নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

স্পেনের কালাত আলহাম্বরা প্রাসাদের ইতিহাস

০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:০২


আলহাম্বরা যার পূর্ণ নাম ছিল কালাত আলহাম্বরা আরবি অনুবাদ লাল কেল্লা এটি একটি প্রাসাদ এবং যৌগিক দুর্গ যা স্পেনের আন্দালুসিয়ার গ্রানাডাতে অবস্থিত। এটি ১৩শত শতাব্দীর মধ্যবর্তী সময়ে আন্দালুসের গ্রানাডা আমিরাতের মরিশ শাসকরা নির্মাণ করেন যা গ্রানাডার শহরের দক্ষিণ পূর্ব সীমান্তের আসসাবিকা পাহাড়ের উপরে অবস্থিত। আলহাম্বরা প্রাসাদটি নাসরি রাজবংশের শাসনকালে তৈরি করা হয়েছিল যা তার বাসস্থান এবং রাজসভার হিসেবে ব্যবহার করা হতো। সে যুগের অন্যান্য মুসলমানদের কাজগুলোর এটি একটি বাস্তব আকর্ষণ ছিল যা শুধুমাত্র তার অভ্যন্তর আন্দালুসিয়ার চিত্রশিল্পের মধ্যেই খুঁজে পাওয়া যায় না স্থানীয়করণ এবং অভিযোজন মধ্যেও একটি নতুন দৃশ্য তৈরি করে যা সম্পূর্ণরূপে তার প্রকৃতিতে বিদ্যমান।
১২৩৮ সালে মুহাম্মদ ইবনে নাসর যিনি নাজার নামেও অনেকের কাছে পরিচিত তিনি গ্রানাডা দখলের জন্য এলভিয়ার দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেন এবং তিনি এর নাম দেন আল-হামার লাল,আর এর কারণ হিসেবে জানা যায়,তার দাড়ির রং লাল ছিল। তিনিই হলেন নাসরি রাজবংশের প্রতিষ্ঠাতা। মুহাম্মদ ইবন নাছর বিজয়ী হয়ে গ্রানাডাতে যখন প্রবেশ করেন তখন সেখানকার লোকেরা তাকে স্বাগতম জানায় "ঈশরের করুণায় বিজয়ীকে স্বাগতম মারহাবান লি-ল-নাসির" বলে, জবাবে তিনি উত্তর দেন,অন্য কেউ বিজয়ী না, যদি না আল্লাহ চান"ওয়া লা গালিব ইল্লা আল্লাহ। এটি ছিল নাসরি রাজবংশের নীতিবাক্য এবং একে তিনি সম্পূর্ণ আলহাম্বরাতে লিখেন।

আলহাম্বরা নামের উৎপত্তি অনেক তত্ত্ব রয়েছে যেমন কিছু লেখক আছেন যারা সমর্থন করেন যে প্রথমিক অবস্থায় এটি সাদা রং ছিল। এর নাম লাল হয় কারণ যখন এটি নির্মাণ করা হচ্ছিল তখন রাতেও কাজ করা হয়েছে আর রাতে আগুনের আলোতে দূর থেকে এটিকে লাল মনে হত। আরো কিছু লেখক আছেন যারা সমর্থন করেন যে আলহাম্বরা নামটি হচ্ছে তার স্থাপতি আবু-আল-আহমার এর স্ত্রী বাচক নাম আরবি ভাষায় যার অর্থ লাল।

আলহাম্বরা নির্মাণের নকশা জন্য কোন মহাপরিকল্পনা ছিল না তাই এটির পূর্ণাঙ্গ গঠনপ্রণালী সমকোণীয় বা সুবিন্যস্ত নয়। স্থানটি বিভিন্ন পর্যায়ের নির্মাণ ৯ম শতাব্দীর প্রাথমিক থেকে ১৪শ শতাব্দীর মুসলমাদের দুর্গসমূহে ১৬শ শতাব্দীতে চার্লস V এর প্রাসাদে পরিবর্তিত হয় যার ফলে কিছু ভবনসমূহ খারাপ অবস্থাতে পরিণত হয়েছে।যে সোপান বা মালভূমিতে আলহাম্বরা অবস্থিত তার দৈর্ঘ্য ৭৪০ মিটার বা ২,৪৩০ ফুট এবং এর সর্বাধিক প্রস্থ ২০৫ মিটার বা ৬৭০ ফুট। এটি পশ্চিমে উত্তরপশ্চিম থেকে পূর্ব দক্ষিণপূর্ব প্রসারিত এবং প্রায় ১৪২.০০০ বর্গ মিটার ১,৫৩০,০০০ বর্গ ফুট এলাকা জুড়ে অবস্থিত। আলহাম্বরা পশ্চিমা বৈশিষ্ট্য সম্পূর্ণ আলকাযাবা দুর্গ যা দৃঢভাবে সুরক্ষিত অবস্থান রয়েছে। বাকি মালভূমি কিছু সংখ্যাক মরিশ প্রাসাদ এবং তেরটি মিনার যা একটি সুরক্ষিত প্রাচীর দ্বারা ঘেরা কিছু আত্মরক্ষামূলক ব্যবস্থা এবং সেখানকার বাসিন্দাদের জন্য কিছু দৃশ্য দিয়ে গঠিত। দারো নদী উত্তরে একটি গিরিখাত অতিক্রম করে এবং গ্রানাডার আলবাইচিন জেলা থেকে মালভূমিতে বিভক্ত হয়।

১৯৮৪ সালে ২রা নভেম্বর ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আলহাম্বরাকে এবং গ্রানাডার জেনেরালাইফকে মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করেন। ২০১১ সালের আগস্ট মাস পর্যন্ত ৪০ মিলিয়নেরও বেশি পর্যটক এটিকে পরিদর্শন করেছে।

তথ্যসূত্র: https://it.wikipedia.org/wiki/Alhambra
বাংলা পিডিয়া
এবং ছবি গুগল সাইট ।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


সুন্দর প্রাসাদ। সেই রাজ বংশের লোকজন এখন কোথায় আছেন, জানলে ভালো হতো!

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৫

ঠ্যঠা মফিজ বলেছেন: যেখানে থাকার কথা সেখানেই আছে ।

২| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬

মামুন ইসলাম বলেছেন: চমৎকার জানা হলো।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৫

জুন বলেছেন: আলহামরা প্রাসাদ সম্পর্কে অনেক আগেই জেনেছি কি করে স্পেনে মুসলিমদের গোড়া পত্তন হলো কি করে পতন হলো তার বিস্তারিত ইতিহাস। আবার এতদিন পর আপনার পোষ্টে স্বপ্নের আলহামরাকে দেখে সেখানে যাবার বহুদিনের ইচ্ছেটা উকি দিয়ে গেল ঠাঠা মফিজ। শেষের ছবিটিতে যে অপুর্ব নকশার জাফরি কাটা জানালাটি ফ্রেঞ্চ উইন্ডোর মতই।
অনেক ভালোলাগা রইলো ।
+

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ জুন আপু ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! কত সুন্দর পোস্ট । আপনি পারেনও বতে ওস্তাদ । :)

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ হাসু ভাই ।

৫| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৭

ব্লগ মাস্টার বলেছেন: ইতিহাস যত পড়ি ততই পড়তে মন চায় ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ মাস্টার ভাই ।

৬| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমাদের অনুসন্ধান অনুযায়ী আপনি তথ্যগুলো মুলত উইকিপিডিয়া থেকে প্রায় হুবহু তুলে ধরেছেন। এই ধরনের পোস্টের ক্ষেত্রে আপনি আমাদের নীতিমালা সম্পর্কে নিশ্চয় অবহিত আছেন। তাই আমরা আশা করব, আপনি যথাযথ রেফারেন্স ব্যবহার করবেন।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ,দিয়েছি ।
পোস্ট দেয়ার সময় রেফারেন্সের কথা মনে ছিলনা যখন মনে হলো তখন আবার বিদুৎ ছিলনা । একেই বলে কপাল ।
যাইহোক দিয়ে দিছি ।
আচ্ছা এসব পোস্টের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে শুধু এরকম তথ্যসূত্রঃ ইন্টারনেট দিলে চলবে নাকি
পুরো লিং দিতে হবে ।

৭| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

ব্লগ সার্চম্যান বলেছেন: পোস্টের জন্য ধন্যবাদ মফিজ ভাই ।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: তথ্যসুত্র ইন্টারনেট বলে কিছু বুঝায় না। আপনি যদি অনুবাদ করেন বা কিছু তথ্য কোন সাইট থেকে নিয়ে বাকিটা নিজের মত করেও যদি লিখেন, সেই ক্ষেত্রে আপনাকে পুরো রেফারেন্সটি উল্লেখ্য করতে হবে। আপনাকে লিখে দিতে হবে, অমুক সাইট থেকে অমুকের লেখা ফিচার বা বই বা প্রতিবেদন অবলম্বনে।

০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাইয়া কষ্ট করে বিষয়টি পরিপূর্ণ ভাবে বুঝিয়ে দেয়ার জন্য ।

৯| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ২:১২

মিন্টু ভাই বলেছেন: আরো ভালো ভালো লেখা দিন আমরা পড়বো ।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই মিন্টু । বেশ কিছুদিন পরে আবার আপনার দেখা পেলাম ।

১০| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সনেট কবি বলেছেন: সুন্দর পোস্ট ।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই সনেট কবি ।

১১| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৮

লেখা পাগলা বলেছেন: আমার লেখা প্রথম পাতায় যায়না।

০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই লেখা পাগলা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.