নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

মায়াবতী

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৭

মায়াবতী, ওগো মায়াবতী !

শুনছো কি ?

তোমায় যে ডাকছি আমি।

একটু সময় হবে কি ?

আমার জন্যে তোমার ?

একটু দাঁড়াবে কি, মায়াবতী ?

একটু থেমে আমায় বলবে কি ?

মায়া দিয়ে হয়টা কি ?

শুনেছি, মায়া-মমতা বড্ড অদ্ভুত ব্যাপার।

যতসব নাকি যাদুর কারবার ?

যাদু মাখানো নাকি থাকে মায়াতে ?

একবার যাকে বশ করে, সে নাকি পারেনা ভুলতে ?

তাই কি কখনও হয় নাকি, মায়াবতী ?

আমায় তবে কিছু মায়া দেবে কি ?

আমি কাওকে বশ করতে পারবো কি ?

যদি মায়া নামের যাদুর ছোঁয়ায় তাকে ছুয়ে দেই ?

মায়াবতী, ও মায়াবতী !! শুনছো কি ?

আমার কত দুঃখ আছে, জানো কি ?

আমি যে বড্ড একা, বড্ড বেশি একাকী।

আমায় মায়ার যাদু শেখাবে কি ?

আমি মায়া করে রেখে দিবো কাওকে।

যে আমায় খুব বেশি ভালবাসবে।

যে আমায় অনেক অনেক আদর দিবে।

যে আমায় শক্ত করে ধরে রইবে।

এই মায়াবতী, শুনছো তো ?

আমায় যাদুটা শেখাবে তো ?

মায়ার যাদু, আমি শিখবো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫১

রাইসুল নয়ন বলেছেন: প্রিয় কবি,
আপনার গভীর আবেগের তল না পেলেও বুঝতে পেরেছি কিছুটা ।।

ভালো থাকুন।

২| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১:৫৯

তওসীফ সাদাত বলেছেন: হুম, হয়তো বা হঠাৎ করে বুঝতে পারবেন না। সময় নিয়ে ভাবলে বুঝবেন। অন্তত আমি সেটা মনে করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.