নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

টুল-টেবিল সিরিজ (১৯)

০৭ ই মে, ২০১৮ সকাল ১০:০৬

১.
যখন তুমি থাকো আমি নিখোঁজ হয়ে যায়
তুমি না থাকলে নিজেরে খুঁজে বেড়ায়।
২.
মানুষ--
সিরিয়াল কিলার।
৩.
নদী--
একা। জোড়া নদী বলে কিছু নাই।
৪.
আমাকে কেউ প্রশ্ন করো না যদি করো
বলতাম-
আমি আর এসব দেখি না।
ছোট ছোট প্রশ্ন করে যে কেউ রক্তাক্ত করতে পারে-
একটা ধেরচুয়া ধানের ক্ষেতে উড়ে আসে
একলা নদী
থিরথির করে কাঁপা বাবলা পাতা
হেলেঞ্চা কেটে ঘরে যাওয়া কিশোরী- তাকায় না।
সিইউএফএলের কৃষ্ণচূড়া রাস্তায় মরে গেছিলাম
বহুবছর আগে তন্ন তন্ন করে খুঁজেছি একটা পাইন
ছায়াবীথি খুঁজতে কোথায় যে চলেগেছিলাম-
এসব প্রশ্ন কেউ কোরো না।
উত্তর চাওয়া
–মানুষ; আমার ভাললাগে না।
আমি চাই---আমার সাক্ষাৎকার নিক---আমি বলব
--এই ধেরচুয়া
--এই নদী
--এই বাবলা
ফুটছে ফুটছে চাঁদ—এই চাঁদটাই
আবহমান।
মানুষ---দূরধারণাকাল---
৫.
মা’র সাবেক প্রেমিক ছিল কিনা
কখনো জিজ্ঞাসা করি নাই।
বিয়ের পর মা পুরুষ নিয়ে ঘুরতেন না
--পুরুষের কথা বলতেন।
মা—একা
মা—একেশ্বরবাদী
দ্বিতীয় কোন উপাস্য নাই।
৬.
চশমা--
চোখ দেখতে পায় না।
৭.
চোখ আর চশমার মধ্যখানে থাকে গভীরতম লবণ।
৮.
রাগ-ক্ষোভ-অভিমান--
পরিমিতো ভাল; যতোক্ষণ অসুখে পরিণত না হয়।
৯.
নিঃসঙ্গতা।
নিঃসঙ্গতা একটা বোমা।বিস্ফোরণের দাগ চিরদিন।
১০
মৃত্যু দৃশ্য ভোগ করি
-- আপন মানুষ?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: বড্ড এলোমেলো মনে হলো।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২২

তাওিহদ অিদ্র বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। এলোমেলো; পাঠককে মুগ্ধ করতে না পারা ব্যর্থতা ........শুভেচ্ছা ভাল থাকবেন।।

২| ০৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৫

খালেদা শাম্মী বলেছেন: ভাবার্থ ভাল ছিল।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামতে আসার জন্য। প্রেরণা দেয়ার জন্য শুভেচ্ছা।

৩| ০৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০২

তারেক ফাহিম বলেছেন: ভাবার্থ জটিল ও কঠিন।

দুইবার পড়লাম।

০৭ ই মে, ২০১৮ বিকাল ৩:২৪

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ মতামতে আসার জন্য........
পড়ার জন্য অনেক ভালবাসা জানবেন।
শুভেচ্ছা।

৪| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ। এলোমেলো; পাঠককে মুগ্ধ করতে না পারা ব্যর্থতা ........শুভেচ্ছা ভাল থাকবেন।।

আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.