নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ The Judge(2014)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩







কখনো কখনো আমরা এমন অনেক অনুভূতি আড়ালে রেখে দেই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। কত সময় পেরিয়ে যায়, সেসব অনুভূতিগুলো তে মরচে পরে না, ক্ষয়ে যায় না, কারণ তার বস্তুত প্রতিফলন ঘটতে থাকে ক্রমাগত। আর সে প্রতিফলন নিজ অবস্থান অথবা উৎস সম্পর্কিত জ্ঞানে থেকে যায় আঁধারেই। বেচারা অথবা বেচারি প্রতিফলন জানেও না তার মূল উৎসের কথা।



এটা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ একটি ঘটনা। আমরা সবাইই অনেক ক্ষেত্রেই এমনটা করি। তবে কিছু কিছু অনুভূতি বা অনুভব অথবা স্মৃতির ভার বইতে বইতে এতটাই পীড়াদায়ক হয়ে দাঁড়ায় যে তার প্রতিফলন যারপরনাই রকমের অবহেলিত হয়, হয় খুব বেশি ঘৃণ্য। আর যদি এই অনুভব লুকানো মানুষটি হয় চাপা স্বভাবের, অথবা যিনি তার দায়িত্ব নিয়ে খুব বেশি সচেতন এমন কেউ! তবে সেই ভার নিশ্চুপ বয়ে বেড়াতে হয় তাকে। খুব সহজেই তা প্রকাশ পায় না।



আবার, সেই প্রতিফলন যদি হয় খুব কাছের কেও? তবে ভারের মূল্যটা কি কয়েক গুন বেড়ে যায় না ?

এখনেই যদি শেষ হত তবে হয়তো কেও কেও মানুষটার দুঃখ মেনে নিয়ে কিছুটা আফসোস করে তার প্রতি করুনা প্রদর্শণ করতেন। সমস্যা হল, এখানেই থেমে যায়নি। যেই মানুষটি এত ভার বয়েও নিজ দায়িত্বে কখনো অবহেলা করেনি তার সেই দায়িত্ব যদি শেষ সময়ে এসে তার বিপরীতে

ই বিদ্রোহ করে বসে, তবে ? তার সেই দায়িত্ব যদি তাকেই কামড়ে ধরে, তবে?

যেই মানুষটি বছরের পর বছরের এত ভার বয়ে বেড়িয়ে শেষমেষ খানিক শান্তির আশা করার সময় আসে, তখনই যদি তার সারা জীবনের অর্জন তার বিরুদ্ধেই চরা গলায় প্রতিবাদ জানায়, তবে তার আর কি বাকি থাকে জীবনে?



ড্রামা জেনারের মুভিগুলোর সমস্যা অথবা মজা যাই বলেন না কেন, কাহিনী যত বেশি ড্রামাটিক করতে পারে মুভিটি ততবেশি জমবে বলে মনে করে। তাই হয়তো মূল চরিত্রের জন্য দর্শকের করুণা বাড়িয়ে দেওয়ার জন্য আরো কিছু যোগ করে দিলেন সেই মুহূর্তে এসেই, যেখানে সে চরম মাত্রায় আহত মানসিক ভাবেই। ঘটনাচক্রের যুক্তি মেলাতে যা পরবর্তিতে দারুণ ভাবেই কার্যকর হয়।

আর এখানেই হলিউডের বেশিরভাগ ড্রামাটিক মুভিগুলো তাদের নৈপূণ্য ধরে রাখে ঘটনাচক্র মেলাতে যথাযথ যুক্তির ব্যবহার দ্বারা।



এমনই এক ভার বয়ে বেড়ানো ব্যক্তির জীবনের খানিকটা অংশ তুলে ধরা হয়েছে The Judge মুভিতে।



মুভিটির এই.এম.ডি.বি লিঙ্ক





ডাউনলোড লিঙ্ক দেওয়া সম্ভব হল না কপিরাইট সম্পর্কিত জটিলতার কারণে। আপাতত একটু কষ্ট করে বিভিন্ন টরেন্ট সাইট থেকে নিজ দায়িত্বে নামিয়ে নিবেন, ডাউনলোড লিঙ্ক দেওয়ার ব্যবস্থা খুব শীঘ্রই করবো আশা করছি। :)

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

ভূতাত্মা বলেছেন: অনুভব লুকানো মানুষটি হয় চাপা স্বভাবের, অথবা যিনি তার দায়িত্ব নিয়ে খুব বেশি সচেতন এমন কেউ! তবে সেই ভার নিশ্চুপ বয়ে বেড়াতে হয় তাকে। খুব সহজেই তা প্রকাশ পায় না। :(

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩০

তওসীফ সাদাত বলেছেন:


জানতাম !!! তুই এই পয়েন্টটা ধরবি :)

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৮

সুমন কর বলেছেন: রিভিউ ভাল লাগল।

মুভিটি দেখার লিষ্টে অাছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৯

তওসীফ সাদাত বলেছেন:

ভালো লেগেছে জেনে আনন্দিত :)

ড্রামা লাভার হলে তো মুভিটি আপনার জন্য সুন্দর একট উপহার। আর যদি নাও হোন তবেও ভালোই লাগবে আশা করছি :)

ধন্যবাদ আপনাকে। :)

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০১

মহামহোপাধ্যায় বলেছেন: ম্যুভিটি দেখেছি। অনেক ভালো লেগেছে। ড্রামা জেনেরার সেরা ম্যুভিগুলোর তালিকায় এই ম্যুভিটি আসার যোগ্যতা রাখে। দায়িত্ব আর সম্পর্কের এক অদ্ভূত টানাপোড়েন!!


আপনার রিভিঊ সম্পর্কে বলতে গেলে বলতে হয়, অত্যন্ত চমৎকার একটা রিভিউ। পাঠককে আগ্রহী করে তুলবে নিঃসন্দেহে।


শুভেচ্ছা রইল :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

তওসীফ সাদাত বলেছেন:


তা তো বলতেই হয়। মুভিটি ড্রামা জেনারের তালিকায় শীর্ষস্থান নিঃসন্দেহে পাবে।


রিভিউ ভালো লেগেছে জেনে আনন্দিত :)
ধন্যবাদ আপনাকে :)

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৮

মোঃ সাইফুল ইসলাম সোহেল বলেছেন: খুব ভাল লাগল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

তওসীফ সাদাত বলেছেন:


ভালও লেগেচে জেনে আনন্দিত হলাম :)
ধন্যবাদ। :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০০

ডট কম ০০৯ বলেছেন: দেখব!!

খুব শিঘ্রই। কিন্তু নেট স্পীড ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

তওসীফ সাদাত বলেছেন:


নেট স্পীড ইস্যূ !! বাংলাদেশিদের পিছু যে কবে ছাড়বে !!

দেখবেন, ভালো লাগবে আশা করি। :)
ধন্যবাদ। :)

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৬

জেন রসি বলেছেন: চমৎকার মুভি।
সময়ের প্রয়োজনে নৈতিকবোধ পরাজিত হয়নি।


ভাল লাগল :)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

তওসীফ সাদাত বলেছেন:


বটে।
সত্যিকারের ব্যক্তিত্ব :)

ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.