নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

কৌতূহল

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

জন্মেছ,বেরে উঠেছ।

বাস্তবতা দেখেছ, বিস্মিত হয়েছ।

জীবনের প্রতিটি ভুল নিয়ে-

কল্পরাজ্যের অতল গহীনে ডুবে গিয়েছ,

বারংবার।



ক্ষণে ক্ষণে থমকে গিয়েছ,

কি ভুল আর কি সঠিক ?

কি হচ্ছে আর কি হওয়া উচিত ?

কি হয়েছে আর কি হবে ?

হাজারও প্রশ্ন নিয়ে, বেশ ধীরে ধীরে-

জীবন নামের গল্প লিখে চলেছ।



একবারও কি ভেবে দেখেছ ?

শেষ বেলা, প্রশ্ন লিখতে লিখতে-

যখন তোমার মাঝে ক্লান্তি ভর করবে,

মস্ত বড় প্রশ্ন নিয়েই কি তোমার সমাপ্তি টানবে ?



ভাবছ তুমি এসব কি ?

আবারও প্রশ্ন, কথায় কথায় প্রশ্ন।



বিস্মিত হতে হতে একটা পর্যায়ে-

মান অভিমান এর পালা আসে।

যেখানে গাম্ভীর্য নিয়ে দার্শনিক হবে,

আর কিছু বাস্তবমুখী বচন-

তোমার বুদ্ধিমত্তায় ঝড় তুলবে।

দিনশেষে আবারও তুমি ঘরে ফিরবে।

চক্রাকার এ জীবন ধীরে ধীরে এগুবে,

আর তুমি প্রশ্ন আর উত্তর এর চক্রে পরে,

ঘূর্ণায়মান লাটিম হয়ে ঘুরবে, ঘুরবে, ঘুরবে।

যতক্ষণ ধুলোয় জড়ানো নিঃশ্বাস নিবে,

ঘুরবে আর ঘুরবে।

যতক্ষণ তোমার মন বৃদ্ধ না হবে,

ঘুরবে আর ঘুরবে।

যতক্ষণ না তোমার দেহে অসমাপ্ত ক্লান্তি নেমে আসবে,

ঘুরবে আর ঘুরবে।

সমাপ্তি পর্যন্ত ঘুরবে আর ঘুরবে।

তোমার শেষ হবে কৌতূহল নিয়ে,

যেখানে তোমার শুরু হয়েছিল।

সেখানেই ফিরবে, সেখানেই শেষ হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

একজন আরমান বলেছেন:
তোমার লেখা দেখে আমার লোভ লাগছে। তুমি দু দিন পর পর ই দুর্দান্ত লিখছো, আর ওদিকে আমি সব ভুলে গেছি। কিছুই পারছি না। আর হবে না আমাকে দিয়ে।

শুভকামনা রেখে গেলাম।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৮

তওসীফ সাদাত বলেছেন: হা হা আরমান ভাই, কি যে বলেন। দেখেন কত কম মানুষ পড়েছে। লেখা ভাল হইলে কি আর এই অবস্থা থাকে ? ধন্যবাদ। আপনাদের প্রশংসা এবং উৎসাহই আমাকে বারবার ভাল কিছু সৃষ্টি করার অনুপ্রেরণা দিচ্ছে। তাই আপনাদেরকেই মূলত ধন্যবাদ জানাচ্ছি। আমি চেষ্টা করি বারংবার আপনাদের প্রশংসা কুড়ানোর।

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

একজন আরমান বলেছেন:
কমিউনিটি ব্লগ ইন্ট্যারেকশন এর জায়গা। তোমার ইন্টারএকশন এর উপর কমেন্টস তোমার পপুলারিটি নির্ভর করবে। কিন্তু সেটা অবশ্যই লেখার মান নির্ধারক হতে পারে না। হিটস কমেন্টস দিয়ে লেখার মান বিচার করা যায় না।

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:২০

তওসীফ সাদাত বলেছেন: হুম, এটা অবশ্য ঠিক। আমি আমার মত চেষ্টা করে যাবো :) হিট পেলেই কি আর না পেলেই কি !! আত্মসন্তুষ্টি তো অন্তত পাবো !! যারা আমার লেখা নিয়মিত পড়ে তারা তো জানে আমি কতটুকু পারি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.