নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

সাধারণনামা___

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬




শরতে শিশির আসে।
রাজনীতি কেন্দ্রিকতা বোরিং।
কলমের চেয়ে অস্ত্র বড়।
সেই কবে পড়েছিলাম সুকান্তর দেশলাই ;জীবনানন্দের আঠারো বছর
কতো আঠারো ছত্রিশ চুয়ান্ন হলো কেউ মিলাতে পারল না।
একটা কবি ‘সাধারণ ছেলে’ নামে একটা কবিতা ও লিখতে পারলনা।
এই রাস্তায় কেউ তেমন হাঁটল না
রাস্তার বাঁক সাপের দেহের মতোন বেঁকে রইল
সাপকে ভালবাসতো?
দোকানপাট,ধর্মীয় ঘর কতোইতো পেলাম রাস্তার দু'পায়ায়
বৃটেন পেলাম,উপমহাদেশ পেলাম;পিপলস পলিটিক্স পেলাম না
জনতুষ্টি
রাস্তায় সবুজ বেষ্টনি দেখলাম,রেইনফরেস্ট ম্যানগ্রোভ বাড়ির পাশের সোয়ম্পবন দেখলাম না
ডাহুক নাই_ বন নাই_ বট নাই_ ডরগুলা নাই_ আছরপাতা নাই_
সব নাই খাতার পৃষ্টাই বাড়ল;
ভাষার বহুবিদ্যাই বাড়ল ভাষারপিরীতি বাড়ল না।
গাছের ছায়ার নিচে ছায়া নাই;যেন ভুতে ধরা ঘোর অন্ধকার
সাধারণ ছেলেরা সকাল সন্ধ্যা রাত অবধি আড্ডা মারত,এখন পালিয়ে বেড়ায়
গান গায় একা একা
কেউ টানে বিড়ি
কেউ রটায় হাড়িঁর খবর
কেউ গুজব করে মার্কেটিং
কেউ মুম্বাইয়া জোলাপ খায় সিনেমার নামে করে আলাপ!
মাঝেমধ্যে দু-একটা বিরল বইয়ের নাম উঠে আসে
কেউ উঁচা করে ধরে পিস্তল,তারা কেউ বিপ্লবী নয়
বিপ্লবেও যে খুন হয়!
রাস্তাটার নাম সাধারণ
সাদা একদম সাদা—ওখানে আল্পনা থাকে দুপুরে
গোলবাতির রাতে তীব্র।
সেই রাস্তাও ভাগ হযে গেল।
অন্য এক আল্পনা এসে সেটা করল দখল
হলুদ,সাদা,হাসি,ভেংচি,রক্ত—কতো কিছুই না ধীরে ধীরে বসত গড়তে লাগল
বেদনা কষ্ট আঘাত প্রত্যাঘাত কতো কিছু
কেউ আইলস্,কেউ জিএমটি,কখনো উড়ো চিঠির মতোন আসে বাংলার ছেলেদের আলো করা খবর
পানি দিয়ে গাড়ি চালানো—টায়ার দিয়ে বানানো উভচর যান
সাধারণ রাস্তা
সাধারণ ছেলে
সব সাধারণ—এই রেইনট্রি,দূর্বাঘাস,ঝিলে-ডাহুক তারপরে ধানক্ষেত,তারোদূরে শণের বাড়ি
গোরু বাছুর,মুরগির ছানা চড়াতেছে তার মা
কুক কুক করে ডাকছে
অপর পাড়ার মোরগ!
তবু চেকআপ করার পরো পেঁপে পাতা খেয়ে ফেলছে বিছুটিলেদা
খুব সাধারণ করে নামে সীসা পোড়া চিমনি থেকে বিষাক্ত ধোঁয়া,এসিড ফগ
যক্ষ্মা-আর্সেনিক!এখনো হাম আছে ডিপথেরিয়া আছে!
খুব অসাধারণ করে আসে সব!অসাধারণ সব রাজধানীর বিল্ডিং,বিশ্রীরকমের সরকারী ভাষ্কর্য্য অসাধারণ,
আবাসিক প্লট
দুনিয়ার নামকরা আর্কিটেক্ট এর ডিজাইন করা সভাসদ
খুব অসাধারণ
তাদের গায়ের চামড়া আচার শিক্ষা সব অসাধারণ
যা কিছু অসাধারণ তা বড় বিশ্রীরকমের সাধারণ রাস্তায় ছড়ানো
”খুব সুন্দর”-প্রপঞ্চের পেছনে নির্মমতার ঝাঁঝালো ইতিহাস
যা চাটে না,পোছে না-ওই চাটার দল
মাহুতের দল নিয়ে যেন ফিরে আসে আলেকজান্ডার
যুগের ডিজিটাল কয়েন,বাণী ধরো,বাণী ধরো—ধনী হও।হে অসাধারণ
অসাধারণত্ব যারা ধারণ করে না তাদের প্রসববাণী ব্যাথাবিহীন।
রবীন্দ্রনাথ লিখেছিলেন সাধারণ মেয়ে,জর্মন জানে না ফরাসি জানে না
নকলে করে বন্ধু লিখেছিলেন পাখিরা জার্মান জানে না ফরাসি জানে না
আমি বললেম,
পাখিদের ভাষাই রব!
তারা জার্মান জানে ফরাসি জানে আরবী টার্কিশ ইংলিশ সব জানে
জানে না অসাধারণ মাখলুকাত।
-
কেন্দ্র গর্ত করে কে কবে বৃত্ত এঁকেছে__







মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:০৪

স্রাঞ্জি সে বলেছেন:

বাস্তবতা।

সুখপাঠ্য কবিতা......

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

তাওিহদ অিদ্র বলেছেন: ----
শুভেচ্ছা-
-
ভাললাগলো
-
ধন্যবাদ।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: পড়লাম।
কবিতা হিসেবে কেমন হয়েছে বলতে পারব না। তবে পড়ে আরাম পেয়েছি।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

তাওিহদ অিদ্র বলেছেন: হা হা হা
-
আরাম-
-
ভালথাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.