নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

নেতা

৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ৩:০৫

বিরাট মাঠে বিশাল জন-সমাবেশ,
যেন ফুটে থাকা অজস্র ফুল, কিংবা গভীর অরণ্য।
তিনি উঠে এলেন মঞ্চে।
মুখে তার মিথ্যে ভাষন, সুরমা পরা চোখে নকল আবেগ।
সফেদ পাঞ্জাবী, দাড়ি আর টুপিতে তিনি
ঢেকেছেন তাঁর আসল পরিচয়, তিনি নেতা।

অথচ তাকে দেখেছিলাম আরও এক বার
রক্তাক্ত একাত্তরের পাতায়, তখন
তাঁর চোখে এই অশ্রু ছিল না, ভাষায় ছিল না
সাজানো আবেগও। দেখেছিলাম সেদিন সেই চোখে
বন্য বরাহের জিঘাংসা। দেখেছিলাম লকলকে চেরা জিভ, ফনা।
আজ তিনি নেতা। সেদিনও নেতাই ছিলেন, কাঁটা ছিলেন।

কোন লাভ নেই নিজেকে ঢেকে, প্রিয় নেতা।
সবাই জেনেছে আপনার কুকীর্তির কথা।
ইতিহাস কথা বলছে, নোংরা কাদা-মাটি-জলের কথা,
আমাদের হৃদয়ে টাইম মেশিনের জন্ম হয়েছে,
আমরাও সময়ের পথে হাটতে শিখে গেছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩১

সালমান মাহফুজ বলেছেন: সাবলীল ভঙিমায় যথাযথ বাস্তবতার প্রতিফলন ঘটেছে । 8-| 8-|

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন একটা কবিতা ++++++++++

সংকলনে নিয়ে গেলাম ।
ভালো থাকবেন খুব :)

৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

তাশমিন নূর বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। @ সালমান

৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রায়হান। আপনিও অনেক অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.