নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তৌফিক জোয়ার্দার

তৌফিক জোয়ার্দার

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট শেষ করে দেশে ফিরেছি ২০১৫ সালের শেষ দিকে। যারা ফলো করতো, তাদের কাছে বারবারই বলেছি দেশে ফিরবো। সামুতে লিখেওছিলাম এ নিয়ে। অনেকেই সাধুবাদ দিয়েছিলেন, আবার অনেকে প্রকাশ করেছিলেন সন্দেহ ও অনাস্থা। এ ক’টা বছর কেটে গেল ফিরে আসার ধাক্কাটা সামলাতে। অনেক দিন পর আবার এলাম সামুতে। আবারো লেখালেখির দুর্মর আকাঙ্ক্ষা বুকে নিয়ে। আবার ঘন ঘন দেখা হবে বন্ধুরা।

তৌফিক জোয়ার্দার › বিস্তারিত পোস্টঃ

আপনাকে খুব বেশি মনে পড়বে ইমন যুবায়ের

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

আমার পঠন পাঠনের বয়স সিকিশতাব্দী পার হয়েছে। কিন্তু ইতিহাস নিয়ে আমার যে মুগ্ধতা তা পাঠ্যবই এমনকি পাঠক্রমবহির্ভূত বইও সেভাবে জাগাতে পারেনি যা পেরেছিলেন প্রিয় ব্লগার ইমন যুবায়ের। তাঁর মোহিনী লেখায় পালযুগের রাজকুমারের মতো যেন ঘোড়া ছুটিয়েছি প্রাচীন বাংলার প্রান্তর থেকে প্রান্তরে। গল্পের ছলে কেবল ইতিহাস শিখিনি, নিয়েছি এই জনপদের প্রতি মায়াজড়ানো ভালবাসার দীক্ষা। তাঁর দু'টি প্রিয় লেখা আমাকে উৎসর্গ করেছিলেন। ভেবেছিলাম যোগ্য হয়ে উঠে তার প্রতিদান দেব। কিন্তু ইমন যুবায়ের নির্মমভাবে ঋণী করে রেখে গেলেন। ঘোরলাগা কোন অলস মধ্যাহ্নে যখন আবার দেশকে নিয়ে ভাববো, 'কিছু একটা' করার সুতীব্র তাড়নায় জর্জরিত হয়ে, বিশ্বাস করুন ইমন জুবায়ের, আপনাকে খুব বেশি মনে পড়বে।



[লেখাটি আপডেট করা হবে]

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

রাশমী বলেছেন: এটা কি হল জানিনা.. মানুষের মৃত্যু খুব সহজ যেন!

আমার ব্লগে নাম লেখাবার কারন ই হল উনার পোস্টে কমেন্ট করা!

আমার বিশ্বাস করতে কস্ট ও হয় আবার মনে হয় উনার অতি প্রাকৃত গল্পে যেমন আত্মা ফিরে আসে ষেভাবে উনি আবারও আমাদের জ্ঞান আনন্দে আনন্দিত করতে আসবেন! অনেক মৃত্যু কাছে থেকে দেখে ও এমন অদ্ভুত কস্ট হয়নি। ওপারের দুনিয়ায় ভাল থাকুক তিনি।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নাহিদ মাহমুদ বলেছেন: তৌফিক ভাই, মেডিকেলে আপনার ৪ বছর জুনিয়র ছিলাম। দু/একবার কথা যা হয়েছে তাও মনে রাখার মত না। রাজনৈতিক মতভিন্নতার জন্যই হয়তো। সবই অতীত অবশ্য এখন। আশা করছি ভালো আছেন।

ইমন জুবায়ের ভাই এর ব্যাপারে কি যে বলব? সত্যি বরতে ব্লগ যে একটা শক্তিশালী লেখনী মাধ্যম/পঠন মাধ্যম তা উনার চাইতে ভালো করে আর কে বুঝিয়েছেন আমাদের? অসুস্থতার জোয়ারে চারদিকের এই পরিবেশে মাঝেমাঝে মনে হত উনি একাই সামুকে টেনে নিয়ে যাচ্ছিলেন। জানিনা াতিকথন হল কিনা। তবে মন থেকে বিশ্বাস নিয়ে বলছি কথাটা।

শূণ্যতা টা পূরন হবার নয়। আসলেই পূরন হবার নয়।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন. :(

সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

পরিবেশ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.