নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপূর্ণ তমাল

তাওহীদ৭১তমাল

বর্ষা এলেই নদীর জল বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে ,শুষ্ক মৌসুমে আবার শান্ত হয়ে যায় । আমার জীবনে সুখগুলো বর্ষায় নদীর জলের মত। তারপর আবার আমি শান্ত।

তাওহীদ৭১তমাল › বিস্তারিত পোস্টঃ

ভালদের গল্প ---

১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১:৫৫

রাত জাগা মন ভাল
চোখে চোখ ক্ষন ভাল
মেঘ মেঘ দিন ভাল
আকাশের নীল ভাল
দক্ষিণ জানালা ভাল
সুনীলের কবিতা ভাল
বারান্দায় একা ভাল
দূর হতে দেখা ভাল
শরতের আকাশ ভাল
হেমন্তের বিকেল ভাল
জ্যোসনার রাত ভাল
পূর্ণিমার চাদ ভাল
বর্ষার জল ভাল
জোনাকির দল ভাল
মায়ের বারণ ভাল
বাবার শাষণ ভাল
তিল হতে তৈল ভাল
ভাই ভাই মিল ভাল
মিথ্যার গল্প ভাল
ভালবাসা অল্প ভাল
উড়ানো ফানুস ভাল
হারানো মানুষ ভাল
হারানো মানুষ ভাল
হারানো মানুষ ভাল।।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৮ রাত ৩:৫৭

Zinat Imam বলেছেন: "ভালবাসা অল্প ভাল"- দারুণ লেগেছে কবিতাখানি

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪০

তাওহীদ৭১তমাল বলেছেন: লিখাটি সার্থক মনে হচ্ছে, ধন্যবাদ আপনাকে। ভাললাগা রেখে দিলাম

২| ১৭ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুকুমার রায়েরও মনে হয় এধরনের একটি লেখা আছে। যেমন- দাদা গো, দেখেছি ভেবে। এই দুনিয়ার সকল ভালো। ........ সব চেয়ে ভালো হলো পাউরুটি আর ঝোলাগুড়।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪২

তাওহীদ৭১তমাল বলেছেন: হাহাহা, ঠিকই বলেছেন কবি

৩| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৭:২২

নীল মনি বলেছেন: ভালো কিন্তু এইটা। যতদূর জানি।
কবিতা মোটামুটি লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৩

তাওহীদ৭১তমাল বলেছেন: মোটামুটি লাগার জন্য ধন্যবাদ।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪০

ইমরান আল হাদী বলেছেন: কবিতাটি ভালো....

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৫

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: কবিতা এবং ছবি দুটাই ভালো লাগলো।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৬

তাওহীদ৭১তমাল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:১৮

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন:


লেখাটাও ভাল---


,

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৭

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভাই।

৭| ১৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

আল আমিন সেতু বলেছেন: ছন্দময় রসময়।

১৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪৯

তাওহীদ৭১তমাল বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.