নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

দুঃখ বিলাসী

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

আটপৌরে দুপুরের কোল জুড়ে নৈমিত্তিক ক্লান্তি,
বিকেলের মিঠে রোদে ভর করা অজানা বিষন্নতা,
কিংবা আঁধারের বুকের ভাঁজে শুয়ে থাকা চেনা-অচেনা দুঃখ
কিছুই এখন আর খারাপ লাগে না আমার।

একবার একতারা বেজেছিল প্রাণে;
কালক্রমে তার শব্দ হারিয়ে গেল দূরে, আরও দূরে।
উজ্জ্বল আলোক, সেও সন্ধ্যায় মিলাল;
আলো দিতে দিতে একদিন কিছু তারা সত্যিই মরে গেল;
আমি দুঃখ পেলাম খুব।

সেদিন বিকেলে ফুলেরা ঘুম ভেঙে জেগেছিল;
কিছু প্রজাপতি ফুলেদের রঙ মেখে আরও বাহারী হল।
আমি মুগ্ধ হয়ে বললাম, ‘আমি প্রজাপতি ভালোবাসি।’
কিন্তু প্রজাপতিগুলো উড়ে গেল সবে,
ভালোবাসা বন্দীত্বের প্রতিনিধিত্ব করে না-এইটুকু বলে,
আমায় বন্দী করে ভালোবাসা ডোরে।
আমার বিকেলটাই গেল মাটি হয়ে, তাই
সেদিনও দুঃখ পেলাম খুব।

এইতো, এই শীতেও কত পাতা ঝরেছিল।
শুকনো ঝরা পাতা মাড়িয়ে কতবার,
আমি কতবার হেঁটে গেছি বুনো পথ ধরে।
পায়ের নিচে চুরমার হয়ে যাওয়া শুকনো পাতার বিলাপে
আমি অভিভূত হয়ে গেছি বার বার।
কী জানি, হয়তো অজানা কোন দুঃখই হয়েছিল।

হয়তো এই বর্ষায়ও আকাশ কাঁদবে খুব;
ভেসে যাবে সাধের আবাদী জমি।
নদীতে ডাকবে বান, ভেসে যাবে রাশি রাশি হাসি।
হৃদয় উপচানো দুঃখে ভাসবে একলা কোন পাখি;
অবিরাম বৃষ্টির কান্না শুনে ডেকে যাবে একঘেঁয়ে বিষণ্ণ সুরে।
আমারও দুঃখ হবে এই ভেবে জানি-
কতটা দুঃখ হলে আকাশ অমন করে কাঁদে।

হয়তো ভাবছো, বাহবা! এ তো দুঃখের দোকানদারী।
সত্যি বলছি, আমি অনেক ভেবেছি-
দুঃখ আমার কেমন লাগে। ভাবতে ভাবতে
দুঃখকে আমি আরও ভালোবেসে ফেলেছি।
জেনে অথবা না জেনে, একটু একটু করে
আমি আজ দুঃখ বিলাসী হয়েছি।

বিঃ দ্রঃ এটা অনেক দিন আগে একবার পোস্ট করেছিলাম। কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। তাই রিপোস্ট করলাম।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগলো আপু :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৯

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভাইয়া। ভালো থাকবেন।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৫৬

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৫০

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকা হয় যেন।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৩৩

ডি মুন বলেছেন:
প্রথম ভালোলাগা +++

পড়তে বেশ ভালো লাগল।

:)

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৩

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, মুন। ভালো থেকো অহর্নিশি।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবির এই দুঃখ বিলাসিতার জন্যই হয়তো কেউ বলেছেন "দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের?"
কতটা দুঃখ পেলে একজন মানুষ দুঃখ বিলাসী হয়ে উঠতে পারে, তারই একটা চিত্রকল্প আপনার কবিতায় রূপায়িত হয়েছে। প্রাঞ্জল ভাষায় লেখা সুখপাঠ্য একটা কবিতা। ভালো লাগলো।

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

তাশমিন নূর বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়।

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭

তুষার কাব্য বলেছেন: হয়তো ভাবছো, বাহবা! এ তো দুঃখের দোকানদারী।

বাহ্..দুঃখ বিলাসী কবিতা ভালো লেগেছে :D

০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, তুষার ভাই।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা +++++

ভালো লাগলো খুব। প্রকৃতি ও মন , কবির কবিতায় কাছাকাছি। দুঃখ সুখের সাথী।

ভালো থাকবেন খুব :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০০

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, রায়হান ভাই। উৎসাহ দিয়ে কাছে আছেন, ভালো লাগছে। অনেক ভালো থাকবেন।

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এতো হতাশ কেন কবি? ....যদি তোর ডাক শুনে কেউ না আসে .....তবে একলা চলরে ....

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৪

তাশমিন নূর বলেছেন: এটা হতাশা নয়, বিষাদ। দুঃখ মাখানো বিষাদ, সুখবিজড়িত বিষাদ। বিষাদ আমার ভালো লাগে। তাই বিষাদের গান গাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৬

আমিনুর রহমান বলেছেন:



দারুন !

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৩

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, ভাইয়া।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সত্যি বলছি, আমি অনেক ভেবেছি-
দুঃখ আমার কেমন লাগে। ভাবতে ভাবতে
দুঃখকে আমি আরও ভালোবেসে ফেলেছি।



বেশ ভালো লাগলো দুঃখের চাষাবাদ ! ++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১:৩৫

তাশমিন নূর বলেছেন: Many thanks, Swopnochari.

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

ফারিয়া বলেছেন: দুঃখ থাকুক, সুখের বেড়াজলে; দুঃখ বিহীন সুখ পানশে। তবে হ্যা, বিলাসিতা যেন মাত্রা ছাড়িয়ে না যায়, তবেই রইবে সুখে!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৭

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ফারিয়া। ভালো থাকুন, সুখে থাকুন।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৪

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতা । +++++

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০০

তাশমিন নূর বলেছেন: Thank you, brother.

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো দুঃখের কবিতাখানা :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

তাশমিন নূর বলেছেন: Thank you, Tahsinul.

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

পবিএ পাপ বলেছেন: আপু খুবই ভাল লেগেছে আপনার লেখাটি।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, পবিত্র পাপ। ভালো থাকুন।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

মহান অতন্দ্র বলেছেন: ভাল লাগলো খুব।+++

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, মহান অতন্দ্র। ভালো থাকুন।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন:
বিঃ দ্রঃ এটা অনেক দিন আগে একবার পোস্ট করেছিলাম। কিভাবে যেন ডিলিট হয়ে গেছে। তাই রিপোস্ট করলাম।


তাই তো আমি পড়ে নেওয়ার সুযোগ পেয়ে গেলাম।
ভাল লাগলো।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৮

তাশমিন নূর বলেছেন: Thank you so much, brother.

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৪

মূকতাদির সাকিন বলেছেন: প্রশংসার ভাষা হারিয়ে ফেলেছি.....অনেক অনেক সুন্দর..

১৩ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:০২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, মুকতাদির। আমার ব্লগে স্বাগতম আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.