নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

ধূসর অভিমান

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

আমি কবিতার কোন নিয়ম কানুন ঠিক রেখে এটা লিখিনি। ছন্দপতন হলে ক্ষমা করবেন। আসলে, আমার কাছে এগুলো হচ্ছে অনুভূতি কথন।শুধু আমার অনুভূতি কিছু টা কাব্যিক ধরণে প্রকাশ করতেই এই অনুভুতিকথন এর আবির্ভাব ।



বেশ খানিক টা ক্ষোভ নিয়েই লিখছি,

আজ তোমায় খুব বেশি মনে পরছে।

বেশ খানিক টা কষ্ট মিশিয়ে লিখছি,

আজ তোমায় বড্ড দেখতে ইচ্ছে করছে।



ভাবিনি কখনও,

ধূসর অনুভূতির জালে এভাবে জড়িয়ে যাবো।

যখন তুমি ছিলে পাশে-

শুভ্র অনুভূতি হয়ে।

ভাবিনি তখন,

কখনও আমার আকাশে ভেসে বেড়াবে,

ধূসর মেঘ হয়ে।



ভাবিনি তখন,

মাঝে মাঝেই বৃষ্টি হয়ে ঝরবে,

অশ্রুসিক্ত করে দিবে এই আমাকে।

মাঝে মাঝেই কর্দমাক্ত করে দিবে,

আমার মৌন-ভূমি।

সে কাদা মাখা পথ এ হাঁটতে গিয়ে,

কাদায় মাখা মাখি করে-

ক্লান্ত হয়ে পরে রব আমি।



জানি আসবে না, আসবে না-

আমার শুভ্র মেঘ হয়ে আর তুমি।

দিন শেষে গোধূলি হয়ে ফিরবে না,

আমার আকাশে।

মৌন চাঁদ এর আলোয় ভরিয়ে দিবে না,

আমার মৌনতাকে।

আর আমি ঘরে ফিরব না,

নতুন আশায়, নতুন স্বপ্ন নিয়ে।

পরে রইব সেই মৌন-ভূমি তে,

জীর্ণ বেশে।

ফিরি ফিরি করেও আর-

হবে না আমার ফেরা।

ডাইরির পাতাতে আর পরবে না,

শুভ্র অনুভূতির ছোঁয়া।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১

সরদার হারুন বলেছেন: সেই কথা আজো মনে পরে বলে ছিলে, মনে রেখ যদি না থাক তুমি কাছে।
এ জীবনে আর কাছে থাকা হলনা ,ভালবাসা তবু ভোলা গেলনা
স্মৃতির মন্দিরে আজো ধুলি জমে আছে
যদি না থাক তুমি কাছে ।

আপনার মনে তো এমনি বেথা, কেমন ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

তওসীফ সাদাত বলেছেন: নারে ভাই। ব্যাথা নাই। ব্যাথা সব কবিতায় দিয়ে দেই !!

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে ভাই ! কিছু কিছু জায়গায় বেশী ভালো লেগেছে !

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

তওসীফ সাদাত বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ পড়বার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.