নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

ঐতিহ্যবাহী ঘড়ি বিগ বেনের ইতিহাস

১৫ ই আগস্ট, ২০১৭ ভোর ৬:৪০


ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘন্টার ডাক যা সময়ে সময়ে ঢং ঢং শব্দে বেজে উঠে,আর তার নাম বিগ বেন ।আনুষ্ঠানিকভাবে টাওয়ারটি নাম রাখা হয়েছিল ক্লক টাওয়ার বা প্যালেস অব ওয়েস্টমিনস্টার ।তবে লন্ডনের নাগরিকদের অধিকাংশই শখ করে টাওয়ারটিকে বিগ বেন নামে ডেকে থাকেন। কেননা ঘন্টাটি অনেক বড় আকৃতির। সর্বসাকুল্যে এর ওজন প্রায় ১৩ টন। ১৮৫৬ সালে প্রথম ঘন্টাটি বিনষ্ট করা হয়েছিল ভুল হিসাব প্রদানের জন্যে। তাই বর্তমান বিগ বেন ঘন্টাটি দ্বিতীয় বারের মতো প্রতিস্থাপন করা হয়েছিল।

বিগ বেন লন্ডনের অতি পরিচিত এবং জনপ্রিয় স্থাপনাবিশেষ। তবে বিগ বেন নামকরণের উৎপত্তি নিয়ে খানিকটা বিতর্কও রয়েছে। ডাক নাম হিসেবে প্রথমে এটি গ্রেট বেল হিসেবে পরিচিত ছিল। কেউ কেউ বিশ্বাস করেন যে এই নামটির উৎপত্তি ঘটেছে স্যার বেঞ্জামিন হলের নামানুসারে। কেননা তিনি গ্রেট বেলের নির্মাণ কার্য তদারক করেছিলেন। আবার ইংরেজ মুষ্টিযোদ্ধা এবং হেভিওয়েট চ্যাম্পিয়ন বেঞ্জামিন কন্টের নামানুসারে বিগ বেন হয়েছে বলেও ধারনা করা হয়।বর্তমানে বিগ বেন প্রায়শই ঘড়ি টাওয়ার এবং ঘন্টা সবগুলোকে একত্রে চিহ্নিতকরণে ব্যবহৃত হচ্ছে। তবে ডাক নাম হিসেবে বিগ বেন শুধুমাত্র ঘড়ি এবং টাওয়ার হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত নয়।কিছুসংখ্যক লেখক বিগ বেন শব্দের ব্যবহারজনিত কারণে টাওয়ার, ঘড়ি এবং ঘন্টা নিয়ে অনুসন্ধান কার্য পরিচালনা করেন। সেখানে তারা দেখতে পান যে বিগ বেন শিরোনামের বইটির মূল বিষয়বস্তু হচ্ছে ঘন্টার পাশাপাশি ঘড়ি এবং টাওয়ারও রয়েছে।এটি বিশ্বের সর্ববৃহৎ শব্দ প্রদানকারী চতুর্মূখী ঘড়ি। শুধুমাত্র ঘড়িটির ওজনই ৫.০৮ টন। ঘড়িটির সম্মুখাংশের সংখ্যাগুলো ২ ফুট (৬১০ মিলিমিটার) এবং মিনিটের কাটাটি ১ ফুট (৩০৫ মিলিমিটার) লম্বা। ঘন্টাটি নির্মাণে ১৩ বৎসর সময়কাল ব্যয়িত হয়েছে। এর নির্মাণ কার্য ১৮৫৯ সালে সমাপ্ত হয়। টাওয়ারটি গড়পড়তা ১৬ তলার সমমানের উচ্চতাবিশিষ্ট।
সূত্র: http://www.bbc.com/news/uk-politics-36138203

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আপনি ও আরো ২/৩ জন নুহ (আ: )'এর প্লাবনের উপর পোস্ট দেয়ার পর বাংলাদেশে বন্যা শুরু হয়েছে; আপনার পোস্ট এই জন্য দায়ী হতে পারে?

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৮

ঠ্যঠা মফিজ বলেছেন: আমি কি স্বপ্নে দেখছি আমাদের চাঁদগাজী ভাই এত সুন্দর মন্তব্য করতে তা আগে আমার জানা ছিল না। সত্যি চাঁদগাজী
ভাই আজ আমার মনটা অনেক খারাপ ছিল কিন্ত আপনার মন্তব্য দেখে আমার মনটা ভালো হয়ে গেল ।
আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
যাই হোক আপনার এই মন্তব্য অনুযায়ী বাংলাদেশের ২০১৭ বন্যার জন্য ঠ্যাঠা মফিজের পোস্ট দায়ী এরকম শিরোনামে
একটি ফান কোয়ালিতি পোস্ট লেখমু কালকে কেমন হবে জানাবেন কিন্ত চাদগাজী ভাই।

২| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৩

ফেল কড়ি মাখ তেল বলেছেন: গাজি সাহেব দেখি পানি পড়া, তাবিজ কবজ ও বিলিফ করেন দেখছি??

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই।

৩| ১৫ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অনেক ছবি (picture) দেখেছি এই ঘড়ি সমেত টাওয়ারের। শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ ভাই শাহাদাৎ হোসেন।

৪| ১৫ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫০

ব্লগ সার্চম্যান বলেছেন: বিগ বেন সম্পর্কে জানা হল ।আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য ।

১৬ ই আগস্ট, ২০১৭ রাত ২:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ব্লগ সার্চম্যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.