নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

জেমস মিল একজন স্কটিশ ইতিহাসবিত্ত এবং দার্শনিক ব্যাক্তি

০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৩৪


জেমস মিল একজন স্কটিশ ইতিহাসবিত্ত , অর্থনিতীক ও রাজনৈতিক তাত্ত্বিক এবৎ দার্শনিক ব্যাক্তি। ডেভিড রিকার্ডোর সাথে সাথে তাকেও ধ্রুপদী অর্থনীতির জনক বলা হয়। তিনি ধ্রুপদী উদারতাদাদের অন্যতম রূপকার জন স্টুয়ার্ট মিলের পিতা। জেমস মিল ১৭৭৩ সালে স্কটল্যান্ডের অ্যাঙ্গাস অঞ্চলের নর্থওয়াটার ব্রীজ এলাকায় জন্মগ্রহণ করেন। বাল্যশিক্ষা সমাপ্ত করার পর তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে গমন করেন এবং সেখান থেকে স্নাতক ডিগ্রী অর্জনের পর ভাগ্যান্বেষণে লন্ডন যাত্রা করেন। লন্ডনে অবস্থানকালে জেরেমি বেস্থামের সাথে তার পরিচয় ঘটে এবং তিনি উপযোগবাদ সম্পর্কে বেন্থামের দর্শনের প্রতি প্রবলভাবে আকৃষ্ট হন। তিনি বেন্থামের মতবাদে এত গভীরভাবে প্রভাবিত হন যে তার শিক্ষা এবং আদর্শকে জনপ্রিয় করে তোলাই তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। লন্ডনে অবস্থানকালে তিনি একজন বিশিষ্ট প্রাবন্ধিক, ঐতিহাসিক, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী এবং আইনজ্ঞ হিসেবে খ্যাতি লাভ করেন। ১৮১৮ সালে দ্যা হিস্ট্রি অব বিট্রিশ ইন্ডিয়া নামক তিন খণ্ডের গ্রন্থ রচনা করে তিনি ব্রিটিশ সরকারের সুনজরে আসেন। পরবর্তীতে তিনি সরকারের ইন্ডিয়া সার্ভিসে উচ্চ বেতনে চাকরি লাভ করেন। সমকালীন বিভিন্ন সাময়িকীতে তার যেসব প্রবন্ধ প্রকাশিত হয় সেগুলোর মাধ্যমে তিনি উপযোগবাদকে একটি শক্তিশালী তত্ত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। ১৮১৪ সালে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণে তিনি যে প্রবন্ধ প্রকাশ করেন তা বহুদিন যাবৎ উপযোগবাদী দর্শনের প্রামাণ্য ভাষ্য হিসেবে বিবেচিত হয়।


মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:


উপযোগবাদ কি? ইংরেজীতে কি?

০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:১২

ঠ্যঠা মফিজ বলেছেন: Utilitarianism

২| ০৮ ই নভেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫

ময়না বঙ্গাল বলেছেন: কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪২

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক সেটা মনে করেন যেটা।

৩| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৪১

রাজীব নুর বলেছেন: এই ব্যাটার নাম আগে কখনও শুনি নাই।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আমিও এই প্রথম বার ।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

আমার আব্বা বলেছেন: স্যার কষ্টকরে লিখেছেন তার মূল্য দিলাম ১০০টি গোলাপের সুভেচ্ছা

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো লাগল।

১৪ ই নভেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: স্টিকি পোস্টের ৯৭ নম্বর মন্তব্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

১৪ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সুপ্রিয় হেনা ভাই আমার নীক নাম দেখেই বুঝতে পারছেন আমার মাথায় বুদ্ধি কম । আমার তেমন কোন জ্ঞান বুদ্ধি নাই ।
তবে সামু যেহেটু আমাদের আনলিমিটেট হোস্টিং এবং একটা ডোমেন রেজিস্ট্রি করার সুবিধা দিচ্ছে,সেহেটু কৃতপক্ষ চাইলে
প্রতিটি রেজিস্ট্রি ফি হিসেবে তিন বছরের মেয়াদে দুইশত টাকা নিতে পারে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। ব্লগ আমাদের
অনেক কিছু দিচ্ছে আর ব্লগের উন্নয়নের ক্ষেত্রে আমরা এতটুকো করতে অবশ্যয় আশা করি পিঁছু পা হবো না । দশের লাঠি
একের বোঝা। হ্যাপী ব্লগীং হেনা ভাই । মেল গ্রুপে আমাদের স্থান থাকলে অবশ্যই মন্তব্যে জানাবেন সাথে থাকার চেষ্টা করবো।
এরপর দেখি মাথায় আর কিছু আসলে পরামর্শ দেয়ার চেষ্টা করবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.