নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

ভাঙা পথের রাঙা ধুলোয়

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪

ভাঙা পথের রাঙা ধুলোয় যায়নি তারে চেনা,
হৃদয় দিয়ে তাইতো আমার হয়নি হৃদয় কেনা।
কুজ্ঝটিকায় যায়নি দেখা ভোরের সূর্যখানি,
তবুও আমার উঠোন জুড়ে আলোর কানাকানি।
সেই আলোটা যায়নি ধরা বাড়িয়ে দিয়ে হাত,
হৃদয় দিয়েই ধরে তারে, পুড়ছি যে দিন-রাত।

পালিয়ে যেতে দিইনি আমি সেই আলোটার পাখি,
হৃদয়মাঝে খুব গভীরে কপাট দিয়ে রাখি।
পাশে থাকার কথা বলে থাকুক যতই দূরে,
যতই তারে হারাই আমি, ততোই বাঁধি সুরে।
ভাঙা পথের রাঙা ধুলোয় না যাক তারে দেখা,
এই এখানে জেগেই রবে একটি আলোর রেখা।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২২

তাহসিনুল ইসলাম বলেছেন: ভালো লাগলো ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

তাশমিন নূর বলেছেন: Thank you.

২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩০

জাফরুল মবীন বলেছেন: ভাল লিখেছেন কবি +++

০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৮

তাশমিন নূর বলেছেন: Thank you, brother.

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৮

আবু শাকিল বলেছেন: চমৎকার কবিতা ।
১ম ভাল লাগা ;)

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

অপূর্ণ রায়হান বলেছেন: বাহ! কবিতাও লেখেন দেখছি । ১ম ভালোলাগা +

অনেক শুভকামনা :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, রায়হান ভাই। অনেক অনেক ভালো থাকুন।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পাশে থাকার কথা বলে থাকুক যতই দূরে,
যতই তারে হারাই আমি, ততোই বাঁধি সুরে।++++

চমৎকার কবিতা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মন্দ নয়। সামনে আরো ভালো লেখা পাওয়ার প্রত্যাশা রইল। :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, জনাব। এই অভাজন চেষ্টা করবে। অনেক অনেক ভালো থাকা হয় যেন।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। সুরেলা।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, হামা ভাই। ভালো থাকুন অহর্নিশি।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গভীর লুকোচুরি ......ভালো লাগলো

০৬ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪১

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, ভ্রাতা। ভালো থাকুন খুব।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ছন্দের দ্যোতনায়, ভালো লাগার মূর্ছনায়, সাবলীল ভঙ্গিমায়, নিগুঢ় ভালোবাসার আল্পনা, কবিতার পঙক্তিমালায় কল্পনা করে এঁকে দিয়েছেন। ভালো লাগলো খুব তাশমিন নুর।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৫

তাশমিন নূর বলেছেন: এতো সুন্দর একটি মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪১

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫০

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫১

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।

১২| ১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৩০

ফ্‌জলূল করিম বলেছেন: খুব সুন্দর কবিতা। আপনার ভাষা প্রয়োগের দক্ষতা, সুনিপূঁন মেধা বিকাশ সত্যি প্রশংসার দাবিদার।

১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

তাশমিন নূর বলেছেন: Thank you, brother.

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:৪০

মাঝিবাড়ি বলেছেন: পালিয়ে যেতে দিইনি আমি সেই আলোটার পাখি,
হৃদয়মাঝে খুব গভীরে কপাট দিয়ে রাখি।

লাইন দুটো দারুন লেগেছে

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩

তাশমিন নূর বলেছেন: Thank you, majhi bari.

১৪| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

আহমেদ জী এস বলেছেন: তাশমিন নূর ,




হৃদয় দিয়ে যে হৃদয় কেনা হয়নি , সে কথা তো হৃদয়ের খুব গভীরে কপাট দিয়ে রাখার কথা ! খুললেন কেন ?

হৃদয়ের ছন্দ হারিয়ে গেলেও কবিতায় ছন্দেরা সুর বেঁধে গেছে কিন্তু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.