নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

ইতিহাস বলছে আরকান রাজ্য মনে হয় বাংলাদেশের একটি অংশ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২৭


মরোক ইউ, মরহুং নামেও অনেকের কাছে পরিচিত, এটি আরাকান রাজ্যের উত্তরের অংশে অবস্থিত বার্মার একটি শহর।
এটির উত্তর এবং দক্ষিণ পাশে পাহাড় দ্বারা পরিবেষ্টিত । এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণ চাল উৎপাদন, হয়।

১৪৩৩১ খ্রিস্টাব্দে, রাজা মিন সাও মন মরক ইউকে আরাকানের শেষ ঐক্যবদ্ধ রাজ্যের রাজধানী বানিয়েছিলেন। শহরটির মাঝামাঝি পর্যন্ত ১,০২,০০০ বাসিন্দা পর্যন্ত গণনা করা হয়েছিল। এই শহরটির, পর্তুগাল, নেদারল্যান্ডস, এভা, পেগৌ, আরব, পারসিয়া এবং ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল। তখন রাজা মিন সাও মন,এখানে চাল, তুলো, রুবি, হাতি, ঘোড়া, ক্রীতদাস, হাতির দাঁত, কড়ি এবং মশলা আরো ইত্যাদি বিভিন্ন দেশের সাথে বানিজ্য বিনিময় করতেন।

সর্বাধিক সম্প্রসারণের সময়ে সম্ভবত বিটিশদের সময় ম্রাউক ইউ নিয়ন্ত্রন করতো বর্তমান বাংলাদেশের অর্ধেক, ঢাকা এবং চট্টগ্রাম, আরাকান বর্তমান অবস্থা এবং নিম্ন বার্মা পশ্চিমে সবকিছু সহ। সে সময় সেখানকার রাজারা আরাকানি, কুফিক অক্ষর এবং বাংলা ভাষায় মুদ্রা প্রকাশ করেছিল। আর সে সকল মুদ্রা তারাও ব্যবহার করতেন এবং আমাদের বাংলাদেশেও ব্যবহার করা হতো।

তখন অনেক মন্দির এবং স্তূপ নির্মাণ করা হয়, যা আজও বেঁচে আছে।

১৫৪৬সাল থেকে ১৫৪৭ সাল বার্মিজ রাজা তবিনশেভ্টি মুরাক ইউকে অশান্ত করে তুলেছিলেন। ১৭৮৪ সালে রাজার বিরুদ্ধে অভিযান পাঠানো হয় ।

এর পর ১৭৮৫সাল থেকে এ শহরটি প্রথম ইঙ্গ-বর্মি যুদ্ধ পর্যন্ত এটি বর্মি শাসনে রয়ে যায়।
তথ্যসূত্রঃ ১
তথ্যসূত্রঃ ২

মন্তব্য ২৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: তথ্য গুলো পড়ে জেনে ভালো লাগলো ভাই।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , বেশ তথ্যপুর্ণ পোষ্ট । তথ্যগুলি রেফারেন্স হিসাবে খুবই গুরুত্বপুর্ণ ।
শুভেচ্ছা রইল ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আলী ভাই।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তথ্যপূর্ণ পোস্ট। ভালো লেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ মশিউর ভাই।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৬

চাঁদগাজী বলেছেন:



"সর্বাধিক সম্প্রসারণের সময়ে সম্ভবত বিটিশদের সময় ম্রাউক ইউ নিয়ন্ত্রন করতো বর্তমান বাংলাদেশের অর্ধেক, ঢাকা এবং চট্টগ্রাম, আরাকান বর্তমান অবস্থা এবং নিম্ন বার্মা পশ্চিমে সবকিছু সহ। সে সময় সেখানকার রাজারা আরাকানি, কুফিক অক্ষর এবং বাংলা ভাষায় মুদ্রা প্রকাশ করেছিল। আর সে সকল মুদ্রা তারাও ব্যবহার করতেন এবং আমাদের বাংলাদেশেও ব্যবহার করা হতো। "

-এটা পড়ে মনে হচ্ছে, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম আরাকানের অধীনে ছিল; অর্থাৎ, আমরা আরাকানের অংশ, তারা আমাদের থেকে এই এলাকাগুলো দাবী করতে পারে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখছিলাম আপনি কদিন যাবৎ অসুস্থ তাই নতুন কোন পোস্ট লিখতে পারছেন না । তো এখনকি ভাই
শরীরটা একটু সুস্থ সুস্থ মনে হয়।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:১১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বেশ তথ্য সমৃদ্ধ পোস্ট।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ দেশ প্রেমিক ভাই।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লাগলো ইতিহাস জেনে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৬

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার ভাই।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:


আপনি সিরিয়াসলী ফান পোস্ট লিখেছেন!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: রাতে ঘুমের ঘরে স্বপ্নে দেখছিলাম আপনি কদিন যাবৎ অসুস্থ তাই নতুন কোন পোস্ট লিখতে পারছেন না । তো এখনকি ভাই
শরীরটা একটু সুস্থ সুস্থ মনে হয়।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

ভুয়া মফিজ বলেছেন: ইতিহাস বলছে আরকান রাজ্য মনে হয় বাংলাদেশের একটি অংশ, আবারও হতে পারতো, জিন্নাহ্ শালার জন্য হয় নাই।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪০

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ :P

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

অনল চৌধুরী বলেছেন:
"সর্বাধিক সম্প্রসারণের সময়ে সম্ভবত বিটিশদের সময় ম্রাউক ইউ নিয়ন্ত্রন করতো বর্তমান বাংলাদেশের অর্ধেক, ঢাকা এবং চট্টগ্রাম, আরাকান বর্তমান অবস্থা এবং নিম্ন বার্মা পশ্চিমে সবকিছু সহ। সে সময় সেখানকার রাজারা আরাকানি, কুফিক অক্ষর এবং বাংলা ভাষায় মুদ্রা প্রকাশ করেছিল। আর সে সকল মুদ্রা তারাও ব্যবহার করতেন এবং আমাদের বাংলাদেশেও ব্যবহার করা হতো। "

-এটা পড়ে মনে হচ্ছে, বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম আরাকানের অধীনে ছিল; অর্থাৎ, আমরা আরাকানের অংশ, তারা আমাদের থেকে এই এলাকাগুলো দাবী করতে পারে!
- চট্টগ্রাম নিয়ে মধ্যযুগে অারাকান অার ত্রিপুরার রাজার সাথে বাংলার সুলতানদের নিয়মিত যুদ্ধ হতো।তিন দেশের দখলেই ছিল চট্রগ্রাম।
অাসাম অার উড়িষ্যা আর বিহারও বাংলার সুলতান অার নবাবদের দখলে ছিল।এজন্য কি বাংলাদেশ ওগুলির মালিকানা দাবী করতে পারবে?

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: ক্ষমতা থাকলে দাবী না শুধু আদায় করে ছাড়তাম আমরা।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮

অনল চৌধুরী বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: ইতিহাস বলছে আরকান রাজ্য মনে হয় বাংলাদেশের একটি অংশ, আবারও হতে পারতো, জিন্নাহ্ শালার জন্য হয় নাই-শুধু আরাকান না,কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গও নিয়ে বিশাল বাংলা গঠনের উদ্যোগ নিয়েছিলেন সোহরাওয়ার্দী অার শরৎ বসু।গান্ধীও এতে রাজী ছিল।নেহেরু আর জিন্নাহর জন্য হয়নি।

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৪

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৩

অনল চৌধুরী বলেছেন: আপনি সিরিয়াসলী ফান পোস্ট লিখেছেন-ইতিহাস না পড়ে মন্তব্য করছেন কেন?

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৯

আবু তালেব শেখ বলেছেন: শিরোনামের সাথে লেখার মিল পাচ্ছিনা

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:০৫

মমিতা বলেছেন: লেখা যাইহোক ছবিগুলো সুন্দর :-P

১৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ইতিহাস সব সময় সত্য কথাই কয় কিন্ত ঠ্যঠা মফিজ ভাই ।:)

১৬| ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৫

ব্লগ সার্চম্যান বলেছেন: লেখা এবং ছবি সব মিলিয়ে এককথায় অসাধারন হয়েছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.