নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

পালমিরা এর ইতিহাস

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭


পালমিরা হচ্ছে প্রাচীন সেমিটিক শহর যা বর্তমান সিরিয়ার হমস প্রদেশে অবস্থিত একটা অন্যতম শহর। প্রত্নতাত্ত্বিক গণ নিয়োলিথিক যুগের সন্ধান পেয়েছেন এখানে এবং নগরটি সম্পর্কে খ্রিষ্টপূর্ব ২য় সহস্রাব্দের প্রথমভাগে নথিতে উল্লেখ করা হয়েছে। ১ম শতাব্দীতে পালমিরা রোমানদের হাতে আসার আগ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন সম্রাটের হাতে এসেছে।
তাদমোর নামটি দ্বিতীয় খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিক থেকে পরিচিত ছিলো।মারিতে প্রাপ্ত আঠারো খ্রিষ্টপূর্বাব্দের শিলালিপিতে একে উল্লেখ করা হয়েছে তা-আদ-মি-ইর, অন্যদিকে ১১ খ্রিষ্টপূর্বাব্দের আশারিয় লিপিতে লেখা হয়েছে তা-আদ-মার। আরামিক পালমারিন লিপিতে নামের দুটি ধরণের উল্লেখ আছে তাদমার এবং তাদমোর। নামের উৎপত্তি পরিষ্কার নয়। আলবার্ট স্কাল্টেনস সমর্থিত আদর্শ অনুবাদ খেজুরের সেমিটিক শব্দ তামারের সংগে যুক্ত করে যা দ্বারা বোঝা যায় শহরটিকে ঘিরে প্রচুর খেজুর গাছ বিদ্যমান ছিলো।
দামাস্কাস বন্দরের নিকটবর্তী পালমিরার ধ্বংসাবশেষ
গ্রীক নাম প্রথম উল্লেখ করেন প্লিনি দ্যা এল্ডার ১ম খ্রিস্টাব্দে। এটা গ্রীকো-রোমান বিশ্বে ব্যবহৃত হতো। এটা সাধারণত ভাবা হয়ে থাকে পালমিরা তাদমোর থেকে উদ্ভূত হয়েছে। ভাষাবিদেরা দুটি সম্ভাব্যতার কথা উল্লেখ করেছেন, একটি মতে পালমিরা তাদমোরের পরিবর্তেও ব্যবহৃত হতো। স্কালটেন্সের মতে তাদমোরে একটি ভগ্নরূপ তালমুরা যা লাতিন শব্দ পালমা'র প্রভাবে পালমুরাতে পরিবর্তিত হয়েছে। খেজুর গাছের জন্য শেষপর্যন্ত পালমিরা চূড়ান্ত নাম হিসেবে প্রচলিত হয়।দ্বিতীয় মতটি হচ্ছে, যেমন জ্যঁ স্টারক্কির মতে, তাদমোরকে গ্রীকে অনুবাদ করার সময়ে তাদমোরকে এভাবে অনুবাদ করা হয় কারণ একে খেজুর ভাবা হয়।

মন্তব্য ২০ টি রেটিং +৫/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর পোস্ট। পালমিরার ইতিহাস জেনে ভালো লাগলো।


শুভেচ্ছা নিয়েন প্রিয় মফিজভাই।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক চৌধুরি ভাই।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

প্রথমকথা বলেছেন: অল্পতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে জানান দিয়েছেন। ছবিগুলো ভাল লাগল।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১১

ঠ্যঠা মফিজ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রথম কথা।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

চেংকু প্যাঁক বলেছেন:
সুশীলরা একসময় এই শহরে
নৃত্যকলা করত
লুন্ঠন করা গরিবের পয়শায় নকশা করা
ইমারত উঠত

পালমিরা শহরের জুলুমবাজরা
ধরাকে সরা জ্ঞান করত
শক্তির বড়াই আর স্বৈরাচারে
আকন্ঠ ডুবে থাকত

আজকে হারিয়ে গেছে
সেইসব মাথামোটা
আর চিকনবুদ্ধির
নীলরক্তের জমিদাররা

কোথায় গেল সেইসব
অহংকারী বিলাসী
অত্যাচারী
নগরপতিরা

পালমিরার মত
নকশাদার পাথরের
শত শত শহর
আবাদ করেছিল যারা

কোথায় কোন
পাথরের নীচে
পড়ে আছে তাদের
শুটকি লাশ মরা

আজ কোথাও কেউ নেই
তাদের সেই ধ্বংসাবশেষ
দুই টাকার বিনিময়ে
কিনতে চাইবে

হাশরের দিনে আগুনের শিকলে বাঁধা
সেইসব ফেরাউনদের আত্মা
সমস্ত পৃথিবীর বদলে
মুক্তি পেতে চাইবে

অথচ মুক্তি পাওয়া
কত সহজ ছিল
প্রেরিত পয়গম্বর তাদের
কত বার সতর্ক করেছিল

সুশীলরা একসময় এই পালমিরায়
নৃত্যকলা করত
লুন্ঠন করা গরিবের পয়শায় নকশা করা
ইমারত উঠত

- উৎসর্গ: সনেট কবিকে

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই চেংকু প্যাঁক। বিশেষ করে এখান থেকেও আমাদের অনেক শিক্ষনীয় বিষয় আছে,আসলে কোনো অহংকারী বিলাসী এবং অত্যাচারীই চিরকাল স্থায়ী ন।

৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেক কিছু জানা হল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০

মলাসইলমুইনা বলেছেন: আপনার লেখার প্রথম ফটোটা -যেটা একটা রোমান থিয়েটার সেটা সম্ভবত আইসিস ধ্বংস করে দিয়েছে পুরোটাই | আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও (আমেরিকার খুবই রেস্পেক্টেড নিউজ অর্গানিজশন) 'ISIS Destroys Ancient Theater, Tetrapylon In Palmyra, Syria Says) এই শিরোনামে তাদের ওয়েব সাইটে ক্যামিলা ডোমনস্কি(Camila Domonoske)-র একটা একটা নিউজ পাবলিশ করেছিল ২০১৭-র জানুয়ারিতে I এনসিয়েন্ট রুইনগুলোর অনেক কিছুইএখন নেই পালমিরায় সিরিয়ার সাম্প্রতিক আইসিসের যুদ্ধের কারণে I

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ নাইম ইসলাম ভাই। আপনার অনুমান ঠিক।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

লায়নহার্ট বলেছেন: {আপনি কি নেট থেকে গবেষণা করে এসব লেখেন, না বই?}

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আগে বিভিন্ন বই থেকে বিষয় বস্তু সংগ্রহ করি তারপর মাঝে মধ্যে নেট থেকেও কিছু নিয়ে থাকি।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

জাহিদ হাসান বলেছেন: ধন্যবাদ এমন চমৎকার পোস্টের জন্য।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই জাহিদ হাসান।

৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৭

কাওসার চৌধুরী বলেছেন: খুব সুন্দর পোস্ট; নতুন কিছু তথ্য জানলাম৷

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১০

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার ভাই।

৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৩

সূচরিতা সেন বলেছেন: খুব ভালো পোস্ট ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ বোন ।

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাজীব নুর বলেছেন: চমৎকার পোষ্ট।
ইতিহাস আমার প্রিয় বিষয়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই রাজীব নুর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.