নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

আমৃত্যু চাই......

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৩

আমি আমৃত্যু ধরে রাখতে চাই

তোমার প্রতি আমার মুগ্ধতা।

সবুজ ঘাসের গালিচায় হাঁটি যদি

পেতে চাই শিশিরের স্পর্শ।

আবার ঘন কুয়াশার স্তর ভেদ করে

আমি পেতে চাই সূরযের দিন।



আমি জীবনানন্দের সেই

সোনালী ডানার নিঃসঙ্গ চিল নই,

গায়ে রৌদ্রের ঘ্রাণ মেখে আমি

চাইনা যেতে মেঘের বাড়ি;

আমি সুখে থাকতে চাই এই মাটির গৃহে,

তোমাকেই সাথে নিয়ে দেখতে চাই

মেঘেদের মহা সমাবেশ।



কোনো এক দুঃখ জাগানিয়া বর্ষার দিনে,

অথবা কাঁঠাল চাঁপার গন্ধে মাতাল

জোছনা রাতে তুমিই পাশে ছিলে আমার;

আজও তেমনি আছ।

আমি মুগ্ধ বিস্ময়ে শুধু তোমাকেই দেখি।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
কোনো এক দুঃখ জাগানিয়া বর্ষার দিনে,
অথবা কাঁঠাল চাঁপার গন্ধে মাতাল
জোছনা রাতে তুমিই পাশে ছিলে আমার;
আজও তেমনি আছ।
আমি মুগ্ধ বিস্ময়ে শুধু তোমাকেই দেখি।



বাহ!!!! চমৎকার আপি

:)

+++++++++

২| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:০৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: আরে আপনি দেখি আমার মিতা!!!! B:-/

৩| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

তাশমিন নূর বলেছেন: কিন্তু আমি ভাবছি, এই মৃত রাজকন্যাটি কথা বলছে কি করে!
অনেক ধন্যবাদ মৃত রাজকন্যা(নাকি জীবিত!)

তা, মিতা হই কি করে?

৪| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: কোনো এক দুঃখ জাগানিয়া বর্ষার দিনে,
অথবা কাঁঠাল চাঁপার গন্ধে মাতাল
জোছনা রাতে তুমিই পাশে ছিলে আমার;
আজও তেমনি আছ।
আমি মুগ্ধ বিস্ময়ে শুধু তোমাকেই দেখি।

৫| ০৬ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৪

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ প্রত্যাবর্তন। বার বার প্রত্যাবর্তনের প্রয়োজন কি, কাছেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.