নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

কে কার অথবা মানসাকার

২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪৬









আমি তুমি ম্যালা শত্তুর।
যা দিনে পুঁতেছি।
রাতরে সবাই অন্ধকার ভাবে
দ্যাখো ম্যালা দিন দেইখ্যা খুব ভয় হয়।ক্ষ্যাতে ভয় চাষ করো-তাই।
দিনের মতোন সুগভীর অন্ধকার বুঝি আর নাই।
জ্বলোচ্ছ্বাস,সাইক্লোন,ভূমিকম্প,ওই মারণাস্ত্র সব রাতের বেলায় উইড়া আসে
দিনের আলোর স্পষ্টতা কেউ আড়াল করতে পারে নাই—এসব মিথ্যে প্রাতিষ্ঠানিক উপহাস।
আলো গ্রাস করতে গভীর আলোয় চাঁদ ঘাপটি মাইরা থাকে
নখরে ছড়ায় রাতে বেসাতির আলো।
ধরত্রীর বুকে দিন দেখলে ক্যানযে ভয় জাগে আমার-আমি জানি।
আমি জানি তোমারা ক্ষ্যাতে সুনিপুণ হাতে যতোন করে ভয় চাষ করো।
ম্যালা দিন দেইখ্যা খুব ভয় হয়-আফসোস নাই।
দ্যাখো আমারে ছড়ায় রাতের মতোন
অন্ধকার আরেক অন্ধকারের লগে আড্ডা দিতেছি।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার লগে ভয় চাষ দেইখ্যা শরমে মইর‍্যা যাই।ভয়ে ভয়ে লিখত্যাছি,কিছু মনে করেন লাই।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪০

তাওিহদ অিদ্র বলেছেন: যে ভয়ের মইধ্যে শরম থাকে তাতো ভয় না। যেহেতু আপনি ভয় পান নাই তাই আমার কিছু পরিত্রাণ নাই।

ধন্যবাদ।

২| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১১

সেলিম আনোয়ার বলেছেন: অন্ধকারের সাথে অন্ধকারের আড্ডা । বেশ বেশ ।

২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪১

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা :)

৩| ২২ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগের প্রকাশ।

২৩ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪০

তাওিহদ অিদ্র বলেছেন: শুভেচ্ছা..........ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.