নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

বিয়ের উপহার হিসেবে সিরহিন্দ শহর পেয়েছিলেন তিমুর শাহ দুররানি

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৮


তিমুর শাহ দুররানি ছিলেন দুররানি সাম্রাজ্যের দ্বিতীয় শাসক। ১৭৭২ সালের ১৬ই অক্টোবর থেকে ১৭৯৩ সাল মৃত্যুর আগ পর্যন্ত তিনি সেখানের শাসক ছিলেন।তিনি ছিলেন আহমদ শাহ দুররানির জ্যেষ্ঠ পুত্র।

তিমুর শাহ ১৭৪৮ সালে মাশহাদে জন্মগ্রহণ করেছেন। তিনি মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীরের কন্যাকে বিয়ে করেছিলেন ফলে ক্ষমতায় তার দ্রুত উত্থান হয়। বিয়ের উপহার হিসেবে তিনি সিরহিন্দ শহরটি পেয়েছিলেন। পরে তাকে পাঞ্জাব, কাশ্মির এবং সিরহিন্দের গভর্নর হন। তিনি তার অভিভাবক উজির ও সেনাপতি জাহান খানের তত্ত্বাবধানে লাহোর থেকে শাসন পরিচালনা করেছেন। ১৭৫৭ এর মে থেকে ১৭৫৮ এর এপ্রিল পর্যন্ত এই অঞ্চলগুলো তার অধীনে ছিল। তিনি গোহালওয়ারের যুদ্ধে শিখদের কাছে পরাজিত হয়েছিলেন।শিখরা জুলুন্দুর দোয়াবের গভর্নর আদিনা বেগ খানের সহায়তা পেয়েছিল। তাছাড়া মারাঠা পেশোয়া রঘুনাথ রাও তাদের সহায়তা করেছিল। ফলে তিমুর শাহ এবং জাহান খান পাঞ্জাব থেকে বিতাড়িত হয়েছিল।

তিমুর শাহ তার রাজধানী কান্দাহার থেকে কাবুলে স্থানান্তর করেছিলেন। পাশাপাশি ১৭৭৬ সালে পেশাওয়ারকে শীতকালীন রাজধানী করা হয়।তিমুর শাহ দুররানি ১৭৯৩ সালে মারা যান। তারপর তার পঞ্চম পুত্র জামান শাহ দুররানি শাসক হন। কাবুলে তাকে দাফন করা হয়েছে। সেখানে তার সমাধি মাকবারা-ই-তিমুর শাহ অবস্থিত।

সূত্রঃ
https://www.britannica.com/eb/topic-596410/Timur-Shah


মন্তব্য ২০ টি রেটিং +৮/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: সুন্দর হতিহাস।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:০১

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৪

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার লেখা ভালো লাগলো।

১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা মন্তব্যে অনুপেরিত করায়।

৩| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৪

লেখা পাগলা বলেছেন: ভালো ইতিহাস।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ লেখা পাগলা ভাই ।

৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:২৭

নাইম রাজ বলেছেন: অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্টের কল্যানে ধন্যবাদ আপনাকে।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ নাইম ভাই ।

৫| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৩

মামুন ইসলাম বলেছেন: চমৎকার ইতিহাস

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: গঠন মূলক মন্তব্যের জন্য ধন্যবাদ মামুন ভাই ।

৬| ১০ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৮

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর ইতিহাস ভালো লাগল।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ব্লগ সার্চম্যান ভাই ।

৭| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০৯

blogermassud বলেছেন: সুন্দর ইতিহাসটা শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৮| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪২

রহিম চাচা বলেছেন: বাহবা

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ।

৯| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো ।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ হাসু ভাই।

১০| ১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২১

সামিয়া বলেছেন: ভালো লাগলো তবে ইতিহাস হিসেবে পোস্টটি একটু সংক্ষিপ্ত।

১১ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:১৭

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.