নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

দেশ গড়ে তুলতে হলে...

১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২




বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর স্টিমরোলার চালাতে হবে…।
শুধু রাজনীতিক আর আমলারা ডিম খাবেন তা হবে না।এদেরকেও ডিম দেয়ার ব্যবস্থা করতে হবে।বৃটিশ উপনিবেশের ল্যাঞ্জা তাদের মাথা থেকে বের করে দিতে হবে। উচ্চআদালতে ইংরেজী ভাষা চুইটা দিতে হবে। এটারে বলে ভাষার মাধ্যমে শোষণ। বাংলাভাষা ছিল এদেশের প্রথম সাংস্কৃতিক আন্দোলন।অথচ ইংরেজী ভাষার মাধ্যম নাম দিয়ে জনগণরে শোষণ করছে তারা।
বৃটিশ- বাংলাদেশী বিচার ব্যবস্থার বাংলাদেশী দায়িত্বপ্রাপ্ত বৃটিশ দালালদের ভূত তাড়াতে হবে।উচ্চ কি নিম্ন সবজায়গায় ৯৯ ভাগ ভূত বসে আছে।

বিচারপতি,বিচারক,সংশ্লিষ্ট প্রজাতন্ত্রের কর্মচারীদের আকাম প্রবণতার বিরুদ্ধে গর্জে উঠুন।বদলে দিন সব ভাষা-মগজ দিয়ে তৈরি করার সমস্ত আইনী শোষণ।

#এখন সময় ভাষা বদলের।
#এখন সময় পরিবর্তনের
#এখন সময় দূনীর্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর
#এখন সময় শোষণের বিরুদ্ধে চিৎকার করার
#এখন সময় মানসিকতা বদলের

বাংলাদেশেল বিচার ব্যবস্থা দরিদ্র জনগণের শোষণের অংশ।দরিদ্র জনগণকে শোষণকরার ব্যবস্থার বিরুদ্ধে একাট্টা হতে হবে।আদালতের ইট,আইনের ভাষা- শোষকের উজ্জ্বল হাতিয়ার।নিপীড়িত জনগণরে চুষের খাওয়ার হাতিয়ার।ইট আর শব্দের গাঁথুনিতে লেগে আছে শোষিতের রক্ত।

এই ইট কাঠামো এই শব্দের জড়তা ভেঙে দিতে হবে।ভাঙতে হবে মগজের সেসব কুটিল কুটচাল।যারা জনগণের অর্থ চুষের নেয়াকে বিচার ব্যবস্থা বলে ভাবছে।
যেখানে বৈষম্য সেখানেই চিৎকার।
এই দেশকে গড়ে তুলতে কাউকে ছাড় দেবেন না।সমস্ত অবিচার,দূনীর্তির বিরুদ্ধে আওয়াজ তুলুন।প্রতিরোধ করুন।

৫০ বছর হতে চলল।আর কোন শোষণ নয়।
এবার কঠিন প্রতিরোধ চাই।

(শুধু আইন পড়লে হবে না শিক্ষার্থীরা।তারচেয়ে মানসিকতা বদল করতে হবে।দেশের সমস্ত ভাল কাজের সাথে থাকতে হবে।টাকা চিনলে হবে না।আইন বোধ তৈরি করতে হবে।ন্যায়বোধ তৈরি করতে হবে।ব্যক্তি হিসাবে উৎকর্ষতা অর্জন করতে হবে

বলেন তো :মাই লর্ড -কেন অশালীন শব্দ?
এইরকম হাজার হাজার অশালীন শব্দ পাল্টাতে হবে।উঁচুস্থানে বসে বাকিদের নিচুভাববেন তা হবে না।সবার জন্য সমান গ্যালারি করতে হবে। এমনকি ড্রেস কোড পর্যণ্ত পাল্টাতে হবে।
ব্যাপক সংস্কারর ভেতর দিয়ে যেতে হবে।সবাইকে অংশগ্রহণ করতে হবে।যারা আইন পড়ছেন,ব্যবসা করছেন,জীবিকা চালাচ্ছেন -সবচেয়ে বড় রিফর্ম আপনাদের উপরেই চালাতে হবে।আপনারা চালাতে ব্যর্থ হয়েছেন বলে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হচ্ছে!!)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো গণতন্ত্রের সঠিক চর্চা এবং পরিচ্ছন্ন রাজনীতি। দেশীয় শিল্প সাহিত্যের কদর। কারণ ধার করা সংস্কৃতি নিয়ে বেশি দূর আগানো যায় না।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ.......সহমত ভাই।
শুভেচ্ছা।

২| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

আহমেদ জী এস বলেছেন: তাওিহদ অিদ্র ,




জনগণ মাথার ঘাম পায়ে ফেলে ডিম পারবেন আর তা রাজনীতিবিদ আর আমলারা খেয়ে ফেলবেন, তা হবেনা । ওদের কেও জায়গা মতো ডিম ঢুকানোর ব্যবস্থা করতে হবে ।
সহমত ।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ..........মতামত প্রদানের জন্য।শুভেচ্ছা সহ।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪২

কানিজ রিনা বলেছেন: বাংলাদেশের বিচার ব্যবস্থা দরিদ্রের উপর
শোষন, সত্য তিন সত্য বলেছেন।
অসাধারন উপস্থাপন,গর্জে উঠুক বাংলার
সৎসাহসী ছাত্ররা ওদের সাথে সৎ জনগন
গর্জে উঠুক সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে।
সময় এসেছে সেচল্লিশ বছরের দূর্নীতি ভরা
আবর্জনা মুক্ত করার প্রয়াস। অসংখ্য ধন্যবাদ
আপনার আপনার সৎসাহসী উপস্থাপনায়।

১৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৯

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ..........শুভেচ্ছা।ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.