নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহঙ্গ...

তাশমিন নূর

পথ ছাড়া নাই কিছু অনন্ত পথের অন্তর্ধানে।

তাশমিন নূর › বিস্তারিত পোস্টঃ

ঝরা পাতাগুলোঃ২

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:১১

***

যেইনা ভাবি অনেক দিলাম,

এবার নেব ছুটি;

অমনি দেখি পায়ের কাছে

শুকনো পাতা দুটি।



***

বৃষ্টিটুকু পাঠিয়ে দিও

যত্ন করে মনের কোনে,

স্বপ্নগুলো তৃষিত খুব

অপেক্ষার প্রহর গোনে।



***

হারিয়ে যাওয়া পথটি খোঁজ

দুষ্টু মেঘের ফাঁকে,

জ্বোনাক জ্বলা আলোতো নয়,

সূর্য তোমায় ডাকে।

মনটি তোমার রাঙ্গিয়ে তোল

তার ঐ পরশ মেখে,

হাসোরে আজ মধুর হাসি

মান-অভিমান রেখে।



***

তোমাকে আমার ভীষণ হিংসে হয়।

তোমার মতো আমার কেন মনটা উদার নয়?

ভালো একটা মন যদি যেত কেনা,

তোমার কাছে থাকত না আর আমার এতো দেনা।



***

তোমার জন্য মেঘলা আকাশ, বাউল বাতাস,

আঙিনাতে মিষ্টি রোদের মুখ,

তোমার জন্য লুকিয়ে রাখি বুকের মাঝে

সুখের মতোই একটুখানি দুখ।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৭

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালো একটা মন যদি যেত কেনা,
তোমার কাছে থাকত না আর আমার এতো দেনা।


ভালোলাগা রইল! ++

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, গ্রানমা।


ভালো থাকবেন।

২| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২১

আরণ্যক রাখাল বলেছেন: অনন্য সাধারণ

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৩

তাশমিন নূর বলেছেন: শুকরিয়া, শুকরিয়া।


ভালো থাকুন, সুন্দর থাকুন।

৩| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: মিষ্টি অনুকাব্যযুগল । ++

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৩৭

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, ভায়া।


আপনাকে অনেক দিন পর দেখলাম।

৪| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৭

প্রামানিক বলেছেন: চমৎকার ছড়া কাব্য। ধন্যবাদ

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:১১

তাশমিন নূর বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৫| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫৮

প্রামানিক বলেছেন: হাসি ঠাট্টা বা ভুতের গল্প কই?

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:২৬

তাশমিন নূর বলেছেন: বেশ কিছু লেখা জমে আছে। কিন্তু লেখার সময় পাওয়া যাচ্ছে না। সময় যদিও বা পাই, সেই পুরনো অসুখ আলস্য এসে ভর করে। শেষ পর্যন্ত আলস্য ঝেড়ে যখন লিখতে বসি, তখন যা লিখব বলে ঠিক করেছিলাম তা-ই যাই ভুলে। সব মিলিয়ে অবস্থা ভারী নাজুক। তাই আমিও কিছুটা লাজুক। :)


ধীরে ধীরে ভিন্ন স্বাদের লেখাও পাবেন আশা করি। আর আপনার আগ্রহের জন্য অজস্র ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:১০

জাফরুল মবীন বলেছেন: চমৎকার অনুকাব্যদ্বয়!

ভালো লাগল বেশ। :)

ধন্যবাদ মিষ্টি অনুকাব্য দুটি উপহার দেওয়ার জন্য।

ভালো থাকবেন।

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:২৮

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় মবীন ভাইয়া।


আপনার মন্তব্য সব সময়ই অনুপ্রেরণাদায়ক। ভালো থাকবেন অহর্নিশি।

৭| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: খুব কিউট অনু কাব্য :)

১৩ ই মার্চ, ২০১৫ রাত ১:৫৪

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ, মনিরা।

কিউট থাকবেন অনুকাব্যের মতোই। :)

৮| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:১৬

নাজমুল অাহসান বলেছেন: প্রথম ৩ টি প‌্যারায় কিব অনন্য । কিবতার প্রবাহ চমৎকার ।
প্রথম ৩টি প‌্যরায় একিট কিবতা চমৎকার কিবআর পির সমাপ্তি হেত পারেতা ।
৪র্থ প‌্যারাতে অন্ত্যিমল রাখতে গিয়ে কবিতার ভাব ক্ষুণ্ন হেয়েছ ।

৫ম প‌্যারাটি সুন্দর হয়েছে বেট-তবে পূর্বের প‌্যারা থেকে বিচ্ছিন্ন কোন সত্তা হচ্ছে এটি কে । ধন্যবাদ কবি ।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৮

তাশমিন নূর বলেছেন: আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। এগুলো আলাদা আলাদা পদ্য। কোনটার সাথে কোনটার কোহেরেন্স খু৺জতে যাওয়া উচিত হবে না। সেটা রাখার চেষ্টাও করি নাই। ভাল থাকবেন।

৯| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: প্রথম এবং পঞ্চম এই দুটো বেশী ভালো লাগলো। ভাবার্থেও এদের মধ্যে যথেষ্ট মিল আছে, সাথে কিছুটা গভীরতা। বাকী তিনটিও মন্দ হয়নি। এর মধ্যে চতুর্থটা ভাবের কিছুটা ভিন্নতা দিয়েছে অন্যভাবে প্রকাশের কারণে। সব মিলিয়ে অণুকাব্যের প্যাকেজ ভালো লাগলো তাশমিন নূর। শুভ কামনা নিরন্তর।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫২

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। আপনার মন্তব্য সবসময়ই অনুপ্রেরণাদায়ক। অনেক ভাল থাকবেন।

১০| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৭

সুমন কর বলেছেন: ১ম এবং শেষটি ভাল লাগল।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৭

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার।++++

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:০৭

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে। শেষটা অসাধারণ লাগলো।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৩

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ রাজপুত্র। ভাল থাকুন অহর্নিশি।

১৩| ১৪ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৫

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৪

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

১৪| ১৪ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: সবগুলোই সুন্দর!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৬

তাশমিন নূর বলেছেন: ধন্যবাদ ফ্লাইং ডাচম্যান। ভাল থাকবেন।

১৫| ১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৭

শায়মা বলেছেন: সুন্দর সুন্দর সুন্দর!!!!!!!!!!!!!!!!!!


খু উ ব সুন্দর আপুনি!!!!!!!!!

১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:১৮

তাশমিন নূর বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি। ভাল থাকা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.