নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ PK(2014)

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬

মুভি রিভিউ নাম দিয়ে স্পয়লার লিখে দিতে পারলে মন্দ হত না, আর সবার মুভি দেখার মজাটা নষ্ট করে দেওয়া।

না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি মুভির মজা নষ্ট করে দেওয়ার ঘোরতর বিরোধী। এই জিনিসটা আমি একদম অপছন্দ করি। আর বিশেষ করে মুভিটার নাম শুনে যখন ইতিমধ্যে অনেকেই জানেন যে মুভিটি আমির খানের, যাকে কি না বলিউডের মিস্টার পার্ফেক্ট বলা হয়ে থাকে। নিশ্চয় আপনাদের আশার মাত্রাটাও অনেকটাই বেড়ে গিয়েছে মুভিটি নিয়ে। তাই স্পয়লার দিয়ে সেটা আর স্পয়েল করার ইচ্ছে আমার নেই।

মূলত মুভি রিভিউ এ মুভির ডিরেক্টর বা কিছু শর্ত ইনফো দেওয়া হয়ে থাকে। আমার মুভি রিভিউ গুলো ভিন্ন স্টাইলে লেখা এটা আমি শুরু করার সময় ও বলেছি, এখন এখানেও আবার বলে নিচ্ছি। মাঝে সাঝে রিমাইন্ডার দেওয়া ভাল। তাহলে আপনাদের খেয়াল থাকবে বৈকি।

যাই হোক মূল আলোচনায় আসি, পি কে ! তার আগে আপনার কাছে আমার কিছু প্রশ্ন আছে, বরাবরের মতই আমার মুভি রিভিউ মানে আপনাকে হুট করে কল্পনার রাজ্যে নিয়ে যাওয়া আর হাজারো প্রশ্নের সম্মুখীন করা। এবার বলুন, মানুষ সবাইই কি এক? সবার বৈশিষ্ট্য কি একই রকম ?
সবাই কি একভাবেই ভাবতে জানে ? তবে তো এমন হত সবকিছুই একইরকম ভাবে হত। না থাকতো আমাদের নিজস্ব চিন্তাধারা, নাই বা থাকতো আমাদের নিজস্ব মতামত বলে কিছুর অস্তিত্ব। কারণ তখন আমাদের সবার মতামত তো একই হত। সবকিছু তখন একই পন্থায় কাজ করতো। তখন সৃজনশীলতা বলেও কিছু হয়তো থাকতো না। আমরা বিভিন্ন চিন্তাধারার, বিভিন্ন রকম সত্তার হয়েছি এর পেছনেও কি একোটা সুক্ষ্ম কারণ থাকতে বলে কারো মনে হয়নি?
কেন এই বৈচিত্রতা, কেনই বা আমাদের নিজস্ব চিন্তাধারা দিয়ে, সেই চিন্তাধারাকে নিয়ন্ত্রণের চেষ্টা ? আমাদের প্রশ্ন করার ক্ষমতা দেওয়ারই বা কি দরকার ছিল যদি তার উত্তর দেওয়ার প্রয়োজন না থাকে স্রষ্টার?

বিষয়গুলো ভাবার। আর হ্যাঁ এখানে ধর্ম টেনে এনে দয়া করে পোস্ট টা কে নাস্তিক/আস্তিকের কাতারে ফেলবেন না। এটা ব্লগের পুরনো ইস্যূ। আমি এই দুটোর একটা নিয়েও কথা বলছি না। মনে রাখবেন আমি শুধুই মুভি বিষয়ক কথাই বলছি। এখানে আমার ব্যক্তিগত ডায়েরী খুলে বসিনি যে ব্যক্তিগত মতামত লিখে যাচ্ছি।

তো যা বলছিলাম, অনেকগুলো প্রশ্ন করলাম, আরো অনেক অনেক প্রশ্ন কিন্তু করা সম্ভব। তবে আর বেশিদূর এগুচ্ছি না। এইতো আর দুচারটা প্রশ্ন করেই ক্ষ্যান্ত হবো।
এখন ধরুন আপনি একজন শিশু। একজন শিশুর যখন মুখে বুলি ফুটে, যখন সে পুরোপুরি কথা বলা শিখে। তার এটিচিউড কেমন টা থাকে ? সে যা দেখে তাতেই অবাক হয় এবং প্রশ্ন করে। প্রশ্নের কোন শেষ হয় না তার। আর যদি আর দশটা শিশুর থেকে সে একটু স্মার্ট বা বুদ্ধিমান/বুদ্ধিমতী হয় তবে অনেক সময় বড়দের সেই শিশুর প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে হিমশিম খেতে হয়। নিজেদের ও দেখা যায় তখন পড়াশুনা করার প্রয়োজন পরে যেতে পারে। একটি শিশু কিচ্ছু জানেনা, কিচ্ছু বোঝে না। তাকে হয়তো অভভাবক হিসেবে অনেক কিছু শেখাবেন আপনারা। কিন্তু শিশুর নিজস্ব মস্তিষ্ক যেহেতু আছে, তার ভাববার পন্থাও কিন্তু ভিন্নই হবে, তাই কি হওয়া উচিত না? আপনি যতই তাকে আপনার মত করে গড়ে তুলতে যান না কেন তার নিজস্ব চিন্তাধারা কে কিন্তু প্রভাবিত করতে পারবেন না, একদিন না একদিন তা ঠিকই প্রকাশ পাবে, যদি আপনি বেশি ডোমিনেটিং হয়ে থাকেন, তবে হয়তো সেটা প্রকাশে দেরিই হবে, কিন্তু যদি আপনি তার মুক্তি চিন্তায় স্বাধীনতা দিয়ে থাকেন তবে তা হয়তো দ্রুতই ধীরে ধীরে প্রকাশ পেতে থাকবে। তবে হ্যাঁ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা উচিত নয়, এতে করে একজন শিশুর মধ্যে ম্যাচুরিটি জিনিসটা অনেক দেরি তে আসে। যাই হোক, আমি শুরু করেছিলাম মুভি রিলেটেড কথাবার্তা দিয়ে, এখন মনে হয় একটু বেশিই অপ্রাসঙ্গিক দিকে চলে যাচ্ছি। অবশ্য সেটা আপনারা পোস্ট পড়েই বিচার করবেন না আশা করছি, মুভি দেখে এসে বিচার করবেন অবশ্যই :)



মুভিটির এই এম ডি বি লিঙ্ক

মুভিটির টরেন্ট ডাউনলোড লিঙ্ক(এইচ ডি বের হয়নি এখনো)

টরেন্ট ডাউনলোড লিঙ্ক তো দিলাম, কিন্তু মুভিটির এইচ ডি প্রিন্ট এখনো বের হয়নি। আর এই প্রিন্ট টা ভালো এর কাতারে পরে না, কাজ চালিয়ে নেওয়ার মত বলা চলে।

শেষ করছি একটা কথা দিয়ে,

স্রষ্টা সার্বজনীন, আমাদের সবার স্রষ্টা একই। আমরাই তার বিভাজন টেনেছি। তার ইবাদত করার হরেক রকম পন্থা বের করেছি।

মন্তব্য ৩০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২৪

অপ্রতীয়মান বলেছেন: মুভি দেখার পর আপনার এই পোষ্ট আবার পড়তে আসবো। এখন না বুঝলেও তখন হয়তো বুঝে আসবে কথাগুলি।

ধন্যবাদ :)

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৮

তওসীফ সাদাত বলেছেন:



হুম, আমার রিভিউ এর মূল উদ্দেশ্য কৌতূহল তৈরি। বাকিটা মুভি দেখলেই প্রশ্নের উত্তর এবং যথাযথ মতামত আপনা আপনি চলে আসবে রিভিউ পাঠকের।
মতামতের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ। :)

২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

এনামুল রেজা বলেছেন: ভালো প্রিন্টের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। আপনার রিভিউ এ ++

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৯

তওসীফ সাদাত বলেছেন:


ধন্যবাদ। ভালো প্রিন্ট দেখার পর অবশ্যই মন্তব্য জানাতে ভুলবেন না। রিভিউ তে মন্তব্যের ব্যাপারে আমি বেশ ইন্টারেস্টেড, পরের রিভিউগুলোতে পাবলিক ওপিনিয়ন বুঝে লেখার চেষ্টা করি আমি।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

আমি ইহতিব বলেছেন: অপ্রতীয়মান এর মত আমিও বুঝিনি। পরে আবার আসতে হবে আপনার লেখা রিভিউ বুঝতে।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

তওসীফ সাদাত বলেছেন:



হুম, আমার রিভিউ এর মূল উদ্দেশ্য কৌতূহল তৈরি। বাকিটা মুভি দেখলেই প্রশ্নের উত্তর এবং যথাযথ মতামত আপনা আপনি চলে আসবে রিভিউ পাঠকের।
মতামতের অপেক্ষায় রইলাম, ধন্যবাদ। :)

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

স্বপ্নবাজ অভি বলেছেন: নাম শুনে ভাবছিলাম শাকিরার জামাই পিকে ইন্ডিয়া আসছে বুঝি !
আমিরের মুভি , সেই হিসেবে দেখতেই হবে !

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

তওসীফ সাদাত বলেছেন:


হা হা হা। না বার্সার পিকের সাথে এই পিকের সম্পর্ক নেই তবে এলকোহলের সাথে বেশ স্ট্রং একটা সম্পর্ক আছে বটে ;)

ধন্যবাদ। দেখার পর মতামত জানাতে ভুলবেন না অবশ্যই :)

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

অশ্রুত প্রহর বলেছেন: মুভি টি দেখার খুব ইচ্ছে .. দেখার পর বোঝা যাবে।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

তওসীফ সাদাত বলেছেন:


মতামতের অপেক্ষায় রইলাম :)

ধন্যবাদ।

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০২

ডট কম ০০৯ বলেছেন: দারুন রিভিঊ রাতুল ভাই।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

তওসীফ সাদাত বলেছেন:


ধন্যবাদ ভাই :)

মুভি সম্পর্কিত মতামত জানাতে ভুলবেন না :)

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:২১

নাজনীন পলি বলেছেন: পোস্টটা ভালো মত বুঝি নাই তবে মুভিটি দেখার ইচ্ছা আছে ।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২২

তওসীফ সাদাত বলেছেন:



মুভিটি দেখলেই বুঝে যাবেন আশা করছি :)

মতামত জানাতে ভুলবেন না অবশ্যই :)

ধন্যবাদ।

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৯

আমি তুমি আমরা বলেছেন: মুভি দেখে হয়ত মন্তব্য করব।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৩

তওসীফ সাদাত বলেছেন:


মতামতের অপেক্ষায় রইলাম :)

ধন্যবাদ :)

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

মামুন রশিদ বলেছেন: মুভি রিভিউ ভালো লেগেছে । ছবিটা দেখার ইচ্ছে আছে, তাই স্পয়লার না করার জন্য স্পেশাল থ্যান্কস ।


প্লাস+

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

তওসীফ সাদাত বলেছেন:


স্পয়লার আমি খুব একটা কখনোই দেই না। তবে মাঝে সাঝে স্পয়লার দেওয়া প্রয়োজন পরে, তবে সেটা মুভি দেখার আগে পড়ে লাভ নেই, মুভি দেখতেই হবে সেটা বোঝার জন্য। দেখার পর পড়লে মনে হবে যে স্পয়লার ছিল।

ধন্যবাদ :)

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: ++++++

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪০

তওসীফ সাদাত বলেছেন:



এত্তগুলো প্লাসের জন্য ধন্যবাদ :)

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:২৯

কালপুরুষ420 বলেছেন: The movie deliberately insulted hindu religion.Still people will say that what a nice acting by Amir khan, Audience will like amir khan abuses even the abuses in a perfectionist way. Amir khan is not wrong,he is making fool and we are becoming fool.Why Amir khan did not make any movie on Islam or khristian or buddism? Amir khan should apologize for this controversial movie.

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

তওসীফ সাদাত বলেছেন:


আপনার ধারণায় খানিকটা ভুল আছে। মূলত হিন্দু ধর্ম প্রাধান্য পেয়েছে এটা বলিউড মুভি বলে। এক্ষেত্রে সেইম কন্সেপ্ট নিয়ে যদি আমাদের দেশে বানানো হত সেক্ষেত্রে ইসলাম টা বেশি ফোকাসড্‌ হত।

ধন্যবাদ।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪২

জন কার্টার বলেছেন: /:)

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

তওসীফ সাদাত বলেছেন:



:)

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

কলমের কালি শেষ বলেছেন: দেখেছি তবে প্রিন্টটা বাজে.... :(

২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

তওসীফ সাদাত বলেছেন:


আমির খানের ছবি বলে কথা। তাই তর সইছিল না :)

তবে ভালো প্রিন্টা আসার পর আবার দেখবো অবশ্যই :)

ধন্যবাদ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: রিভিউ ভাল হয়েছে । পোস্টে +

০৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

তওসীফ সাদাত বলেছেন:


ধন্যবাদ সেলিম ভাই :)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৬

রোদেলা বলেছেন: শেষ লাইনটাই চিরন্তন সত্য।

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

তওসীফ সাদাত বলেছেন:


হুম। সেটাই।
শুভকামনা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.