নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

চেনা-অচেনা

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৬

যদি বল এবারই শেষবার,

আর ভুল হবে না,

আর ছেঁড়ে যাবে না কখনও।

ফিরে আসবে ? কেন ?

আমি তো চাই না তোমাকে আর।

আমার যে স্বপ্নের ডানা ভেঙ্গে দিয়েছ,

সেই স্বপ্ন তো আর দেখি না।

আর ভাবি না সে ইচ্ছে গুলো নিয়ে,

যে ইচ্ছে গুলো ধীরে ধীরে-

খুব বেশি সতর্কতার সাথে,

একটার পর একটা ভুল দিয়ে-

নীরবতা দিয়ে ঢেকে দিয়েছ।



আমি তো ভুলেই গিয়েছি,

কখনও কি স্বপ্ন দেখছি ?

যে স্বপ্নে তুমি ছিলে,

দুজনে হাত ধরে,

কোন এক স্রোতস্বিনীর পাড় ধরে,

নিশ্চুপ হেঁটেছি।

কই না তো ! মনে পরছে না তো।



কখনও কি ভুল করেও,

তোমার কোলে মাথা রেখে,

কৃষ্ণচূড়ার ছায়ায় বসে,

একঝাক ইচ্ছে-পাখিদের কে

মৌন আকাশে উড়তে দেখেছি!

কই না তো, মনে পরছে না তো।



হয়তো কেও ছেঁড়ে গিয়েছে বলে,

তাকে নিয়ে দিন রাত ভেবেছি,

হয়তো রাত পেরিয়ে ভোর হয়েছে,

নির্ঘুম থেকেছি।

হয়তো একাকীত্ব কে খুব কাছ থেকে,

অনেক বেশি ভালবেসেছি।

কখনও দুঃখ-পাখি দের খাঁচায় বন্দি করে-

নিশ্চুপ কেঁদেছি।

তাই বলে কি স্মৃতি গুলো ভুলে গিয়েছি ?

কই না তো, কিছু তো ভুলি নি।



তুমি কে ? তুমি বলে তো কেও ছিল না আমার।

মনে পরছে না তো।

তুমি তো এক অচেনা পাখি।

যাকে আমি কখনও চিনতামই না।

কি বলছ আবোলতাবোল,

তুমিই কেন সে হতে যাবে!

যার জন্য এতটাই ভেবেছি, এতটাই কেঁদেছি।



দুঃখিত, চিনতে পারছি না।

ক্ষমা করে দিও,

আর কখনও ফিরে এসো না।



আমি চাই না অচিন পাখিকে-

মিছে মায়ায় বেঁধে রাখতে!

কি দরকার বল ?

পাখি উড়ে বেড়াক আকাশ থেকে আকাশে।

তাতেই তো পাখির আনন্দ।

যখন সময় হবে ক্লান্ত হয়ে নীড়ে ফিরবে,

আমি কেন বেঁধে রাখবো ?



কি ব্যাপার ? কাঁদছ কেন ?

কি মুশকিল, বিব্রত করে দিলে তো আমায়।

তোমার নীড়ে ফিরে যাও পাখি,

আমার কি আছে, বল ?

যে তোমার আগলে রাখবো ?

আমি তো এক নিঃসঙ্গ পথিক।

এবার তবে বিদায় পাখি,

কেঁদো না।

ফিরে যাও নীড়ে।

আমি ছন্নছাড়া হয়ে ঘুরে ফিরি,

আমার আপন পথে,

বিদায় পাখি, ভাল থেকো।

আপন নীড়ে অলংকার হয়ে।

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪২

আমি সাজিদ বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ। :)

২| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৭

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা । ভালো লেগেছে ।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :)

৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২

প্রোফেসর শঙ্কু বলেছেন: সাদা মনের সাদা কথা। ভালো লেগেছে।

১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯

তওসীফ সাদাত বলেছেন: হুম, খুব সাধারণ কিছু কথায় গুছিয়ে কিছু অনুভূতির প্রকাশ করতে চেয়েছি। ভাল লেগেছে জেনে খুশি হলাম।

৪| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর লিখেছেন। সহজ সরল মনের প্রকাশ।

১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ !!!

৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

সপ্নাতুর আহসান বলেছেন: চমৎকার। মালা গাঁথার মত একটি কাহিনি সুতো দিয়ে সুনিপুণ ভাবে গেঁথে প্রেজেন্ট করেছেন ছন্দে।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৬

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ অসংখ্য !! চেষ্টা করেছি :) প্রতিটি কবিতাই একটা গল্প আমার মতে।

৬| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:

সরল শব্দে লেখা কবিতা।
ভাল হয়েছে।

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৭

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ নাযিম ভাই।

৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৮

শাফ্‌ক্বাত বলেছেন: প্লাস দেওয়া যাচ্ছে না কেনো? ভালো লেগেছে কবিতা!

১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮

তওসীফ সাদাত বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: সুন্দর!

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ আপু !! :)

৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১১

অস্পিসাস প্রেইস বলেছেন: সহজ ভাষায় সুন্দর কবিতা!

সাদাত আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা....
ভাল থাকুন।।
ঈদ মোবারক!!

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৯

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ :)

আপনাকে ও আপনার পরিবারের সবাইকে ও ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: সিম্পল। ভালো।

১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

তওসীফ সাদাত বলেছেন: হুম। সেটাই চেষ্টা করেছি। খুব সাধারণ কিছু কথায় কিছু অনুভূতির প্রতিফলন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.