নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারণ।

মুহাম্মাদ তরিক

মুহাম্মাদ তরিক › বিস্তারিত পোস্টঃ

পাবেনা খুজে আমায়

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৪



হঠাৎ করে একদিন হারিয়ে যাব,
আর জ্বালাতন করবো না,
খুটিয়ে খুটিয়ে আর দেখবোনা।
গোলাপী ঠোট,
হরিনি চোখ,
এলোকেশে চুল আর ছুতে চাইবোনা,
আর খুজে পাবেনা আমার ছায়াও।
অথচ ইচ্ছে ছিল মধ্যরাতে নিজুম ল্যামপোষ্টের আলোয় ঘুরে বেড়াবো,
তুমি ডানা মেলবে উড়বে,
প্রজাপতির ন্যায় উড়বে
যেমন তোমার ইচ্ছে,
আর আমি বিস্মিত হয়ে দেখবো,
উপভোগ করবো তোমার চঞ্চলতা,
তোমার মধু মাখা হাসি...
এসব কিছুই হবেনা সব স্বপ্নই রয়ে যাবে...

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৫

ওমেরা বলেছেন: সবই হাতের মুঠোয় পাওয়া ভাল না কিছু কিছু স্বপ্নে থাকা ভাল ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মুহাম্মাদ তরিক বলেছেন: হ্যা। কিছু কিছু ব্যাপার স্বপ্নেই বেশী সুন্দর, মন্তব্যের জন্য ধন্যবাদ জানবেন। শুভ কামনা রইল।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

মুহাম্মাদ তরিক বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন:






জীবনের মধ্যে অপূরণ আছে বলেই জীবন উপভোগ্য হয়ে উঠে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২১

মুহাম্মাদ তরিক বলেছেন: ঠিক বলেছেন। কিছু কিছু অপুরন অসহনীয় । মন্তব্যের জন্য ধন্যবাদ।ভালবাসা জানবেন।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০

সোহাগ সালেহ বলেছেন: হঠাৎ একদিন হারিয়ে যাবো। সত্যিই সেদিন খুঁজে পাবে না কেউই।

দারুন লিখেছেন। লেখককে ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

মুহাম্মাদ তরিক বলেছেন: আপনার ভাল লাগাই আমার অনুপ্রেরনা । আপনাকেও ধন্যবাদ কষ্ট করে কবিতা পাঠের জন্য।শুভ কামনা জানবেন।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩২

ভ্রমরের ডানা বলেছেন:


আর আমি বিস্মিত হয়ে দেখবো,
উপভোগ করবো তোমার চঞ্চলতা,
তোমার মধু মাখা হাসি...
___ কবিতা আছে না। হতাশা কিসের কবি...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২৫

মুহাম্মাদ তরিক বলেছেন: দারুন বলেছেন। কবিতায় ডুবে যাব,কবিতায় ভালবাসবো। ধন্যবাদ আপনার মুল্যবান মন্তব্যের জন্য ।শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.