নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

সমাপ্তির শুরু

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৬

খুন করেছি,

একটা নয়, দুটো নয়,

গোটা কয়েক খুন।

এখনও থামিনি,করেই চলেছি।

প্রতি মুহূর্তে, যেভাবে পারছি,

খুন করছি।

হয়েছিল শুরু অনেকটা অজান্তে,

একটার পর একটা,

খুঁজে খুঁজে বের করে,

ক্রোধ এর আগুনে,

পুড়িয়ে মারছি।

নির্মমতা কে আলিঙ্গন করে,

আবেগহীন হয়ে, অনুভূতিহীন হয়ে-

খুন করছি।



আজ আমি বড্ড বেশি তৃষ্ণার্ত,

আজ সব কটাকে শেষ করে,

তবেই আমি ক্ষান্ত হবো।

তাই তো আমি খুন করছি,

আজ একটা কেও ছাড়বো না,

ক্লান্তি ভুলে হয়েছি আমি যান্ত্রিক,

মুছে দিয়েছি আমার সীমাবদ্ধতাকে,

তাই তো আজ একটা কেও ছাড়বো না।



আজ সব গুলো কে খুন করবো,

শুন্যতাকেই আলিঙ্গন করবো।



আজ সব কটাকে শেষ করে-

তবেই আমি শান্ত হবো।



আজ, যে গুলো বাকি আছে,

সব কটাকে খুন করবো।

তারপরেই আমি বিশ্রাম নিবো।

শেষ বারের মত চোখ বুজে,

সুখ দেখবো,

আজ সব কটাকেই শেষ করবো।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ !!

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৯

পলাশ রহমান বলেছেন: ভয়াবহ কবিতা!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

তওসীফ সাদাত বলেছেন: হা হা !! তেমন ভয়াবহ না, মূল কথাটি ধরতে পারলে :)

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার আগের লেখা কবিতাগুলোর তুলনায় এটা আমার কাছে বেশ সাধারনই মনে হয়েছে। আরো ভালো করার সুযোগ ছিল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

তওসীফ সাদাত বলেছেন: আসলে ভাইয়া আপনি যেগুলো দেখেছেন, সেগুলো আরও পরে লেখা হয়েছিল, এটা আমার প্রথম দিকের লেখা। আমি চাচ্ছিলাম, ধারাবাহিক ভাবে দিতে। লেখার মান এর একটা ব্যাপার আছে। আমি জানি বলেই ধারাবাহিক ভাবে আমার প্রথম দিকে লেখা দিয়ে শুরু করেছি।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪

প্রোফেসর শঙ্কু বলেছেন: এই কবিতাটা একটু কমন হয়ে গেছে আরকি!

ব্যাপার না, সবমিলিয়ে ভালই লেগেছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭

তওসীফ সাদাত বলেছেন: হুম, আমার প্রথম দিকের কবিতা এটা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.