নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

ইসলামের ইতিহাস নির্ভর যোগ্য যে কয়েকটি মুভি আপনি দেখতে পারেন।

১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৫৫


মুহাম্মদ, মেসেঞ্জার অফ গড অথবা আর- রিসালাহ; আর ইংরেজীতে দ্য মেসেজ, এটি ইসলামের সর্বশেষ নবী মোহাম্মদ (সাঃ) এর জীবন বৃত্তান্ত সংবলিত ১৯৭৬ সালের মুক্তিপ্রাপ্ত ইংরেজী ভাষার একটি চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন মোস্তফা আক্কাদ আর চিত্রনাট্য করেছেন এইচ এ এল ক্রেইজ। প্রযোজনাও করেছেন মোস্তফা আক্কাদ ।ছবিতে অভিনয় করেছেন অ্যান্থনি কুইন, আইরিন পাপেস, মাইকেল অ্যানসারা আরো অনেকে। আরবী এবং ইংরেজী উভয় ভাষাতেই মুক্তি পেয়েছে মূভিটি। দি মেসেজ চলচ্চিত্রটিতে মূলত ইসলামের প্রাথমিক সময়ের কাহিনী উঠে এসেছে।
১। দা ম্যাসেজ –The Message



চিলড্রেন অব হেভেন এটি ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ইরানী একটি চলচ্চিত্র। ছবিটি চিত্রণাট্য এবং পরিচালনা করেছেন মাজিদ মাজিদি। ছবিটি তৈরী করা হয়েছে ইরানের একটি পরিবারের ছোট দুই ভাই বোনের জুতা হারানোর কাহিনি এবং তাদের জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ধরনের দু:সাহসিকতা, হাসি এবং কান্নার মধ্য দিয়ে। ছবিটি ১৯৯৮ সালে বিদেশী ভাষার ছবি হিসেবে অস্কার পুরুস্কারের জন্য মনোনীত হয়
২। চিলড্রেন অফ হেভেন – Children of Heaven
https://www.youtube.com/watch?v=LtTssf8oVlE&t=724s


দ্য কালার অব প্যারাডাইজ এটি ১৯৯৯ সালের ইরানী চলচ্চিত্র ছবিটি পরিচালনা করেছেন মাজিদ মাজিদী, ছবিতে অভিনয় করেছেন হুসেইন মাহজুব, মোহসেন রামেজানী, সালামেহ ফেয়জী, ফারাহনায সাফারী ।
৩। দা কালার অফ প্যারাডায়েজ – The Color of Paradise

৪। মুহাম্মাদ – দা মাসেঞ্জার অফ গড -Muhammad: The Messenger of God


৫। লায়ন অফ ডেজার্ট – Lion of Desert

৬। দ্য কিংডম অব সুলাইমান -The Kingdom of Sulaiman




ফেতিহ ১৪৫৩ হল একটি বীরত্বগাঁথাসূচক ঐতিহাসিক ঘটনাভিত্তিক একশনধর্মী তুর্কী চলচ্চিত্র যা ২০১২ সালের ১৬ই ফেব্রুয়ারি মুক্তি পায়। এর পটভুমি এবং কাহিনী পঞ্চদশ শতাব্দীর উসমানীয় সম্রাট দ্বিতীয় মুহাম্মদের মুহাম্মদ বিন ফাতিহ রাজত্বকালে উসমানীয়দের দ্বারা কন্সটান্টিনোপল ও পরবর্তীতে ইস্তানবুল বিজয়ের ঘটনাসমুহের উপর ভিত্তি করে করা হয়েছে। এতে সম্রাট দ্বিতীয় মুহাম্মদের চরিত্রে অভিনয় করেন খ্যাতিমান তুর্কী অভিনেতা দাভরিম এভিন।বর্তমানে এটি তুর্কী ভাষার সবচেয়ে আলোচিত চলচ্চিত্র।
৭। সুলতান মোহাম্মদ আল ফাতিহ/ ফেতিহ ১৪৫৩-Fetih 1453

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৬

মানুষ জিহাদ হাসান বলেছেন: এই মুভিগুলো কি নির্ভর যোগ্য সত্য ইতিহাস এর উপর?

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: মুভিগুলো দেখে দেখুন কিছু জ্ঞান আহরণ করা যায় কিনা।

২| ১৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৫৬

মেমননীয় বলেছেন: লিক্ন না দিলে কিভাবে নামাবো আর দেখবো?

বহুত পাপের কাজ করলেন!
যা করা উচিৎ না!

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ইউটিউব থেকে নামান।

৩| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

এভো বলেছেন: ঠিক আছে সময় পেলেই দেখবো ।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক আছে দেখে জানান দিয়েন কি বুঝলেন।

৪| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১৯

লেখা পাগলা বলেছেন: ভালো পোস্ট তবে কিছু ব্লগার আছে যারা অনেকেই পোস্টটা নিয়ে ক্যাচাল করতে পারে আপনাকে সাবধানতা অবল্মবন করতে হবে।

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।

৫| ১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সত্যিই কি তাই?





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দেখমুনি।

৭| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:১৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কিছু ব্লগার ক্যাচাল করলে লেখককে সাবধানতা? এইডা আবার কি পরামর্শ?
এখানে লেখকের কি করার আছে?

৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:৩৩

তারেক ফাহিম বলেছেন: মুভিগুলো কিছু অংশ প্রায় দেখছি।

কিন্তু ইতিহাসের সাথে কতটুকু যথার্থ ‍বুঝতে পারিনি।

৯| ১৮ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৩৯

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

১০| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:০০

আবদুল মমিন বলেছেন:


The Messag এই মুভি টা আমি দেখেছি কয়েক বার এবং খুত ধরার চেষ্টা করেছি কিন্তু পাইনি ।
চিলড্রেন অফ হেভেন এই মুভির অনুকরনে হুবহু ইন্ডিয়ান একটা মুভি আছে তাও এই জুতা কাহিনি বোম বোম বোলও

১১| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৬

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো করেছেন অবসরে দেখা যাবে পোস্টটার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.