নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

নষ্ট মানুষ

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

সেই পথেই এসেছি ফিরে আমি,

যেখানে এসে ডুবে গিয়েছিলাম-

অতল স্মৃতির জোছনা মাখা-

সুশোভিত কাব্যকথার সমুদ্রে।

নোনা স্বাদের পাণ্ডুলিপির গহীনে।



ফিরে এসেছি, সকল মায়া ত্যাগ করে।

আবারও সেই পথে, মৃত পথিক হয়ে।

যেখানে চারিধারে শবদেহ পোড়ে,

যেখানে চারিধারে ছড়িয়ে আছে-

ফুলে ওঠা পচা লাশের গন্ধ।

যে পথ মিছে গিয়েছে শূন্যতায়,

আর্তনাদ করে করে হাঁপিয়ে উঠে-

সে পথের ক্ষুধার্ত হায়েনার কংকালগুলো।

আকাশ হতে কাদামাটির বৃষ্টি ঝড়ে,

যে বৃষ্টিতে মিশে থাকে রক্ত।

সেই বৃষ্টি তে ভিজে রক্ত-সিক্ত হবো বলে,

আবারও এসেছি ফিরে আমি, এ পথে।

যে পথে যখন সূর্য হাসে,

অদ্ভুত বিদ্রূপ মাখা কণ্ঠে।

মৃত শকুনের চিৎকারে পালিয়ে যায়-

একঝাক মৃত দাঁড়কাক,মিছে ভয় নিয়ে।

শুন্যতার অক্ষিকোটর গলে বেরিয়ে আসে,

পচে যাওয়া সাপের বাচ্চাগুলো,

যাদের মরচে পরা দাঁতে বিষ থাকেনা।



খানিক দূরে দূরে যে পথের ধারে-

ঠায় দাড়িয়ে থাকা বৃক্ষরা কাঁদে।

একটি মাত্র,অন্তত একটি মাত্র পাতার আশে।

আমি সে পথেই এসেছি ফিরে,

স্বীকৃতি প্রাপ্ত নষ্ট মানুষ হয়ে।

ফিরে এসেছি সে নষ্ট জগতে,

সকল মৃতদেহের ভিড়ে,বিদঘুটে গন্ধে-

বুক ভোরে শ্বাস নিয়ে তৃপ্ত হতে।

আমি এসেছি,আবার এসেছি ফিরে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার লিখেছেন ! ফিরে আসা সফল হোক !

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ :)

২| ০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: খুবই ভাল লাগলো,,,,,,,,আরও লিখুন দুহাত খুলে,,,,,,,,,,,

০২ রা অক্টোবর, ২০১৩ দুপুর ২:৫১

তওসীফ সাদাত বলেছেন: ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম, চেষ্টা করে যাবো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.