নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

সালাউদ্দিনের রাজপ্রাসাদ এবং এর ইতিহাস

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:০৫



সালাউদ্দিনের রাজপ্রাসাদ,সিটাডেল অভ সালাদিন, সাহিয়ুন ইত্যাদি নামে পরিচিত। এটি হল সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মধ্যযুগী রাজপ্রাসাদ। এটা আল হাফফাহ এর প্রায় ৭ কিলোমিটার উত্তরে এবং লাটাকিয়া শহরের প্রায় ৩০ কিলোমিটার পূর্বে একটা উচু পাহাড়ে অবস্থিত। কমপক্ষে ১০ শতকের মধ্যভাগ থেকে সুরক্ষিত দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। বর্তমান এর চারপাশে ঘন জংগলে ঘেড়া।

লাটাকিয়া শহর থেকে উত্তর পূর্বে আল হাফফাহ শহরের কাছেই প্রাসাদটি অবস্থিত।আর শহরটির ঐতিহ্যবাহী নাম হল সাহয়ুন যা জায়নের আরবি সমার্থক শব্দ। ঐতিহাসিক হুঘ এন কেনেডি এর রাজনৈতিক সঠিক নামকরণ করেন ক্বালাত আল সালাদিন" অর্থাৎ সালাউদ্দিনের রাজপ্রাসাদ।বাইজান্টাইন সম্রাটগণ একে সাইগন এবং তাদের ফ্রাংকিশ উত্তরসূরিগণ একে সায়োন বলতো।


দশম শতকের মধ্যভাগে স্থানটি ব্যবহৃত হতো এবং এর প্রথম জানা বসবাসকারী আলেপ্পো ভিত্তিক হামদানিদ আমির সায়েফ আল দৌলা।বাইজান্টাইন সম্রাট জন ১ম জিমিসকেস ৯৭৫ সালে সাহয়ুনকে হামদানিদ শাসকের কাছ থেকে দখল করে নেন। ১১০৮ সাল পর্যন্ত এটা বাইজান্টাইনদের নিয়ন্ত্রণেই ছিলো। তারপর ক্রুসেডারগণ লাটাকিয়ার পাশাপাশি এটার নিয়ন্ত্রণ ভার নিয়েনেন।


প্রথম ক্রুসেডের পরে প্রতিষ্ঠিত চার ক্রুসেড রাজ্যের একটি এন্টিয়োখের অংশ ছিলো এটি। এন্টিয়োখের মধ্যে সাহয়ুনের অধিপতি ছিলেন সব থেকে ক্ষমতাধর ব্যক্তি। সাহয়ুনের প্রথম লর্ড ছিলেন সম্ভবত রবার্ট দ্যা লিপার যিনি ১১১৯ সাল পর্যন্ত নিয়ন্ত্রণ করেন। ১১৮৮ সাল পর্যন্ত সাহয়ুন রবার্টের পরিবারের অধীনেই ছিলো। সম্ভবত রবার্ট বা তার পুত্র উইলিয়াম পূর্ববর্তী বাইজান্টাইন দুর্গের পাশে ক্রুসেডার ক্যাসল নির্মাণ করেন। আজকের দিনে টিকে থাকা সব নিদর্শন সেসময়েই তৈরি করা।

তথ্যসূত্রঃ উইকিপিডিয়া

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:২৪

মলাসইলমুইনা বলেছেন: সালাহউদ্দিনের প্রাসাদ সিরিয়ায় কেন? সালাহউদ্দিন আলবেনিয়ার ছিল না? স্কুলে থাকতে আমার একটা বার্থ ডে তে ক্রুসেড বিজয়ী সালাহউদ্দিন বা এই ধরণের নামের একটা বই পড়েছিলাম | সেই বইয়ের অনেক বর্ণনা যেন ভেসে উঠলো আপনার লেখা পড়তে পড়তে| সুন্দর |অনেক কিছু জানা হলো |

৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩০

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভরাত্রী ভাইয়া ।
অনুপেরনা দায়ক কমেন্টের জন্য কৃতজ্ঞতা ও অনেক ধন্যবাদ।

২| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৩৫

চাঁদগাজী বলেছেন:


এখন তো কুর্দীদের এলাকা সেটি, ওরা হয়তো সংস্কার করবে।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: হয়ত ।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৬

বিলুনী বলেছেন: ইতিহাস খুব সুন্দর করে তুলে ধরেছেন । সাথে দেয়া ছবিগুলি ইতিহাসকে আরো মুর্ত করে তুলেছে । ।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই বিলুনী।

৪| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এমন প্রাচীন ইতিহাসগুলো ছুয়ে দেখতে মন চায় খুব, আপনি ভাগ্যবান মফিজ ভাই...........পোষ্টে ভালোলাগা জানিয়ে গেলাম।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই সাদা মনের মানুষ ।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৭:৩৩

সাদা মনের মানুষ বলেছেন:

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: বাহ! দারুন আয়োজন।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৮:৩৫

লেখা পাগলা বলেছেন: সুন্দর লাগল।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই লেখা পাগলা ।

৭| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০১

আইটি ইমাম বলেছেন: এই পোস্টটি পড়ে অনেক কছু জানতে পারলাম। আপনাকে ধন্যবাদ। by: আমারসং

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৮| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৫

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার!!

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ বুবু ।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৬

প্রামানিক বলেছেন: আপনার পোষ্টের কারণে অনেক কিছু জানা হলো।

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই প্রামানিক এবং প্রিয় ছড়াকার।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৭ সকাল ১১:০১

নতুন বিচারক বলেছেন: অনেক কিছু জানা হল।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১২

করুণাধারা বলেছেন: তথ্যসমৃদ্ধ চমৎকার পোস্ট। এত সুন্দর ছবিগুলো পেলেন কই?

১২| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৩৭

নাইম রাজ বলেছেন: এ ধরনের ঐতিহাসিক পোস্ট ভালো লাগে।

১৩| ০১ লা নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

ব্লগ সার্চম্যান বলেছেন: সুন্দর লেখা ভালো লাগল।

১৪| ০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১১:১৯

শামসুজ্জামান জামান বলেছেন: ভাল লি‌খে‌ছেন !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.