নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

দেখতে দেখতে প্রাণের স্থান থেকে চলে গেল জীবনের ৩টি বছর

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৫৭


সকল সহ ব্লগার ভাই ,বোন,দের শুভভোর ! কি করে যে দেখতে দেখতে প্রাণের স্থান থেকে চলে গেল জীবনের ৩টি বছর তা আমি নিজেও
বলতে পারবো না । কত পেচাল কত কথা কত ঝগরা কত কেচাল কেটে গেল এরি মধ্যে । পরম সৌভাগ্য আমার যে আমি
আপনাদের সাথে তিনটি বছর পার করতে পেরেছি,আর সে জন্য আমি মহান এবং পরম করুনাময় আল্লাহুর কাছে লাক্ষ লাক্ষ কোটি কোটি
সুকরিয়া জানাই ।তাহার করুনা আর আপনাদের অনুপেরণা এই দুই মিলে আমাকে সারা বিশ্বের সব থেকে জনপ্রিয় বাংলা ব্লগ
আমাদের সকলের চোখের মনি প্রিয় জানা আপু এবং প্রিয় অনিল ভাই সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় এবং সর্ব সময়
চোখের নজরে রাখা মডারেটশন প্রিয় কাল্পনিক_ভালোবাসা ভাইদের পরিচালিত আমাদের সকলের প্রাণের
সামহোয়্যার ইন ব্লগে আমি ব্লগীং করতে পেরেছি। আর সে জন্য আমি আপনাদের কাছে যে ঋণ তা কখনো শোধ হবার নয় বা
আমি হয়ত শোধ করতে পারবো না ।

বিগত এই তিনটি বছর ব্লগেকে আমি তেমন কিছুই দিতে পারিনাই তবে পেয়েছি আমি অনেক যা বলে শেষ করার নয়। বিশেষ করে
যারা আমায় মন্তব্য দিয়ে অনেক অনুপেরণা যুগিয়েছেন তারা হলেন কি করি আজ ভেবে না পাই ভাই,বিদ্রোহী ভৃগু ভাই,আহমেদ জিএস ভাই,শায়মা আপু,করুণাধারা আপা,হাসু মামা,রাকু হাসান ভাই,সনেট কবি স্যার,কাওসার চৌধুরী ভাই,রাজীব নুর ভাই, ব্লগ মাস্টার ভাই,টারজান০০০০৭ ভাই,ঠাকুরমাহমুদ ভাই,সেলিম আনোয়ার ভাই,চাঁদগাজী ভাই,সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই,প্রান্তর পাতা ভাই, পাঠকের প্রতিক্রিয়া ! ভাই,মানবী আপা,রূপক বিধৌত সাধু ভাই,গেম চেঞ্জার ভাই,শতদ্রু একটি নদী,সুমন কর দাদু,প্রামানিক ভাই,ব্লগ সার্চম্যান,খায়রুল আহসান
ভাই সহ আরো অনেক গুণী ব্লগারগন। অনেকের নাম মনে পরছে না,আর এই মনে না পরার পিছনের কারন হচ্ছে আগের অনেক সহ প্রিয়
ব্লগার ভাইদের ব্লগে দেখিনা।
,আপনারা না সহযোগিতা এবং উৎসাহ না দিলে হয়ত আমি আজ এ পযন্ত আসতেই পারতাম না।
তাই আমি আপনাদের সকলের কাছে চির কৃতজ্ঞ এবং চির ঋৃণী ।

আজ আমি আমার ব্লগ বাড়ির তিনবছর এক দিন পার করলাম । আশা করি পিছনে ফেলে আসা স্মৃতিময় বিগত তিন বছরের মত
সব সময় আপনাদের আমার পাশেই পাবো। সেই আশাই থাকলো এবং আল্লাহুর কাছে প্রাথনা থাকলো সকলের ভালো থাকার।
সবাইকে ৩য়বর্ষপূতির শুভেচ্ছা জানিয়ে আজকের মত লেখা ইতিটানলাম।



মন্তব্য ৩৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৩৪

স্রাঞ্জি সে বলেছেন:
যেখানে আপ্যায়ন নাই সেখানে আমি............ X((


যাইহোক,

অভিনন্দন

অভিনন্দন

চতুর্থ বছরে পদার্পণে অভিনন্দন। আপনার আগামীর দিনগুলো ভাল কাটুক এই কামনা।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫০

ঠ্যঠা মফিজ বলেছেন: কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ ভাই স্রাঞ্জি সে ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিরাট সময়। অভিনন্দন ও শুভ কামনা।
১০০ বছর যেন পার করতে পারেন সেই দোয়া করি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন,সবই আপনাদের অনুপেরণায় । না হলে কখনই আমার পক্ষে সম্ভব হত না।
আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ ও ঋৃণী।শুভেচ্ছা ও শুভকামনা থাকল।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৩

চাঙ্কু বলেছেন: কপিনন্দন জেডা!! কেক্কুক ছাড়া খালি বন্যবাদ দিলে হপে?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৫:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: হঠাৎ করে আয়োজন তাই । তাছাড়া অনেক রাত্রী হয়ে যাওয়ায় বেকারী বন্ধ ছিল তাই কেক্কুকে অডার দিতে পারি নাই। |-)
কপালে থাকলে আর আমি বাঁচলে সামনে বছর হবে। :)

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০০

চাঙ্কু বলেছেন: আইচ্ছা ঠিক আছে। সামনের বছর কিন্তু পেটে বেল্ট বেধে খাওয়া শুরু করুম। কুন কথা কইয়া পার পাইবা না!! B-)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:০৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক আছে।কিন্তু মইরা গেলে মাপ কইরা দিয়েন :)

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:১৫

কাওসার চৌধুরী বলেছেন:
আমাদের প্রিয় সামু ব্লগে ৩ বছর পূর্তি উপলক্ষে আপনাকে অভিনন্দন। আপনার এ পথচলা যেন আর অনেক বছর অব্যাহত থাকে। শুভ কামনা রইলো। ভাল থাকুন এবং সামুকে মাতিয়ে রাখুন। (ধন্যবাদ)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২২

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ সকাল কাওসার ভাই। শুভেচ্ছা ও শুভকামনা থাকল।

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৭

মলাসইলমুইনা বলেছেন: প্রিয় ব্লগার ঠ্যঠা মফিজ,
আপনিতো বিষম ঠ্যঠা মানুষ সাহেব !
তিন বছর ধরে দাপট দেখিয়ে যাচ্ছেন ব্লগে লেখায় লেখায় ! ঠিক এই ভাবে কোনো কিছু না ভেবে শুধু ঠ্যঠা হয়ে লিখে যাবেন আরো অনেক তিন বছর সেই আশা রইলো I শুভেচ্ছা তিন বছর পূর্তিতে I

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৬

ঠ্যঠা মফিজ বলেছেন: প্রিয় নাইম ইসলাম ভাই অনুপেরণা দায়ক মন্তব্যে অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৩৮

সনেট কবি বলেছেন: চতুর্থ বছরে পদার্পণে অভিনন্দন। মনে রেখেছেন সে জন্য অনেক ধন্যবাদ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫০

ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহুতাআলার কাছে আপনাদের গুণী লোকদের পাশে পেয়ে বড়য় আনন্দ উৎসাহের মধ্যে
তিনটি বছর কাটলো খুব সুন্দর ভাবে ।শুভকামনা ও শুভেচ্ছা থাকল।

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫

বলেছেন: শুভেচ্ছা তিন বছর পূর্তিতে
সুন্দর আগামী কামনা করছি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

ঠ্যঠা মফিজ বলেছেন: ৩য় বর্ষপূতির শুভেচ্ছা থাকল ভাই ল।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
সামুতে ৩ বছর পর, নিজের কি কি পরিবর্তন লক্ষ্য করছেন?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫৮

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভেচ্ছা ।ভাই শেখার কি শেষ বলে কোনো শব্দ আছে ? বিষেশ করে আপনাদের মত রাজনীতি জ্ঞাণী ব্যক্তিদের কাছ থেকে এখনো অনেক কিছু শেখার আছে ভাই।তিন বছরে বিশেষ করে শেষের এই বছরে পরিবর্তন যা ঘটেছে যা তা হলো শুধু আপনার সাথে
ঝগড়া। :P ;)

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৩

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "তিন বছরে বিশেষ করে শেষের এই বছরে পরিবর্তন যা ঘটেছে যা তা হলো শুধু আপনার সাথে
ঝগড়া। "

-আমার সাথে সবারই কিছু না কিছু হয়েছে হয়তো! আমার কিছু বলার থাকলে, যা ভাবনায় আসে তা ফেলি, আমি ভেবেচিন্তে বলি না; ফলে, প্রায় সবার সাথে টোকাটুকি হয়েছে, ছোট কিংবা বড় আকারে, এবং ব্লগিং'এ এটা অস্বাভাবিক নয়।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৫

ঠ্যঠা মফিজ বলেছেন: আর একটা বিষয় লক্ষ করেছেন ওরকম একটুআকটু না হলে কিন্তু ব্লগও জমে না।

১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

খায়রুল আহসান বলেছেন: সামু ব্লগে ৩ বছর পূর্তি উপলক্ষে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই তো মাত্র ১৪ দিন আগে আমিও এখানে তিন বছর পার করে এসেছি।
লেখা চালিয়ে যান, শুভ ব্লগিং!

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৭

ঠ্যঠা মফিজ বলেছেন: শুভ সকাল সুপ্রিয় খায়রুল ভাই।শুভেচ্ছা ও শুভকামনা থাকল।

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৫২

সুমন কর বলেছেন: দাদু'র রহস্য এখনো রয়েই গেল..................হাহাহাহাহহা

শুভেচ্ছা এবং শুভ সকাল।

১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:২৩

আহমেদ জী এস বলেছেন: ঠ্যঠা মফিজ ,




আরে........ ব্লগে আপনি তো দেখি শিশু !!!!!! মাত্র তিন বচ্ছর ? :||
যাক তাহলে আপনার জীবন যৌবন এই ব্লগেই পার হোক । আরো ৩০ বছর ৩০ দিন আপনি সুন্দরতার সাথে ব্লগের পথে হেটে যাবেন বলে কামনা করি ।

শুভেচ্ছা ও অভিনন্দন আফুরান ।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

নজসু বলেছেন:

১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:০৫

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: চাঁদগাজীবলেছেন:অভিনন্দন।
সামুতে ৩ বছর পর, নিজের কি কি পরিবর্তন লক্ষ্য করছেন?


৩ বছরে আপনার ঠ্যাটামি বেড়েছে, না কমেছে??


১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬

পদ্মপুকুর বলেছেন: আমার নাম নাই ক্যান, মন্তব্য করুম না। :|| তবুও অভিনন্দন।

আপনি লিখেছেন- বিগত তিন বছরে ব্লগকে কিছুই দিতে পারিনাই.... আরে তিন বছরে ২০৪টি পোস্ট দিয়েও আপনি যদি কিছুই দিতে না পারেন, তাহলে আমার মত ব্লগারদেরতো আত্মহত্যা ছাড়া গতি নাই।

১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

রাকু হাসান বলেছেন: অভিনন্দন । আরও দীর্ঘ হোক এ সময় মফিজ ভাইয়া :)

১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০০

শিখা রহমান বলেছেন: অভিনন্দন!! আশা করছি আরো বহু বছর ব্লগ আপনার লেখায়, আপনার পদচারণায় সমৃদ্ধ হবে।

ব্লগিংয়ে পথচলা সুন্দর হোক। শুভকামনা।

১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৫

রাজীব নুর বলেছেন: তিন বছর অনেক সময়।
শুভ কামনা।
ব্লগিং হোক আনন্দ ময়।

২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩১

জুন বলেছেন: তিন বছর পূর্তির অভিনন্দন আপনাকে :)

২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪০

করুণাধারা বলেছেন: তিন বছর পূর্তিতে অভিনন্দন, আর অনেক শুভ কামনা।

আমি আপনার ব্লগের নিয়মিত পাঠক, কিন্তু সব সময় মন্তব্য করা হয়নি, যেমন অন্য অনেক ব্লগেই আমার পড়ার পর আর মন্তব্য করা হয় না। তারপরও আপনি আমার নাম উল্লেখ করে বলেছেন মন্তব্য করে আপনাকে উৎসাহ দিয়েছি বলে! এ মনিহার আমায় নাহি সাজে...... আমি আপ্লুত!

দোয়া করি, জীবনের আরও অনেকগুলো বছর ব্লগে আপনার আনন্দময়তায় কেটে যাক!

২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অভিনন্দন আফুরান মফিজ ভাইয়া । :)

২৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪০

আবু মুহাম্মদ বলেছেন: অভিনন্দন ও শুভ কামনা।

২৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১১

অপু দ্যা গ্রেট বলেছেন:

তিন বছর পূর্তিতে শুভকামনা রইল । আশা রাখি আরো বহুদুর পর্যন্ত যাবেন আমাদের সাথে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.