নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

রাজা রিচার্ড একজন অনুসরনীয় ব্যক্তিত্ত্ব হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯


রাজা রিচার্ড তিনি ১১৮৯ সাল ৬ই জুলাই থেকে আমৃত্যু পযন্ত ইংল্যান্ডের একজন রাজা ছিলেন।অন্যদিকে সেই সময় তিনি ছিলেন নরমান্ডের ডিউক অর্থাত চতুর্থ রিচার্ড হিসেবেও, অ্যাকুইটাইনের ডিউক, গাসকনির ডিউক, সাইপ্রাসের লর্ড, আনজুউয়ের কাউন্ট, মাইনের কাউন্ট, নান্তেসের কাউন্ট এবং বিভিন্ন সময় ব্রিটানির ওভারলর্ড। তিনি ছিলেন ইংল্যান্ডের রাজা দ্বিতীহ হেনরির ৫ম ছেলে এবং তার মা ছিলেন অ্যাকুইটাইনের এলিনর।

তিনি ছিলেন সেনাবাহিনীর মহান নেতা ও যুদ্ধা আর সেজন্য তিনি সবার কাছে রিচার্ড লায়নহার্ট বা রিচার্ড কুয়ের দে লায়ন নামেও পরিচিত ছিলেন। মুসলমানরা তাকে মালেক রিক অর্থাত রাজা রিচার্ড বা মালেক আল ইনকিতার বলে সে নামেই ডাকতেন।১৬ বছর বয়সে রাজা রিচার্ড তার সেনাবাহিনীর দায়িত্ব নেন এবং পোইতুতে তার পিতা অর্থাত দ্বিতীয় হেনরির বিরুদ্ধে গড়ে উঠা বিদ্রোহ সাফল্যের সঙ্গে দমন করেন। ফ্রান্সের দ্বিতীয় ফিলিপের পর তৃতীয় ক্রুসেডের সময় তিনি ছিলেন প্রধান খ্রিস্টীয় কমান্ডার যিনি সালাউদ্দিনসহ তার অন্যান্য মুসলমান প্রতিদ্বন্দীর কাছ থেকে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনেন। যদিও তিনি সালাউদ্দিনের কাছ থেকে জেরুজালেম জয় করতে সক্ষম হননি বা পারেন নি।

রাজা রিচার্ড ফরাসি উপভাষা এবং ফ্রান্সের দক্ষিণাঞ্চলের রোমানিয়ান ভাষাসহ আশেপাশের অঞ্চলের কয়েকটি ভাষায় দক্ষ ছিলেন। তিনি ফ্রানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অ্যাকুইটাইনে বসবাস করতেন এবং ইংল্যান্ডে খুবই অল্পসময় কাটিয়েছেন। তাছাড়াও তিনি তার সেনাবাহিনীর রসদ দেয়ার জন্য তার রাজ্যকে রাজস্ব আদায়ের উৎস হিসেবে ব্যবহার করতে ভালবাসতেন।তার লোকজনের কাছে তিনি আন্তরিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তিনি ইংল্যান্ডের খুব অল্পসংখ্যক রাজাদের মধ্যে অন্যতম যিনি তার রাজ্যের সংখ্যা দিয়ে নয় বরং তার নিজের বিশেষণে দিয়ে স্বরনীয় এবং তিনি ইংল্যান্ডে ও ফ্রান্সে একজন অনুসরনীয় ব্যক্তিত্ত্ব হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

তথ্যসূত্রঃ
Turner এবং Heiser 2000, পৃঃ ৭১
Maalouf 1984, পৃঃ 318 cites Baha ad-Din ibn Shaddad|Bahaeddine (Baha al-Din), p. 239
Addison 1842, পৃঃ 141–149.

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:০০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ছড়াকার প্রামানিক ভাই।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আবু তালেব শেখ বলেছেন: কিসের জন্য সে বিখ্যাত ছিল?

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি বেশী পেছনে দেখেন, একটু বর্তমানের কাছাকাছি আসুন; রিচার্ড মিচার্ড দিয়ে কি হবে?

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৬

ঠ্যঠা মফিজ বলেছেন: সামনে থেকেই কি লাভ বলুন।

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শেষ??
তাও প্রিয়তে..............

১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৭

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা।

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: খুব অল্পসংখ্যক রাজাদের মধ্যে অন্যতম যিনি তার রাজ্যের সংখ্যা দিয়ে নয় বরং তার নিজের বিশেষণে দিয়ে স্বরনীয় এবং তিনি ইংল্যান্ডে ও ফ্রান্সে একজন অনুসরনীয় ব্যক্তিত্ত্ব হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।" ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.