নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

অনিন্দ্য নিষ্ঠুরতা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

এতো টা পথ এসে...

যদি টেনে ধরে আবারও সেই পিছুটান।

যে সৃতি গুলো তুলে রেখেছি-

নিষিদ্ধ স্মৃতির ভাণ্ডারে,

যদি সে স্মৃতি রোমন্থন করতে হয়,

যদি আবারও ফিরে যেতে হয়,

সেই বিষাদ মাখা পথে -

তবে কি পারবো ?

নিজেকে বরাবরের মত-

সামলে নিতে ?

যেভাবে নিয়েছি বারংবার ?



যদিও আজ নিষ্ঠুরতা আমার সাথি হচ্ছে না।

আমি আজ বিমূর্ত নই।

আজ আমার মৌনতা ভেঙ্গে-

ঝরে পরছে তীব্র আর্তনাদ।

যে আর্তনাদ এ কান চেপে ধরেছে-

এক ঝাঁক স্বপ্ন পাখি।

তারা আজ বেশ ভীত।



আমার কল্পরাজ্যের-

ঘুমন্ত আগ্নেয়গিরি আজ গর্জে উঠেছে,

উত্তপ্ত লাভা ভাসিয়ে নিচ্ছে সব,

বিলীন হয়ে যাচ্ছে সবকিছু।

বইছে তীব্র ধুলোমাখা বায়ু...

ক্ষণে ক্ষণে কম্পিত হচ্ছে পুরো রাজ্য।

ধ্বংস হচ্ছে অনিন্দ্য নিষ্ঠুরতায়।



নিষ্ঠুর সে অনিন্দ্য নিষ্ঠুরতা।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লেগেছে !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

তওসীফ সাদাত বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: শান্ত কণ্ঠে বলা কিছু শব্দগুচ্ছের বাহার ভালো লেগে গেল।

চমৎকার লাগল, তওসীফ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.