নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

একটি ঐক্যের বীজের অংকুরিত হওয়ার গল্প

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬

( গল্পটি সম্পূর্ণ কাল্পনিক তাই বাস্তবের কোন ঘটনার সাথে মিল খোজার চেষ্টা করবেন না)


রাতে ভাল ঘুম হয়নি কাম্মাল সাহেবের তাই ভোরের দিকে ঘুমটা একেবারে জাকে বসেছে। ভোর ছয়টার দিকে মোবাইল ফোনটা বেজেই চলেছে ।এত ভোরে কে ফোন দিতে পারে ভাবতে ভাবতে চোখ মুছতে লাগলেন তিনি। তিনিতো ডাঃ নন তিনি ডঃ তাই এতো ভোরে তার ফোনে কল আসার কথা নয় (অবশ্য মিরপুরের মোল্লাবাড়ির বড় মোল্লা একবার তাকে বলেছিলেন আপনি কিসের ডাঃ আপনিতো কারো চিকিৎসা করেন না)।

চোখ মুছতে মুছতে মোবাইলের বাটন টিপে কাম্মাল সাহেব বললেন
-হ্যালো কে বলছেন?

-আমি হাসু বলছি চাচা।
কাম্মালের কাছে এ ফোন ছিল খুবই অপ্রত্যাশিত তাই কয়েক সেকেন্ডের মধ্যেই তার ঘুমের ভাব কেটে যায়।

-আরে হাসু তুমি আমাকে ফোন করেছো, আমি স্বপ্ন দেখছি না তো?

-আপনি ঠিকই শুনছেন চাচা, হাসুর উওর। -হঠাৎ আমাকে কি মনে করে ফোন, কাম্মালের প্রশ্ন?

-মান অভিমানতো অনেক হল আসুন এবার মিলেমিশে কাজ করি,হাসুর উওর।

-সেটা কিভাবে? তুমিকি আমাকে আবার আম্লিগে এ যোগ দিতে বলছো?

-না চাচা আপনি থাকবেন বিরোধী দলের নেতা।
-সেটা কিভাবে? কাম্মালের বিস্ময় মাখা প্রশ্ন

-বিম্পি এখন নেতৃত্বশূন্য, আপনি একটা ঐক্য ফন্টু গঠন করুন দেখবেন বিম্পি সেই জালে সুড়সুড় করে ধরা দেবে।

-তাতে তোমার কি লাভ?

-লাভ অনেক বিরোধী দলের নেতা আপনি হলে আমার চিন্তা অনেক কমে যাবে আর বিম্পি নিজে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে।

-বাহ হাসু তোমার বুদ্ধির তুলনা হয় না, আমি আজই মান্নুরে নিয়ে ফন্টু গঠনের কাজ শুরু করছি।

-আর একটা কথা, আমার দলের নেতারা আপনারে ব্যাপক সমালোচনা করবে তবে আপনি মাইন্ড খাইয়েন না চাচা। আর নিজের শরীরের দিকে খেয়াল রাইখেন, বলে ফোন কেটে দেয় হাসু আপা।

আর এভাবেই অংকুরিত হয় একটি ঐক্যের বীজ।

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: তারেক ভাইয়া আপনিও একটি ফন্টু গড়ে তুলুন ;)

৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: মন্দ নয় প্রস্তাবটা চলেন আমরা সবাই মিলে একটু ফন্টু গঠন করি।

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রম্য বেশ জমতে ছিল।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০০

তারেক_মাহমুদ বলেছেন: রম্য লেখার ক্ষমতা আমার নেই, শুধু চেষ্টা করলাম, অনেক ধন্যবাদ মাইদুল ভাই।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

কামরুননাহার কলি বলেছেন: হাহাহা।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১

তারেক_মাহমুদ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপু।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: রাজনীতিতে এমন অনেক কিছুই ঘটে।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১২

তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতি বড়ই বিচিত্র, কখন কি ঘটে বোঝা মুশকিল।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তাই বলে ইয়ে মানে আমার নামটাই আপনার দিতে হলো ;)

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা এটা হাসু আপা হাসু মামা নয়।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪৯

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কে কার জালে ধরা পড়লো কে জানে!
বড়ই গভীর জলের মাছ !! (কে?)

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন নুরু ভাই, কিছুদিন পরেই বোঝা যাবে কার জালে কে আটকা পড়লো। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৪

এ্যান্টনি ফিরিঙ্গী বলেছেন: রম্যটা খুব সংক্ষিপ্ত হয়ে গেছে। সংলাপের পরের স্টেজে আরেকটা পাবো আশা করছি।

৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: দেখা যাক, রাজনীতিক রম্য লেখতেও ভয় লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ ফিরিঙ্গি ভাই।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩৩

ঢাবিয়ান বলেছেন: আপনার রম্য যেন সত্য হয় , এই কামনাই করি। দুর্নীতিবাজ লুটেরা জিয়া পরিবারকে হটিয়ে যদি ডঃ কামাল হোসেন হয় বিএনপির নেতা তবে সেটাতো আশীর্বাদ এই হতভাগা দেশের জন্য । যদিও প্রধানমন্ত্রীর জেনে বুঝে দেশের এত বড় উপকার করার কথা না।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: ফান পোষ্টকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই, তবে বিম্পির আসলেই একটা কঠিন সময় যাচ্ছে। মন্তব্যের জন্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২

বাকপ্রবাস বলেছেন: বিএনপিকে নিশেষ করে খুব একটা উপকার হবেনা দেশের। একটা কাজ করা যায়, গণতন্ত্র থেকে রাজতন্ত্রে উত্তরণ হলেই ভাল, অন্তত বলা যাবে রাজতন্ত্র চলছে, মধ্যপ্রাচ্যে চললে এখানে সমস্যা কী? কিন্তু এখন যেটা চলছে সেটা জঙ্গলতন্ত্র।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: এটা ঠিক যেকোনো দেশেই একটি শক্তিশালী বিরোধী দল থাকা খুবই জরুরি, দেখা যাক সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে আমাদের জন্য। অনেক ধন্যবাদ বাকপ্রবাস ভাই।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৫১

পদ্মপুকুর বলেছেন: বাস্তবের সাথে একদমই মিল খুঁজে পাইনি :-B

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: কাল্পনিক গল্পে বাস্তবের সাথে মিল না খোজাই ভাল। অনেক ধন্যবাদ ভাই পদ্মপুকুর।

১২| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: বাঘবন্ধী খেলা চলছে। দেখি কি হয়।
লিখেছেন সুন্দর।

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতি আসলেই একটা বাঘবন্দি খেলা, আমরা সবাই সামনের দিনগুলোর দিকে তাকিয়ে আছি।

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩২

সৈকত জোহা বলেছেন: বাংলাদেশ ব্লগার পার্টি গঠন করলে কেমন হয়

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১১

তারেক_মাহমুদ বলেছেন: মন্দ না তবে জামানত বাজেয়াপ্ত হবে এটা নিশ্চিত।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: অসাধারণ হয়েছে। চালিয়ে যান ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

তারেক_মাহমুদ বলেছেন: এটা ফান পোস্ট অসাধারন কিছু হয়নি। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই জুয়েল।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০৩

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: অনেকে ফান’টাও সঠিক ভাবে করতে পারে না। আপনি অসাধারণভাবেই লেখাটা ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ ভাই।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ জুয়েল ভাই, নিরন্তর শুভেচ্ছা।

১৬| ০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০০

অলিউর রহমান খান বলেছেন: ঘটনা এমন হলে হতেও পারে কারণ আমাদের দেশের ঠিক ঠিকানা নাই।
সবাই ক্ষমতার লোভে বিভোর।

০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

তারেক_মাহমুদ বলেছেন: রাজনীতিতে শেষ বলে যেমন কথা নেই, তাই এমন হলেও হতে পারে মন্তব্যের জন্য ধন্যবাদ অলি ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.