নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

বাঁধা নাই রোজ আমি বাঁয়ে নাই

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২



১।
তুমি জ্বলো রোদে>>>
ও পাড়ার সবকিছু খারাপ।
-কৃষ্ণচূড়া ছাড়া।
ও পাড়ার সব মানুষের মুখ কালো।
-কৃষ্ণচূড়া ছাড়া।
ও পাড়ার মানুষরা রোদে যেতে ভয় পায়।

২।
না-প্রেম >>>
শহুরে দেয়ালের পাশ দিয়ে-
সাবধানে যেয়ো্।
গ্রাফিতি!
তোমাকে গ্রাস করতে পারে।
প্রেমেও পড়ে যেতো পারো।
গোলাপী ফুলের ছাতা,বেলী রঙের এ্যাপ্রোন
ডাভ শ্যাম্পুর ঘ্রাণ
ঠিক বুঝতে পারি।
শাহ্’র ছিরি মাজারের নিচের চত্বরে কাঁচের বাক্সে সুন্দর সুন্দর নকশা করা আংটি কিনছো?
-বাছাই করতে পারছো না!
পুরুষরা পর পুরুষের মতোন পাশ কেটে যায়
বেণীর ওপর দিয়ে লাফ মেরে পার পেয়ে যাচ্ছে বাতাস
পরপুরুষ ছাড়া।
তোমার ভ্রুক্ষেপ নাই।
এই বেঞ্চি-সাবধানে বসো।
প্যাকেটে প্যাকেটে ঝুলে আছে পেটমারাদের দিন
যাবতীয় পুষ্টিবিচার-
না মেরে উপায় কি?
কলা রাজনীতির ফল না।
দুধ চা খাওয়ার পর গুলি করব।
জিহ্বা এক শক্ত পাথর—
-
যা হোক বা না হোক
তুমি এসবে যেও না।
বাসায় ফিরে যাও।
-সাবধানে যেয়ো।
ব্রাশ তোমারে আক্রান্ত করতে পারে।
-
দেয়ালের ও ছায়া আছে।

৩।
ক আকার কা ক>>>
নাট্যকাররা কোনদিন ভাল নাটক লিখতে পারেনি।
এখানে রাতদিন নাটক মঞ্চস্থ হয়।
তারা অভিভূতের ভূত হয়ে পড়ে।
চিন্তা থেমে যায়।
দৃশ্যচিন্তা বাড়ে।
সহজ হওয়া আর হয় না।
বউছেলে নিয়ে বাকিটুকু দিন নাটক করে পার করে যায়।



৪।
বাঁ-দিক>>>
বাঁয়ে প্লাস্টিক
তার বাঁয়ে আমি
আমার বাঁয়ে রাষ্ট্র
তার বাঁয়ে যাঁতি
তার বাঁয়ে কষ্ট
তারো বাঁয়ে যন্ত্রণা
দূরের বাঁয়ে কেউ নাই
নাই প্রেরণা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বেশ হয়েছে।

আপনার কি অন্যের লেখায় মন্তব্য করতে অনীহা!!

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪২

তাওিহদ অিদ্র বলেছেন: লেখা পোস্ট আর কমেন্টস ছাড়া আমি বাকিটা সময় ব্লগে থাকিনা।আমি কোনদিন যতনো করে কোনকিছু লিখিনি।সব তাড়াহুড়ো।কারণ আমার একটা প্রাণীজীবন আছে।সেটা আগে---ফাঁকেফুকে যখন সময় হয় তখন এই আকামকরি।খুব অল্প সময়ে। তাই অন্যের লেখা খুব একটা পড়া হয়না।

আশা করছি এবার বুঝতে পারবেন। ধন্যবাদ।ভালথাকুন।

২| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭

ইমরান আল হাদী বলেছেন: শিরোনাম টা বুঝলাম না।

২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৪৪

তাওিহদ অিদ্র বলেছেন: শিরোনাম বাদ দেন পড়া ভাললেগেছে কিনা সেটাই আসল।
শিরোনাম সবসময় ফ্যাক্ট নয়।পড়ার নির্দেশ মাত্র তবে তা না ও হতে পারে।

লেখার সময় কি প্রতিকি চিন্তা আসছিল এখন মনে নাই।শুভেচ্ছা ও ধন্যবাদ।

৩| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:৫৪

রাজীব নুর বলেছেন: ৪ টা প্যারার মধ্যে ১ নম্বরটাই বেশি ভালো লেগেছে।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ২৫ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:০৬

মিথী_মারজান বলেছেন: একটু যেন অন্যরকম!
ভালো লাগলো আপনার লেখার স্টাইল।

২৬ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫১

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.