নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

**সংখ্যালঘু শব্দটি বর্জন করুন, বাংলাদেশী হিসেবে চিনুন**

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

দেশ টা বাংলাদেশ। এই দেশের প্রতিটা মানুষ বাংলাদেশী। তারা সবাই দেশের নাগরিক। কোন সন্ত্রাসী যদি গণহারে দেশের সাধারণ নাগরিকদের ঘর-বাড়ি পুড়িয়ে দিতে শুরু করে তবে কারা এগিয়ে যাবে তাদের দমন করতে ?



আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি একটিভ না থাকে পুরোপুরি তবে কারা প্রতিবাদ জানাবে ?



দেশের অন্যান্য নাগরিকরাই তো জানাবে ? তেমনটাই তো হওয়া উচিত ? তাই নয় কি ?



ধরুন আপনি এই ভেবে গেলেন না, আপনি নিজে নিজের পরিবার নিয়ে ঠিক আছেন, কি দরকার নিজের খেয়ে অন্যের মোষ তাড়ানোর ?



আচ্ছা, আপনি যে নিজের খাচ্ছেন, শুধুমাত্র পরিবার পর্যন্তই কি সীমাবদ্ধ ? আপনি যে দেশে থাকছেন, যে দেশের খাবার খাচ্ছেন, হোক কিছু কিছু বাইরে থেকে আমদানিকৃত, তবুও এই দেশে থেকে, খেয়ে পড়ে, কাজ করে বেঁচে আছেন। এই দেশ কি আপনার না ? এই দেশের প্রতি, এই দেশের জনগণ এর প্রতি কি আপনার নিজস্ব কোন দায়িত্ব নেই ?



হুম, জানি, সবাই পারে না এই দায়িত্ব নিতে, গণতন্ত্র বললেই হয়ে যায় না, নিজ নিজ ধ্যান জ্ঞান ঠিক থাকতে হয় গণতন্ত্র সম্বন্ধে।

দায়িত্ব দেওয়া হয় সরকার কে, কিন্তু দায়িত্ব দিয়েই খালাস হয়ে গেলেন, সরকার যে নিজ স্বার্থ রক্ষা করবে না, এইটা কি করে জানেন ? আপনি নিজেও জানেন, সরকার সর্বদা আগে নিজ স্বার্থ দেখবে, তবুও আপনি খালি হতাশ হয়ে একটা কথাই বলেন, রাজনীতি খারাপ, সরকার একটাও ভালো না, এইরকম আরও কত রকমের মন্তব্য। সামনে এগিয়ে দেশ এর জন্য কিছু করতে চায় কয়জন ? মন্তব্য তো সবাই করতে পারে। আমার কথা বলবেন ? আমি জানি আমি কিছু করতে পারি না, আমার কাজ বলা। বলতে জানি, হয়তো দু একজন কে উৎসাহিত করতে জানি, হয়তো কাওকে ভাবাতে জানি। কিন্তু, সচেতন ভাবে ভাবার এবং সাহস করে সামনে এগিয়ে আসার মানুষ কি নেই ?



এবার আসি যে কথা দিয়ে শুরু করেছিলাম, সে কথায়। আরে ভাই, নির্দ্বিধায় হিন্দু/মুসলিম/বৌদ্ধ/খ্রিষ্টান যাই বলেন, বাংলাদেশের নাগরিক যারা, তাদের কে আলাদা করে সংখ্যালঘু কেন ডাকতে হবে ? আপনার নিজের কি বিবেক নেই ? আপনার প্রতিবেশীর ঘর পুড়লে সে যদি হিন্দু হয় আর আপনি যদি মুসলিম হওন, আপনি কি যাবেন না তাকে সাহায্য করতে ? দেশটা আগে, দেশ এর নাগরিক হওন আগে। ধর্ম সার্বিক ব্যাপার। এটা পুরো পৃথিবী জুড়ে, নানা ধর্মের , নানা মতের মানুষ আছে। কিন্তু দেশ কিন্তু আমাদের একটাই আছে। এই বাংলাদেশ। সংখ্যালঘু শব্দ ত্যাগ করুন। নাগরিক ভাবুন ভিন্ন ধর্মের ভিন্ন জাতের মানুষগুলোকে। প্রতিবাদের ভাষা বদলান। দেশের নাগরিকের নিরাপত্তা নিয়ে আন্দোলন করুন। কোন সংখ্যালঘু নিয়ে না।



ধরুন পাশাপাশি তিনটা বাড়ি, মাঝে মুসলিম, দুপাশে হিন্দু। দুপাশের হিন্দু বাড়ি পুড়লে, মাঝের মুসলিম বাড়ি যে পুড়বে না, এর নিশ্চয়তা কি ?



হিংস্র সন্ত্রাসীরা যখন এসব করে, তখন কি তারা আগে ঘর যাচাই বাছাই করবে ? নাকি আপনি মুসলিম না হিন্দু গিয়ে যাচাই করবে ? কিভাবে ? যদি আপনার মাথায় টুপি না থাকে ? মুখের কথায় বিশ্বাস করবে ? আপনার লুঙ্গি/প্যান্ট খুলে যাচাই করতে হবে না ? যদি হিন্দু হয়েও মুসলিম ভান ধরে থাকেন বাঁচার জন্য ?



আমি কে বা কারা পুড়চ্ছে, তাদের নিয়ে বলতে বসিনি। আমি বলতে বসেছি, দেশের সকল নাগরিক দের কে, সংখ্যালঘু বলে কোন কথা নেই। আমরা সবাই দেশের নাগরিক। কোন সন্ত্রাস এর বিরুদ্ধে দাড়াতে হলে আমাদের সবার এক হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক কাতারে এসে প্রতিবাদ করতে হবে।



দেশের একজন নাগরিক যেখানে বিপদমুক্ত না, অন্যান্য নাগরিক ও যে বিপদে পরবে না, এর নিশ্চয়তা কি ????



আমি আহ্বান করবো, সবাই নাগরিক অধিকার নিয়ে, দেশের নাগরিকের ক্ষতিপূরণ এবং নিরাপত্তার জন্য আন্দোলন করুন। সংখ্যালঘু দের প্রতি করুণা থেকে না, তারাও দেশের নাগরিক। তাই বলবো সংখ্যালঘু শব্দটি ভুলে যান। নাগরিক ভাবুন প্রথমে।



দেশে থাকেন, দেশের নাগরিক। আপনি বাংলাদেশী। দেশটা এমনি এমনি আসেনি। যুদ্ধ করে অর্জিত হয়েছে। অনেক রক্তে রঞ্জিত হয়েছে দেশের মাটি। সেই ক্ষত কখনোই ঠিক হবার নয়। কিন্তু তার উপর দেশটা সুন্দর করে গড়ে তুলেই সেই ক্ষত কিছুটা প্রশমিত করা সম্ভব।



** সচেতন হওন নিজের নাগরিক অধিকার সম্পর্কে, এগিয়ে আসুন দেশের স্বার্থে, ব্যক্তি-স্বার্থ এর থেকে দেশের স্বার্থটা অনেক বড়। নিজের নিরাপত্তা এবং আপনার সহ-নাগরিকদের নিরাপত্তার জন্য আন্দোলন করুন, সংখ্যালঘু শব্দ টা মাথা থেকে ঝাড়ুন **

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

রহস্যময়ী কন্যা বলেছেন: একমত
ধর্ম যার যার দেশটা সবার, দেশের স্বার্থ সবার আগে

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৬

তওসীফ সাদাত বলেছেন: মতামত অনেকেই দেয়, কাজে এমন ভাবে খুব কম মানুষ। :)

২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক বলেছেন: "হিন্দু না ওরা মুসলিম, ঐ জিজ্ঞাসে কোন জন
কান্ডারী বল, ডুবিছে মানুষ সন্তান মোর মার।"

আন্দোলনটা কিন্তু শেষ করতে হবে। মাঝপথে যেন থেমে না যায়। :)

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৮

তওসীফ সাদাত বলেছেন: আন্দোলন করার আমি কে !! আমি যতটুকু করতে পারি, সবাই কে ব্যাপারটা স্পষ্ট করে লিখে জানাতে পারি।

ধর্ম দিয়ে নাগরিকত্ব বিচার না করে, সবাইকেই বাংলাদেশী হিসেবে চিনুন :)

৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৩

উদাস কিশোর বলেছেন: একমত

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

৪| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫০

আফ্রি আয়েশা বলেছেন: যুক্তি পূর্ন লেখা। ভালো লিখছো :)

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১

তওসীফ সাদাত বলেছেন: মতামত টা কিন্তু দ্যান নাই !! :)

লেখার প্রশংসা না, এখানে মতামত টাই তো মূল। অন্তত পাঠক দের যদি বিন্দুমাত্র ধারণা বদলায় এবং পরিছন্ন চিন্তা করে এই ব্যাপারটা নিয়ে তবেই না সার্থকতা এই পোস্ট এর :)

৫| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২১

জাহাঙ্গীর জান বলেছেন: সংখ্যালঘু নয় ওরা মানুষ,ওদের ও বাঁচার আছে । আমাদের সংবিধানে মূলত ওদেরকে সংখ্যালঘু হিসাবে ছিন্নিত করেছেন । সংবিধান থেকে সংখ্যালঘু শব্দটি মুছে ফেলা উচিত, আপনাকে ধন্যবাদ যুক্তি যুক্ত পোস্টটির জন্য ।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২

তওসীফ সাদাত বলেছেন: জি হ্যাঁ। সংখ্যালঘু শব্দটী মুছে ফেলা হোক :)


আপনাকে ধন্যবাদ আপনার মতামত শেয়ার করার জন্য :)

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৫৪

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: পুরাপুরি একমত। বাংলাদেশের যারা নাগরিক তাদের একমাত্র পরিচয় বাংলাদেশী। সংখ্যালঘু, আদিবাসী এইসব নাম বর্জন করা উচিত।

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য :)

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

অেসন বলেছেন: সংখ্যাগুরুরাই সংখ্যালঘু শব্দটি উপহার দিয়েছে।
'ধর্ম যার যার রাষ্ট্র সবার' - যদি সংখ্যাগরিষ্ঠ লোকেরা বিশ্বাস করেন
তাহলে রাষ্ট্রের ধর্ম কেন ?

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

তওসীফ সাদাত বলেছেন: রাষ্ট্রের ধর্ম দেশ, তাদের বলা হয় বাংলাদেশী। এর উপর কোন কথা নেই।

সংখ্যগুরু বলতে যাদের বুঝিয়েছেন তাদের কেই প্রথমে এই ব্যাপারটা মাথায় ঢুকাতে হবে :)

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬

শিপু ভাই বলেছেন:
এই শব্দটার অপব্যবহার করার জন্য দায়ী একটি জাতিয় দৈনিক।
সংখ্যালঘু না বলে "হিন্দু সম্প্রদায়" বললেই যথাযথ হয়।

ধর্ম যার যার...রাস্ট্র সবার!!!

কোন ধরণের হামলা/নির্যাতন / নিপিড়ণ সমর্থনযোগ্য না।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

তওসীফ সাদাত বলেছেন: সহমত ভাই :)

উক্ত জাতীয় দৈনিক যে কি করে, ওরাই জানে। এক এক বার এক এক রকম এর ব্লেম পরে ওদের উপর।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

হাসান মাহবুব বলেছেন: ভালো লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ :) আপনার মতামত জানালেন না ?

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

সুমন কর বলেছেন: সুন্দর বক্তব্য। ভাল হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে আপনার মতামত টা জানতে পারলে আরো বেশি উপকৃত হতাম :)

১১| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৫

ম্রিয়মাণ বলেছেন: আমি একমত। এদেশের ওপর সবার সমান অধিকার। কারো মর্যাদা কম নয়। সবার প্রধান পরিচয় বাংলাদেশী।

এ বিষয়টা নিয়ে রাজনীতি করতে দেয়া যাবে না। কেউ কেউ বিষয়টা ব্যবহার করে বাইরের দুনিয়ায় বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সরকারকে একটি বার্তা দিতে চাইছে।

আমাদের সতর্ক থকতে হবে।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

তওসীফ সাদাত বলেছেন: সেটাই, গণতন্ত্র যাচ্ছে বলে হা হুতাশ করি, এই দল সেই দল বলে গলা ফাটাই, কিন্তু মূলত যে নিজ স্বার্থ এর জলাঞ্জলি হচ্ছে, এই ব্যাপারটা পর্দার আড়ালেই থেকে যায়।

১২| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০

অপ্রচলিত বলেছেন: সচেতনমূলক পোস্ট। পোস্টে পূর্ণ সহমত।

১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

তওসীফ সাদাত বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য :)

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সংখ্যালঘু শব্দটার সাথেই আমার আপত্তি !
এসব আলোচনা - সমালোচনা শুরু হবার অনেক আগে থেকেই বলে আসছি !

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩০

তওসীফ সাদাত বলেছেন: হুম। আমিও কখনোই এই শব্দটার পক্ষে ছিলাম না। অন্তত এই ক্ষেত্রে না। :)

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন:
হুম! এই শব্দটাই ব্যবহার করা ঠিক না!

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৫

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই সহমত দেবার জন্য। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.