নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবেগ ও অনুভূতি খুব ঠুনকো ! ক্ষনে ক্ষণে রুপ বদলায়। ক্ষণে ক্ষণে উৎস বদলায়।

তওসীফ সাদাত

কল্পনায় যদি বাস্তবতার স্বাদ পাওয়া যেত। তবে বাস্তবতায় কেউ টেনে হিচড়েও কাওকে রাখতে পারতো না।

তওসীফ সাদাত › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউঃ Bajrangi Bhaijan(2015)

২৪ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৪




ভালো মানুষ বলতে কি বোঝেন ?
একটা নির্দিষ্ট পরিস্থিতিতে নির্দিষ্ট কিছু ভালো কাজ করা ? যার অর্থ উপার্জনের ক্ষমতা নেই এমন কাউকে কিছু সাহায্য করাও তো ভালো কাজ, তাহলেই কে সে ভালো মানুষ হয়ে গেলো? ঐদিক দিয়ে যে হাজারো জনসাধারণের টাকায় ঘর-বাড়ী করছে, সেটা দেখে কি বলবেন ?
ভালো মানুষের সংজ্ঞা আমার কাছে কিছুটা ভিন্ন! যে সর্বদাই ভালো, হোক তা বর্তমান/ভবিষ্যত অথবা অতীত। অনেকে বলতে পারেন, মানুষ অভিজ্ঞতা দিয়ে, জীবনে বড় ধাক্কা খেয়েও তো ভালো হয় !! পুরো বদলে যায়! সেক্ষেত্রে বলতে হয় এমন ধাক্কা কম বেশি সবার জীবনেই আসে !! সবাই কি তবে বদলে যায় ?! যায় না। শুধুমাত্র কোন একটা বিষয়ে বা কিছু নির্দিষ্ট মুহূর্তের জন্য বদলে যায়।
এখানে ঘটনা এত জটিলতা মাড়ানো ভালো মানুষ কে নিয়ে নয়! একজন জন্মগত সাধাসিধে ভালো মানুষ কে নিয়েই। জীবনে ব্যর্থতা এসেছে, বারংবার! ধাক্কা খেয়েছে বারংবার !! তবু তার শিক্ষা অনড় ছিলো। অনড় ছিলো তার আদর্শ, সর্বদাই।

জন্মের পর থেকে শুরু করে, এক পিতা-মাতা একের পর এক বিষ্ময় আর আগ্রহ নিয়ে অপেক্ষা করে, কবে তার সন্তানের মুখে বাবা-মা ডাক শুনবে। কিন্তু, যখন সন্তান এর কথা বলতে পারার সবগুলো অর্গান ঠিক থাকার পরেও সে কথা বলতে পারে না, তখন বাবা-মা স্বাভাবিক ভাবেই হতাশ হবেই। যদি এমন হত যে জন্মগত ভাবেই সন্তানের কোন সমস্যা !! তাহলে সেটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু কোন সমস্যা না থাকার পরেও যখন মুখে কথা ফুঁটে না সন্তানের তখন তা মারাত্মক রকমের বেদনায় রুপ নেয়। এমনই এক বেদনাহত মা যখন তার সন্তানের মুখে কথা ফুটানোর আশায় দূরদেশে গমণ করেন এবং সেখানেই ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। আর সে ঘটনা থেকেই শুরু হয় এই মুভির মূল গল্প।

আমরা পিকে মুভি দেখেছি, কম বেশি অনেকেই। সেখানে দেখেছি আমাদের ধর্ম বিভেদ কে কেন্দ্র করে মানবিকতা নামক বস্তুটি কিভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের মধ্যে থেকে। তার সাথে ছিল আমীর খানের অসাধারণ অভিনয়। কম বেশি সবাইকেই মুগ্ধ করেছিল পিকে। কিন্তু এখানে, এই ধর্ম বিভেদ শুধু একটি দেশকে ঘিরেই নয়, এবার তা আন্তর্জাতিক সীমানায় পৌঁছেছে। পিকে মুভিতে দেখেছি, সরাসরি যুক্তি ও আবেগ দিয়ে ধর্মবিভেদের ফলাফল ও মানবিকতার হারিয়ে যাওয়া তুলে ধরা হয়েছে। কিন্তু এখানে, খুবই সূক্ষ্ম ভাবে তা তুলে ধরা হয়েছে। পিকে আর এই মুভির মধ্যে কন্সেপ্ট গত পার্থক্য অল্প। কিন্তু মূল বক্তব্যে কোন পার্থক্য নেই। পিকে তে দেখেছেন শুধু ধর্ম বিভেদ নিয়ে। আর এখানে দেখবেন দেশ ও ধর্ম দুটোই নিয়ে। তবে Bajrangi Bhaijan -এ খুব সুন্দর ভাবেই, একজন ছোট্ট অসহায় শিশু কে প্রতীকী হিসেবে ব্যবহার করার কারণে এখানে মানুষের আবেগ টা সর্বোচ্চ পর্যায়ে কাজ করাতে সক্ষম হয়েছেন পরিচালক।

আমাদের এত সমাজ, এত ধর্ম, এত দেশ, এত জাত এসবের তফাৎ কি ছোট্ট একটা শিশু বুঝে? সে তো ছোট বেলা থেকে যা দেখে, যা বুঝে, যা শুনে সেটাকেই গ্রহণ করে। তাই একজন পাকিস্তান শিশু কে যদি হিন্দু ধর্ম আর ইন্ডিয়ার সমাজে বড় করা হয়, তার যে জন্ম মুসলমান ঘরে বা সমাজে সেটা কি তার মধ্যে প্রকাশ পাবে ?
আমরা জানি একটি শিশুর আচার ব্যবহার তার বা বৈশিষ্ট্য তার বাবা মা এর মত হয়, জ্বীনগত কারণে। কিন্তু সেটা কতটুকু মূখ্য ?
খুব একটা কি ? মুভিটি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই জ্বীনগত বৈশিষ্ট্য কতটুকু মূখ্য। একটি নিষ্পাপ শিশু কে প্রতীকী রুপে ব্যবহার করে এই মুভির মাধ্যমে পরিচালক বর্তমান দুনিয়ায় হারিয়ে যাওয়া মানবিকতার সুতোয় টান দেওয়ার চেষ্টা করেছেন।
তা হয়তো বৃথা, অথবা এই মুভি দেখে দু একজনের মনে ব্যাপারটা গেঁথেও যাবে।
এখন দেখার অপেক্ষা... আর কত এমন মুভি অথবা গানের সৃষ্টি হলে আমাদের মানবিকতার সুতোটায় একটু জোরেসোড়ে টান লাগে। তা মুভি ও গানে সীমাবদ্ধ না থেকে সমাজেও তার অস্তিত্ব খুঁজে নেয়...

মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতেঃ আই এম ডি বি লিংক

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৪৭

বৃতি বলেছেন: রিভিউ ভালো লেগেছে :)

২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪২

তওসীফ সাদাত বলেছেন:




ধন্যবাদ। :)

২| ২৪ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুভিটা দেখার ইচ্ছা রইল।

চমৎকার হইছে রিভিউ।

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬

তওসীফ সাদাত বলেছেন:



দেখবেন সময় করে। :)

ধন্যবাদ। :)

৩| ২৪ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৬

আলী আকবার লিটন বলেছেন: ছবিটা দেখমু দেখমু করে সময়ই পাচ্ছি না । মুভি রিভিউ শুনে শুনে লোভ ক্রমেই বাড়তির দিকে ...

২৪ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

তওসীফ সাদাত বলেছেন:



হা হা হা !! এক্সপেক্টেশন লেভেল এত হাই করার পর না দেখাই বেটার !! যদি আবার আপনাকে হতাশ করে !!

ধন্যবাদ :)

৪| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ১২:২২

এস এইচ অরণ্য বলেছেন: h

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১:২৩

তওসীফ সাদাত বলেছেন:



i

৫| ২৫ শে জুলাই, ২০১৫ রাত ২:২২

ক্যাটম্যান বলেছেন: ডাউনলোড দিয়েছি। একটু পরই দেখা শুরু করব

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৪

তওসীফ সাদাত বলেছেন:

দেখুন। কেমন লাগলো সুযোগ হলে জানিয়ে যাবেন :)
ধন্যবাদ :)

৬| ২৫ শে জুলাই, ২০১৫ সকাল ৮:৪৮

ওয়ালী আশরাফ বলেছেন: আমাদের মানবিকতা কি জাগ্রত হবে???

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৫

তওসীফ সাদাত বলেছেন:


স্রোত যেদিকে যাচ্ছে, এতে করে জাগ্রত হবে না। বরংচ যাদের টা মাঝে সাঝে জাগ্রত হয় তাদেরটাও ঘুমিয়ে পরবে।
ধন্যবাদ :)

৭| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:০৬

আলী আকবার লিটন বলেছেন: #ক্যাটম্যান ভাই ডাউনলোড লিঙ্ক কি দেয়া যাবে???

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৬

তওসীফ সাদাত বলেছেন:


ভালো প্রিন্ট পাবেন, এক্সট্রাটরেন্ট এ খোঁজ করেন। :)
ধন্যবাদ :)

৮| ২৫ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সময় করে দেখবো । রিভিউ ভাল লিখেছেন । সুন্দর ।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৬

তওসীফ সাদাত বলেছেন:


অসংখ্য ধন্যবাদ সেলিম ভাই :)

৯| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১৬

প্রিন্সর বলেছেন: ভালো প্রিন্ট এসেছে?

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৭

তওসীফ সাদাত বলেছেন:


ভালো প্রিন্ট পাবেন, এক্সট্রাটরেন্ট এ খোঁজ করেন। :)
ধন্যবাদ :)

১০| ২৫ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৫৭

সুমন কর বলেছেন: আপনার রিভিউ সব সময় ভালো হয়।

মুভিটি দেখবো।

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৭

তওসীফ সাদাত বলেছেন:

চেষ্টা করি।
ধন্যবাদ ও শুভকামনা। :)

১১| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯

অপু তানভীর বলেছেন: মুভি ভালু লাগে নাই খুব একটা !

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৮

তওসীফ সাদাত বলেছেন:


বলেন কি ভাই !!
অভিনয়, পরিচালনা বা উপস্থাপন তো বেশ ভালোই হয়েছে। :(

ধনিয়া আমার ব্লগে আশার জন্য :)

১২| ২৫ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

বোকা মানুষ বলতে চায় বলেছেন: রিভিউ এর ব্যাতিক্রমধর্মী উপস্থাপনটা ভাল লেগেছে। +++

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১০:২৯

তওসীফ সাদাত বলেছেন:


সব মুভি রিভিউতেই চেষ্টা করি নিজস্ব ধরণে উপস্থাপন করার :)

ধন্যবাদ। :)

১৩| ২৬ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৪

সরষে ফুল বলেছেন: অফিস কলিগের থেকে সেয়ারইট দিয়ে নিয়ে দেখব

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২

তওসীফ সাদাত বলেছেন:


দেখে জানাতে ভুলবেন না কিন্তু ! :)
ধন্যবাদ।

১৪| ২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৫

আবদুর রব শরীফ বলেছেন: ছবিটা আসলে দেখতেই হবে...সুন্দর রিভিউ..

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১১:০২

তওসীফ সাদাত বলেছেন:


ধন্যবাদ। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.