? ফাঁকিবাজি পোস্ট দিয়ে, খোঁচামার মন্তব্য করছেন..X(

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:২৪

তারেক_মাহমুদ বলেছেন: ডাঃ রুহুল আমিন সাহেবের মন্তব্যটি চমৎকার তাই সময় নিয়ে উওর দিবো।

মন্ত্রী সাহেব মনে হয় নিজের দলে লোক খুজছেন।

৩৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯

নজসু বলেছেন: আমি রাজনীতির বিস্তারিত খবর পড়িনা। শুধু শিরোনাম দেখি।
সেদিন দেখলাম, প্রধানমন্ত্রী বলেছেন কোটা চাইলে আন্দোলন করতে হবে। :(

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৬

তারেক_মাহমুদ বলেছেন: হুম প্রধানমন্ত্রীর কথায় মনে হচ্ছে উৎসাহিত হয়েছে।

৩৬| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটা আন্দোল হলে সেটার বিপরীতে আরেকটা আন্দোলন করা যেন আমাদের কালচার হয়ে গেছে।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৪

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।

৩৭| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮

ঢাবিয়ান বলেছেন: Dr.Ruhul Amin Chowdhury অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসল সত্যটা তুলে ধরার জন্য।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১২

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

৩৮| ০৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

রাকু হাসান বলেছেন:

খুব ভালো লিখেছেন । মন্তব্যগুলোও পড়লাম ।
Dr.Ruhul Amin Chowdhury খুব সুন্দর বলেছেন। কিন্তু অবাক লাগছে তারেক ভাই প্রতি উত্তর হয়নি এখনও । মেবি ভুলক্রমে এটা হয়েছে । +

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

তারেক_মাহমুদ বলেছেন: রকু ভাই একটু বেশি ব্যস্ত তাই রুহুল আমিন সাহেবের উওরটি একটু সময় নিয়ে দিচ্ছি

৩৯| ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩

তারেক ফাহিম বলেছেন: আমার দেখা এই প্রথম তারেক ভাই'র কোন পোষ্ট নির্বাচনী পাতায় আসলো।

শুভকামনা অাপনার জন্য।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:০৮

তারেক_মাহমুদ বলেছেন: কি বলেন ফাহিম ভাই এ পর্যন্ত আমার ৩০টির মত পোস্ট নির্বাচিত পাতায় এসেছে,মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪০| ০৬ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮

এম এ কাশেম বলেছেন: " তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়"

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫২

তারেক_মাহমুদ বলেছেন: ভালোই বলেছেন।

৪১| ০৬ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৬

hajar bosor dhore বলেছেন: ভাল বলেছেন

০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ

৪২| ০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:১৭

আরিফ রুবেল বলেছেন: সকল প্রকার সরকারী চাকুরীর ক্ষেত্রে বৈষম্যের বিলোপ চাই।
কোটা বাতিল নয়, বাস্তবভিত্তিক কোটা সংস্কার চাই।

১) আদিবাসী কোটা ফিরিয়ে দিতে হবে।
২) প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নূন্যতম পাঁচ শতাংশ কোটার ব্যবস্থা করতে হবে।
৩) প্রতিবন্ধী কোটা পুনর্বহাল করতে হবে

যারা মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে এই হাস্যকর আন্দোলন করছে তারা প্রকারান্তে মহান মুক্তিযুদ্ধ এবং সেই সকল গণযোদ্ধাদের অপমান করছেন যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছিলেন। মুক্তিযোদ্ধারা কি কোটা কিংবা বিশেষ সুবিধার জন্য যুদ্ধ করেছিলেন ? সাড়ে সাত কোটি জনতার মধ্যে হাতে গোনা কিছু দালাল রাজাকার প্রায় ছাড়া সবাই মুক্তিযুদ্ধে নানানভাবে অংশ নিয়েছেন। যার ঘর পুড়েছে, যার সন্তান মরেছে, যে নারীরা ইজ্জত হারিয়েছে তাদের আত্মত্যাগ কোন অংশে কম !

১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ৭:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: অনেক সুন্দর বলেছেন রুবেল ভাই, এই আন্দোলন মুক্তিযোদ্ধাদের নিয়ে তামাশার সামিল, এটা দ্রুত বন্ধ হওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.