নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

ঢাকার অনেক পুরানো কিছু মসজিদ ও তাদের সংক্ষিপ্ত পরিচিত এবং ইতিহাস (পর্ব ১)

১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫


করতলব খান মসজিদ
করতলব খান মসজিদ এটি ঢাকার একটি প্রাচীন মসজিদ ও স্থাপনা।এই মসজিদটি১৭০১ সাল থেকে ১৭০৪ সালের মধ্যে নির্মাণ করা হয় এবং মসজিদটি দেওয়ান মুর্শিদ কুলি খানের নামে এর নাম করণ করা হয়, তিনি কর্তালাব খান নামে পরিচিত ছিলেন। তবে এখানের স্থানীয়রা মসজিদটিকে বেগমবাজার মসজিদ নামে চেনে।এই মসজিদটি পুরান ঢাকার বেগমবাজারে অবস্থিত। পাঁচ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি উঁচু ভিত্তির উপর নির্মাণ করা হয়েছে।

কাকরাইল মসজিদ
কাকরাইল মসজিদটি ঢাকার কাকরাইল এলাকায় রমনা পার্কের পাশে অবস্থিত একটি মসজিদ। এটিই হল বাংলাদেশে তাবলীগ জামাতের মারকায বা প্রধান কেন্দ্র। ১৯৫২ সালে এই মসজিদটি তাবলীগ জামাতের মারকায হিসেবে নির্ধারিত হয়। মসজিদটির আদি নাম ছিল মালওয়ালি মসজিদ।তবে কাকরাইল মসজিদ সর্বপ্রথম কবে এবং কার দ্বারা নির্মিত হয়েছে তা নিয়ে মতভেদ আছে। কাকরাইল মসজিদের জৈষ্ঠ ব্যক্তিবর্গদের থেকে জানা যায় যে, নবাব পরিবারের যে কোন একজন সম্মানিত ব্যক্তি মসজিদটি প্রতিষ্ঠা করেন। অনেকের ধারণা ৩০০ বছর আগে এ মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটি নবাবদের অন্যান্য স্থাপনার সাদৃশ্যেই নির্মিত ছিল। শুরুতে মসজিদটি স্বল্প পরিসরে ছিল। সামনে ছোট্ট একটি পুকুর ছিল। আবার কেউ কেউ বলেন, চল্লিশের দশকে রমনা পার্কের মালিগণ টিন দিয়ে ছোট একটি মসজিদ নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ১৯৬০এর দশকে তাবলীগ জামাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ইঞ্জিনিয়ার মরহুম হাজী আব্দুল মুকিতের তত্ত্বাবধানে তিন তলা মসজিদটি পুনঃনির্মাণ করেন।

কাস্বাবটুলি জামে মসজিদ
কাস্বাবটুলি জামে মসজিদ পুরান ঢাকার কসাইটুলির পিকে ঘোষ রোডে অবস্থিত শতবর্ষী একটি মসজিদ। স্থানীয়ভাবে এটি চিনির টুকরা মসজিদ নামে পরিচিত।মূলত মসজিদের গায়ে চিনামাটির সাদা টুকরাগুলো দেখতে চিনির দানার মতো হওয়ায় স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে এই নামে ডাকেন।মসজিদটি ১৯০৭ সালে নির্মিত হয়। আবদুল বারি নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন। ১৯৭৯ সালে কারুকার্যে কোন পরিবর্তন না করে মসজিদ সংস্কার করা হয়। পরে মসজিদটির ধারণক্ষমতা বাড়াতে এর পূর্ব এবং উত্তর দিকের সম্প্রসারণ করা হয়। মূল মসজিদটি একতলা হলেও বর্ধিত অংশটি তিনতলা। বর্তমানে এটি প্রায় পাঁচ কাঠা জায়গার উপরে অবস্থিত।

মূল মসজিদটির ভবনে সমতল কোন ছাদ নেই। ছাদবিহীন মসজিদের প্রতিটি পিলারের মাথায় রয়েছে গম্বুজ।মূল অংশের ছাদে রয়েছে তিনটি গম্বুজ। তিনটি গম্বুজের মাঝের গম্বুজটি বড় আর দুপাশের দুটির আকার মাঝারি। তাছাড়াও চার কোণায় রয়েছে চারটি বুরুজ, চারটির কারুকাজ একই ধরনের। গম্বুজ এবং বুরুজগুলোর মাথায় পদ্মফুলের নকশা করা তির রয়েছে। ছাদের চারদিক ঘিরে আছে অনেকগুলো টারেট।তাছাড়াও ছয়টি ছোট এবং দুটি জোড়া পিলারের দুটি গম্বুজ রয়েছে। গম্বুজগুলোর উচ্চতা প্রয় ৫ থেকে ১২ ফুট।মসজিদটির মূল বৈশিষ্ট্য হল এতে করা চিনিটিকরির কারুকাজ। মূল ভবনের ভেতরে ও বাইরের দেয়ালসহ সম্পূর্ণ জায়গায় চিনিটিকরি পদ্ধতির মোজাইক দিয়ে নকশা করা হয়েছে। চিনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাচ দিয়ে গোলাপ ঝাড়, আঙুরের থোকা, ফুলদানির ছবি মসজিদের দেওয়ালে খিলানে ফুটিয়ে তোলা হয়েছে।মসজিদের ভেতরের মিহরাব এবং মিহরাবের আশপাশের নকশাগুলি হচ্ছে সবচেয়ে রঙিন এবং জমকালো।

তথ্যসূত্র ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করা।

মন্তব্য ১৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার! ভালো লেগেছে।





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: আগের মতই প্রথম মন্তব্য । ভালো লাগল ধন্যবাদ ।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:


কর্তালাব খান কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি করেছিলেন? মনে হয় করেননি।
মসজিদের সংখ্যা মানুষের প্রয়োজনের চেয়ে সব সময় বেশী ছিল; স্কুল কলেজের কথা কারো মাথায় আসেনি; তাই মানুষকে এত কষ্টের জীবন যাপনা করতে হচ্ছে; স্কুল কলেজ নেই বলে বস্তির সৃস্টি হয়েছে মসজিদের শহর ঢাকাতে।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার জ্ঞান ভাণ্ডার থেকে তখন তাদের কিছু জ্ঞান দেয়া প্রয়োজন ছিল। ;)

৩| ১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

জাহিদ হাসান বলেছেন: মসজিদগুলো ভেঙ্গে যাতে কেউ পুনরায় নতুন মসজিদ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
আরও অনেক মসজিদ এভাবে হারিয়ে গেছে। আর মসজিদের আশে-পাশে ঘিন্জি বিল্ডিং সরিয়ে ফেলা উচিত।

১৯ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

ৈতয়ব খান বলেছেন: সুন্দর খুব সুন্দর

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: আরো সুন্দর আপনার মন্তব্য। ধন্যবাদ ভাই তৈয়ব খান।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১

কালীদাস বলেছেন: সিরিজটা ফলো করার ইচ্ছা থাকল। চমৎকার এফোর্ট :)
শিরোনামে প্রাচীনের চেয়ে "অনেক পুরানো" ফ্রেজটা বোধ করি বেশি মানানসই হবে; এই পোস্টের পার্সপেক্টিভে বললে।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ কালী দা আপনার সাজেসন মত কাজ করেছি। মাঝে মধ্যে লেখার বিষয় এরকম উপদেশ দিলে অনুপেরিত হোতাম দাদু :)

৬| ২০ শে অক্টোবর, ২০১৭ রাত ৩:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: খুব ভালো লাগল পরের পর্বের অপেক্ষায় থাকলাম ভাই।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৬

ঠ্যঠা মফিজ বলেছেন: নতুন আরেকটি দিয়েছি হাসু ভাই।

৭| ২০ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮

ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো একটা সিরিজ শুরু করেছেন।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।

৮| ২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৯

নতুন বিচারক বলেছেন: পরের পর্বও খুব শিগ্পরহই ড়তে চাই।

২২ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ বিচারক ভ্রাতা ।

৯| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৭

ব্লগ মাস্টার বলেছেন: ভালই লাগল জানা হল অনেক কিছু।

১০| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০

নাইম রাজ বলেছেন: ছবি ও লেখা সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.