নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

প্রার্থনা করিনি

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৫



উড়ন্ত মেঘের দিকে চেয়ে থাকি
উড়ন্ত পাখিটার দিকে
একটা ঘাসপাতা
একটা বৃক্ষপাতার দিকে
নদীর পানি
সাগর পানি
একফোঁটা বৃষ্টি
একফোঁটা শিশির
বকের পা,ডাহুক
হাঁসের ছড়ানো হাসি
দীঘির পদ্ম
পাশের বাড়ির খাল
স্বরপুঁটি
জাল
জেলে
দূরগ্রাম
ছায়া
ধানক্ষেত
ধাবমান সড়কের গাড়ি
বিজলিবাতি
জোছনার আলোকাটা রকেটের গ্যাসপথ
জোনাকি
বাঁশঝাড় চেয়ে থাকি
চেয়ে থাকি
খুব করে
খুব করে
ধ্যান করে
নাই মসজিদ
নাই মন্দির
নাই মন্দির লাগোয়া ভাঙা দেয়াল
ছোটবেলার সির্দ্ধাথ
ঘুমন্ত যীশু
একদিনের দিকে চেয়ে থাকি
দুইদিনের দিকে চেয়ে থাকি
তিনদিনের দিকে চেয়ে থাকি
সবকিছু
যা দেখতে মন চায়
আমার
তোমারো
তাদেরো
মা-
মন
মায়ের স্বামী
হলুদ পাতা
বড়খালা
জলপাই
বাতাসা মরিচ
প্রিয় পুঁইপাতা
শাক
কচুরফুল
ধ্যান করে দেখে থাকি
চুলার ধুঁয়া
হাতধরে মা নিয়ে যাচ্ছে মামণিকে
দেখছি গোয়ালে ঢুস মেরে মেরে দুধ খাচ্ছে গরুরবাচা
প্রার্থনা করিনি
প্রার্থনা করিনি
জীবনে
একটামাত্রই জীবন
সরল
নামতাভরা ফাঁদ!
ফাঁকা একখানা
মহাশূণ্য
ওযু করে মসজিদে যায়
চেয়ে থাকি
মিনারের ওপরে মেঘের পাখি
প্যাগোডার জানালা
ঘন্টা!
নেত্রকোন
ঈশান নৈঋত
সকলকোণ
কোল
দোলনায়
কিসে করি প্রার্থনা নিজেরে
কি করি ধ্যান নিজেরে
কিসে করি চেয়ে থাকি
আত্মার অনিমেষ
মুখ
পিতা
বোন
মা
এমন কেন হয়
এইভাবে কেন দেখতে হয়
কেন এইভাবে চেয়ে থাকা
নৃ সকল কোষ!
আর্বিভাব
দূর পাহাড় গল্প
আরণ্যক
মাঝি
চুল নাড়তেছে নারী
টুপকরে খুলেছে চোখ!
রোদ
নিঝুম চেয়ে থাকি
সব কপাট!
সব কপট!
ঘুম
শ্রান্ত শান্ত
মায়াবী
রির্হাসালরত পুরনো মুখ
পুরনো ঘুম
চেয়ে থাকা
প্রার্থনা করিনি
আরশি
দেখতে পাওয়া এসকল ধ্যান
অনবরত
সাঁতার
কাটছি
কাটছি
এক গভীরতমো মাছের দেশ
নরম
কোমলদেশ
এক লাল বিকাল
এক লাল গভীর সকাল
এক লাল গভীর রাত
হাওয়া
অযত্ন চোখ
দীর্ঘদিন হাত না লাগা গ্যালারি
পুরনো ছাদ
লালিত বোধ
দেখি
মৃত্তিকাময়।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

রাজীব নুর বলেছেন: ম্যাওপ্যাও।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

তাওিহদ অিদ্র বলেছেন: :)
ধন্যবাদ ম্যওসকল

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৫

সূচরিতা সেন বলেছেন: কথাগুলো বেশ সুন্দর লাগল।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
শুভেচ্ছা

৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

কাউয়ার জাত বলেছেন: সামু ব্লগের নিক হিসেবে এগুলো খারাপ না :-*

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

তাওিহদ অিদ্র বলেছেন: :)
-
শুভেচ্ছা-
দ্য বস অব কাউয়া :)

৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

মিখু হোসাইন তিতু বলেছেন: জোনাকি পর্যন্ত ভালোই লাগল...

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
ভালবাসা রইল

৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১

স্বচ্ছ দর্পন বলেছেন: সবগুলো শব্দের সাথে আত্নার একটি সম্পর্ক আছে।

আমার ব্লগ ঘুরে আসার অনুরোধ রইলো ।
স্বচ্ছ দর্পন ব্লগ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ
-
আত্মার সম্পর্ক
-
ভালবাসা জানবেন।
-
ঠিক আছে ঘুরে আসব :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.