নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ডিমকে কখনো অস্বীকার করবেন না.....

০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৩৫




১.
পৃথিবী—
ডিমাকার।তালুতে করছি নাড়াচাড়া।ভেঙে দিতে ইচ্ছে করছে।
২.
ডিমের আগ মূহূর্ত পর্যণ্ত আমি।বাকি সব তোমার।
৩.
ডিমের কষ্ট ছড়ায় যাচ্ছে -শেফ।
এই কষ্ট খাওয়া যাবে?
৪.
ডিম খেতে না পেরে গুদের দল,টুপির দল –
ভীষণ খেপেছে।
৫.
ডিম দেখলে শুক্রাণু মনে পড়ে।
৬.
নিদ্রাহীন চোখে ডিম সেদ্ধ করা যায়।
৭.
পানি-আটা মিশ্রিত ডিম খাইয়ে রাষ্ট্র বিক্রি করে ফেলেছি।
৮.
নির্বাহীর চেয়ারে একডজন ডিম রেখেছিলাম।ছেলেপুলে নাতিনাতনীরা সুখে আছে।
ডিমের হাসি।
৯.
ব্যাচেলররা জীববিদ্যার কৌশল মুখস্থ করেই সিঙ্গেল থাকে।ডিমস্টোরে গেলেই বুঝা যায়।
১০
নিউটন ডিম খেয়ে আপেল গাছের নিচে গেছিল।
১১.
তোমার ডিম আমার অহংকার-
ব্যক্তির নামে রাষ্ট্রীয় বাণী।
১২.
ডিমে তা দেয়ার দরকার নাই।মেশিন কিনে নাও।বিদ্যুতের দামবাড়াও।
১৩.
গ্যাস না থাকলেও ডিম ফুটানো যায়।সূর্যারাঙ্ক আর মাথাঙ্ক- এনাফ।
১৪.
ডিম না খেয়ে জিপিএ সেভেন!ফাইভতো পাওয়া যায়।
১৫.
ডিম দিবস নামে কোন দিবস রাষ্ট্রসংঘ কেন রাখল না?এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে খারিজ হলেও সাধারণ পরিষদে ০-২০০ ভোটে জিতে যায়।
ফিতা কেটে ডিম দিবস উদবো-ধোন করলেন (মহাসচিব) অনবিহাফ অব মিনিস্টার।
১৬.
কমোডর ড্রাগনের প্রিয় খাবার ডিম।
পুষ্টিকর।রুচিকর।উৎকৃষ্টকর আর চূড়ান্ত বিরক্তিকর।
১৭.
তোমাকে খাইতে গিয়ে আমি ডিম খেয়ে চলে আসি।
১৮.
ডিম ভাঙলে অনেক প্রজাতন্ত্র পাওয়া যায়।
১৯.
জগতের সকল প্রাণী ডিমময় হোক।
২০.
খোদা প্রতিদিন ডিম পাড়েন খামারে।
২১.
ডিমের ইংরেজী নাম গ্রেনেড।ফুটলেই ফুল নতুবা কাম।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৮ সকাল ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি বুঝাতে চাইলেন,
কি বুঝলাম!
আপনার কি বুজছেন?

০৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৮

তাওিহদ অিদ্র বলেছেন: ডিম’ এটাতো বুঝছেন।আর কি বুঝতে চান?

মতামতের জন্য শুভেচ্ছা।

২| ০৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: ডিম নিয়ে তো পি এইচ ডি করে ফেলেছেন।

০৯ ই মে, ২০১৮ সকাল ১০:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: ডিম নিজে খাবো;অন্যকে ও বেশি বেশি খেতে উদ্বুদ্ধ করব :)

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.