নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

নির্বাক স্বপ্নদ্রষ্টা

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮

দুচোখ দিয়ে দেখছি আমি অদ্ভুতুড়ে খেলা,

মন দিয়ে, বুঝতে ব্যর্থ, ভুতুড়ে এই মেলা।

একটু এগিয়ে, অগ্নিতাপে, ছাই হচ্ছে সব,

পিছিয়ে পড়ে শীতল হয়,বড্ড অবাস্তব।



সুখ খুঁজে ক্লান্ত হয়ে পথিক দাড়ায় থমকে,

দুঃখটার মৃদু গন্ধ নেয় সে দ্রুত শুঁকে।

এক চুমুক তৃপ্তির আশে নতুন পথে নামে,

তেঁতো স্বাদে মুখ বাকিয়ে শাপ দিতে বাঁধে।

এক কদম এগিয়ে আবার উটকো ঝামেলা,

আগাছা সব কেটে ফেলে নব্য বেশভূষা।

নগ্ন মায়ায় ত্যক্ত হয়ে বিরক্ত হয় বেশ,

ঝলমলে কোন নদীর তীরে স্বপ্ন হয় শেষ।

খেলতে গিয়ে ক্লান্ত হয়, ক্লান্তি করে ভর,

সহযোদ্ধা হার মেনে, হয়ে যায় পর।



মগ্ন হয়ে তাকিয়ে থাকা ছোট্ট চিরকুটে,

গড়িয়ে পড়ে মিথ্যে মায়া দারুন সংকটে।



কলুষিত, দেহে বাঁধা, বন্দী কোন সত্তা,

হাজার কথায়, মুখর থেকেও, নীরব সে বক্তা।



সমুদ্রে গমন, বোধ হয় বড়ই নিষ্প্রয়োজন,

নুরি পাথর গুড়ো করে, নিষ্পাপ সে জীবন।

তারস্বরে চিৎকার করে ডাকে কোন চিল,

উড়তে গিয়ে হিসেবে হয় বিরাট গড়মিল।



উদ্ভ্রান্তু ভাব এনে, যাচ্ছে ভেঙ্গে মাটি,

মুখ লুকিয়ে খুঁজে কারে, হীন সে জাতি।

খেয়ে খেয়ে ফুলছে কুকুর, হচ্ছে না তার বিচার,

ক্ষুধার জ্বালায় করে ছটফট যোগ্য দাবীদার।

এখানে এসেও নীরব থাকে স্বাধীনচেতা বক্তা,

কানামাছি খেলে সুখ পায়, স্বাধীনতার কর্তা।

চেচিয়ে গলা ফুলিয়ে ফেলে স্বপ্ন দেখে দেখে,

সবাই মিলে হত্যা করে, সেই স্বপ্নদ্রষ্টাকে।



মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৮

বেলা শেষে বলেছেন: কলুষিত, দেহে বাঁধা, বন্দী কোন সত্তা,
হাজার কথায়, মুখর থেকেও, নীরব সে বক্তা।
Brother, yes we have to speakless. Assalamualikum.

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫

তওসীফ সাদাত বলেছেন: not less we need to learn just when we should do more !!!

২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

বেলা শেষে বলেছেন:
বেলা শেষে বলেছেন: কলুষিত, দেহে বাঁধা, বন্দী কোন সত্তা,
হাজার কথায়, মুখর থেকেও, নীরব সে বক্তা।
Brother, yes we have to speakless. Assalamualikum.


১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৫ ০

লেখক বলেছেন: not less we need to learn just when we should do more !!!
Assalamualikum, yes you are right.Respect to you-Thenk you very much.

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

তওসীফ সাদাত বলেছেন: :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন ।

২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) :)

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২

নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাল হয়েছে। :)

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই :)

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো।

তেঁতো স্বাদে মুখ বাকিয়ে শ্রাপ দিতে বাঁধে।

এটা কী?

২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

তওসীফ সাদাত বলেছেন: শ্রাপ = অভিশাপ

৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৫১

আফ্রি আয়েশা বলেছেন: ভালো লাগছে :)

২৩ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

তওসীফ সাদাত বলেছেন: :)

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: কবিতার শব্দমিল ভাল লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩২

তওসীফ সাদাত বলেছেন: পড়বার জন্য ধন্যবাদ। শব্দমিল যথাসম্ভব রাখার চেষ্টা করেছি। ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। :)

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩

আম্মানসুরা বলেছেন: উদ্ভ্রান্তু ভাব এনে, যাচ্ছে ভেঙ্গে মাটি,
মুখ লুকিয়ে খুঁজে কারে, হীন সে জাতি।
খেয়ে খেয়ে ফুলছে কুকুর, হচ্ছে না তার বিচার,
ক্ষুধার জ্বালায় করে ছটফট যোগ্য দাবীদার।
এখানে এসেও নীরব থাকে স্বাধীনচেতা বক্তা,
কানামাছি খেলে সুখ পায়, স্বাধীনতার কর্তা।
চেচিয়ে গলা ফুলিয়ে ফেলে স্বপ্ন দেখে দেখে,
সবাই মিলে হত্যা করে, সেই স্বপ্নদ্রষ্টাকে।


চরম সত্য অনুভুতির কাব্যিক প্রকাশ ভালো লেগেছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৩

তওসীফ সাদাত বলেছেন: ধন্যবাদ !!

চেষ্টা করেছি। ভালো লেগেছে জেনে আনন্দিত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.