নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

নির্দেশিত পরাজয়

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭

অনেক সাহস করে সনেট লিখলাম একখান। ভুল-ভ্রান্তি থাকতে পারে। প্রথম সনেট বলে কথা !! :)









**নির্দেশিত পরাজয়**



ঢেউ খেলানিয়া পুস্কুনিতে আমারি,

বিমুগ্ধ হইয়া সাঁতার কাটিতেছি,

তেঁতো জলের স্বাদ পাইবার তরে-

বাস্তবতার ছলনায় ডুবিয়াছি।

অযাচিত ধূপছায়া হইবার তরে-

মেঘাচ্ছন্ন জাল বুনিয়াছি মিছে।

কল্পরাজ্যের মোহনিয়তার ঘোরে-

আত্ম-দংশনে বিষপান করিয়াছি।



নির্ভুল সে মমতার কলঙ্কিনী-

হয়তো বা রোদ্দুর মাখা মোহময়ী।

ক্ষণিকের মিছে ছলনাময়ী হয়ে,

ক্ষণিকেরই মিষ্টভাষিণী হয়ে,

প্রবেশ করিয়াছিল কোন সদালাপী।

হারাইয়া যাইবার তরে কোন নারী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

রাশেদ অনি বলেছেন: শিরনামটা সবচেয়ে জটিল।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৫

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ২:২৮

সেলিম আনোয়ার বলেছেন: মেঘাচ্ছন্ন জাল বুনিয়াছি মিছে।
কল্পরাজ্যের মোহনিয়তার ঘোরে-
আত্ম-দংশনে বিষপান করিয়াছি


মেঘাচ্ছন্ন জাল মিছে বুনিয়াছি
কল্পরাজ্যের মোহনিয়তার ঘোরে-
আত্ম-দংশনে বিষপান করিয়াছি

হলে ভাল হত বোধ হয়।


প্রচেষ্টায় ভাললাগা ।

১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৬

তওসীফ সাদাত বলেছেন:



ধন্যবাদ মন্তব্যের জন্য :)

পরবর্তীতে খেয়াল থাকবে আপনার সাজেশন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.