নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

শেষ কথা-২

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:১২

-এতো বড় নাম ভালো লাগে না। শৈশবের আদুরে কোন নাম নেই আপনার?

-কোনো আনন্দময় শৈশব মনে পড়ে না,
কোনো আলোকিত কৈশোর ছিল না,
উচ্ছ্বসিত যৌবনও নেই। আমার আছে অমানিশা,
আছে একাকীত্ব।
কেউ তেমন কোন নাম দেয় নি কখনো।

-আপনাকে হীরন নামে ডাকি?
একটা বুলবুলি পুষেছিলাম। বড্ড আদরের ছিল, আর-

-আর তার নাম ছিল হীরন, তাই না?

-ঠিক তাই। খুব ভালো গান গাইত সে, আপনার মতই।

-কিন্তু ছিল কেন বলছ? এখন সে কোথায়?

-ওকে বন্দীত্বের কষ্ট থেকে মুক্তি দিয়েছি।
উড়ে যে গেছে, ফিরেও তাকায় নি একবার।
এ কী! হাসছেন যে?

-অমন স্বৈর শাসকের জন্য কার মায়া হয়, বলতো?
সোনার শেকলও তো শেকলই।

-যা বলেছেন। আপনাকে তবে হীরন নামেই ডাকি?

-আমাকে মানুষ নামে ডেকো।

-মানুষকে আবার আলাদা করে মানুষ নামে কেন ডাকব?

-এই মনুষত্ব্যহীনতার রাজ্যে ভুলে যেন না যাই- আমিও মানুষ।
এখন তবে যাই?

-কোথায় যাবেন?

-ভাবনায়। একটি মুখের ছবি আঁকতে চাই, কিন্তু-
তার আড়চোখের চাহনিটুকুই কেবল আঁকতে পারি,
পুরো মুখটা আর আঁকা যায় না।

-বাহ! ভালো তো। তা, কবেকার প্রেমিকা সে?

-তোমার মুখে অমন শ্রাবনের মেঘ কেন ভর করল?

-কিছু না। যাবার আগে শুনে যান-
আমাকে আর ঐ নামে ডাকবেন না।
‘পায়েল’ নামে ডাকবেন-ওটাই আমার নাম।

-ঐ নামটা তুলে রাখো প্রিয়জনদের জন্য।
আমাদের এই নামে ডাকলে চলবে কেন?
যদিও বেশ লোভ লাগার মত মিষ্টি নাম ওটা।

-আমি চাই, আপনি এই নামেই ডাকুন।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৩

অপু তানভীর বলেছেন: সুন্দর !

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, অপু ভাই।

২| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:২০

তুষার কাব্য বলেছেন: দারুন লাগলো কথোপকথন...আবৃত্তিও করে ফেললাম :D

২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:০৭

তাশমিন নূর বলেছেন: :) ধন্যবাদ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৭

আমিনুর রহমান বলেছেন:



এই মনুষত্ব্যহীনতার রাজ্যে ভুলে যেন না যাই- আমিও মানুষ



পাঠে মুগ্ধতা +

৪| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৭

তাশমিন নূর বলেছেন: Thanks for reading, Aminur vai.

৫| ২৭ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:১০

এনামুল রেজা বলেছেন: ভালোই লাগলো।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রেজা ভাই।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

রঙ তুলি ক্যানভাস বলেছেন: কথোপকথন কবিতা ভাল লাগল।
"এই মনুষত্ব্যহীনতার রাজ্যে ভুলে যেন না যাই- আমিও মানুষ।" ++

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৩

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, রঙ তুলি। ভালো থাকুন।

৭| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

মূকতাদির সাকিন বলেছেন: খুব ভালো লাগল।

৮| ১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

তাশমিন নূর বলেছেন: Thank you, Muktadir.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.