নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের বেড়ে ওঠার সঙ্গী বাচ্চু ভাই

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:০৬



অনলাইন পত্রিকাগুলো ভুয়া মৃত্যুর খবর দেওয়ার ওস্তাদ,তাই আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরটা প্রথম যখন দেখলাম তখন বিশ্বাস করিনি।আর আইয়ুব বাচ্চু আমাদের জেনারেশনের এতটাই কাছের মানুষ যে প্রিয়জনের মৃত্যু যেমন মেনে নিতে ইচ্ছে করে না আইয়ুব বাচ্চুর বেলায়ও তাই।

স্কুল পড়ুয়া এক কিশোর স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ করার আগেই ক্যাসেট প্লেয়ারের বোতামে টিপে দিতো আর তখনই আইয়ুব বাচ্চু গেয়ে ওঠতেন,
'সেই তুমি কেন এত অচেনা হলে
এই আমি কেন তোমাকে দুঃখ দিলেম'।

এভাবেই ক্যাসেট প্লেয়ারে বাজতে থাকতো একের পর এক আইয়ুব বাচ্চুর সব হিট গান। কিশোর ছেলেটি তার গোসল,খাওয়া দাওয়া,ঘুম সব কাজই সারতো আইয়ুব বাচ্চুর গান শুনতে শুনতে। সেই কিশোর ছেলেটি আজকের এই আমি।

ছেলেবেলার বন্ধুরা যেমন আমার বেড়ে ওঠার সাথী আমার কাছে আইয়ুব বাচ্চুও তেমনি একজন কাছের বন্ধু,তার গানগুলো শুনতে শুনতেইতো বড় হয়েছি। আমার আব্বা আইয়ুব বাচ্চু ও অন্যান্য ব্যান্ড শিল্পীদের গান শুনলে খুবই রেগে যেতেন তাই আব্বা যতক্ষণ বাসায় থাকতেন ততক্ষণ ভয়ে আইয়ুব বাচ্চুর গান শুনতাম না,যখনই আব্বা বাসার বাইরে যেতেন ব্যাস ফুল ভলিউমে বেজে উঠতো,

'আমি কষ্ট পেতে ভালবাসি
তাই তোমার কাছে ছুটে আসি'
অথবা
'এই রূপালী গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহুদুরে'

ছেলেবেলার আমাদের বিনোদনের মাধ্যম ছিল, গল্পের বই এবং গানের ক্যাসেট। গল্পের বইয়ের ক্ষেত্রে প্রথমে সেবা প্রকাশনী তিন গোয়েন্দা,মাসুদ রানা এবং পরবর্তীতে হুমায়ুন আহম্মেদ,সুনিল গঙ্গোপাধ্যায় আর গানের ক্ষেত্রে প্রথম পছন্দই ছিল আইয়ুব বাচ্চু,পরে জেমস, মাকসুদ, হাসান ও অন্যরা।একসময় এদেশের মানুষের মুখে মুখে শুধুমাত্র সিনেমার গানই থাকতো কিন্তু আইয়ুব বাচ্চুই প্রথম ভিন্নধারার একটি গানকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন। গতকাল খবরটা শোনার পর থেকেই মনটা খারাপ আর শোকবার্তায় ছেয়ে যাওয়া ফেসবুকে ঢুকলে মনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল।

সৃষ্টিকর্তা প্রদত্ত দরাজ গলায় আর কোনদিন নতুন কোন গান গাইবেন না বাচ্চু ভাই, বাজবেন না সেই জাদুকরী গিটার। কিন্তু বাংলার মানুষের হৃদয় থেকে কোনদিনই মুছে যাবেন না আমাদের প্রিয় বাচ্চু ভাই। পরপারে ভাল থাকুন আমাদের বেড়ে ওঠার সঙ্গী আইয়ুব বাচ্চু। সৃষ্টিকর্তা আপনাকে বেহেশত নসীব করুন।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

জাহিদ অনিক বলেছেন: বাচ্চু ভাই ভালো থাকুক যেখানেই থাকুক

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

তারেক_মাহমুদ বলেছেন: এমনটিই আমাদের সবার চাওয়া। ধন্যবাদ জাহিদ অনিক ভাই।

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২২

সনেট কবি বলেছেন: আল্লাহ তাঁকে জান্নাত নসিব করুন।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

তারেক_মাহমুদ বলেছেন: আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৪

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে এবি'র প্রতি অনেক ভালোবাসা প্রকাশ পেয়েছে।

আল্লাহ তাকে বেহশত নসিব করুক।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের জেনারেশন আইয়ুব বাচ্চুর কথা কোনদিনই ভুলতে পারবে না। ধন্যবাদ সুপ্রিয় রাজীব ভাই।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:



হার্ট-এ্যাটাক বাংলাদেশকে আক্রমণ করেছে: পরিবেশ দুষণ, খাদ্যে কেমিক্যাল, সামাজিক অস্হিরতা, ইয়াবা, বিয়ার, ভদকা, হুইস্কি , মাংস হচ্ছে হার্ট-এ্যটাকের কারণ

২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের খাদ্যাভ্যাস না বদলালে পরিনাম ভয়াবহ। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

ব্লগার_প্রান্ত বলেছেন: জনপ্রিয়তার শীর্ষে থেকেই চলে যাওয়াই ভালো তারেক ভাই

২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৭

তারেক_মাহমুদ বলেছেন: এমন চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪

সৈকত জোহা বলেছেন: কখনো বিলাসিতা করার মত টাকা হইলে উনাকে নিয়ে ডকুমেনটারি বানাবো

২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:২৮

তারেক_মাহমুদ বলেছেন: আইয়ুব বাচ্চুর স্মৃতিকে বাচিয়ে রাখতে এটা করা জরুরী, মন্তব্যের জন্য ধন্যবাদ সৈকত জোহা ভাই।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৫

ঢাবিয়ান বলেছেন: অবিরাম বৃষ্টি ঝড়ছে বাইরে, অডিও ক্যাসেটে বাজছে আইয়ব বাচ্চু , জেমস কিংবা ফিডব্যাকের গান আর হাতে সেবা প্রকাসনীর
বই। কথায় যে হারিয়ে গেল সেই দিনগুলো

২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩২

তারেক_মাহমুদ বলেছেন: শৈশব এভাবেই হারিয়ে যায়, তবে আইয়ুব বাচ্চু বেচে থাকবেন কোটি ভক্তের অন্তরে। মন্তব্যের জন্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩

খায়রুল আহসান বলেছেন: ভাল লাগলো প্রয়াত আইয়ুব বাচ্চুর প্রতি আপনার হার্দিক শ্রদ্ধাঞ্জলি।
তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: আল্লাহ তাকে বেহেশতবাসী করুন,মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ স্যার।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৮

একাল-সেকাল বলেছেন: কষ্ট এলবাম দিয়েই এবি’র প্রেমে পড়া শুরু, তখন কিশোর থেকে যৌবনের দিকে যাওয়ার সময়। তখন এন্টারটেইনমেন্টের একটা আকর্ষনের নাম-ই ছিল এবি।
রুপালী গিটার থাকবে, আর দেখা হবেনা লাইভ প্রোগ্রামে গিটারের কারিশমা। ধুপের মত বিলিয়ে গেল আমাদের আনন্দ-খুশি।।
আল্লাহ উনার ভাল গুন গুলোই যেন দেখেন, সেই কামনাই করি।

২০ শে অক্টোবর, ২০১৮ ভোর ৬:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: আমরা সবাই এবির গুনমুগ্ধ ভক্ত, সেই কিশোর বয়স থেকেই এই ভাললাগার শুরু, মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই একাল সেকাল।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: প্রথমে আমারও বিশ্বাস হয়নি !!

২৬ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

তারেক_মাহমুদ বলেছেন: একজন পছন্দের মানুষের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.